উত্তর-২৪ পরগণার ফুটবল উন্নয়নে আসছে স্পনসরশিপঃ উদ্যোগ চার প্রাক্তন জাতীয় তারকার

বাংলার ফুটবলের আঁতুরঘর বললে ভুল বলা হবে না উত্তর-২৪ পরগণাকে। ভারতের অজস্র আন্তর্জাতিক ফুটবলারের জন্ম ও ফুটবলের সাথে বেড়ে ওঠা এই জেলায়। এরকম তথ্যও খুঁজলে নিশ্চিতভাবে পাওয়া যাবে যে, গোটা দেশের সমস্ত শহর, গ্রামের মধ্যেও জাতীয় স্তরে সর্বাধিক সফল ক্রীড়াব্যক্তিত্বের সংখ্যা উত্তর ২৪ পরগণাতেই! সেই উত্তর-২৪ পরগণার ফুটবলের উন্নয়নে স্পনসরশিপ নিশ্চিত হয়েছে। এই বিষয়ে প্রধান উদ্যোক্তার নাম গৌতম মুখার্জি। সাধারণ মানুষের কাছে এই নাম কিঞ্চিৎ অজানা। কিন্তু তিনিও ফুটবল খেলতেন। গোলকিপার ছিলেন রহড়া সঙ্ঘ ক্লাবের। এই ক্লাবেরই প্রথম গোলকিপার, পরবর্তীতে কিংবদন্তি হয়েছেন ভারতীয় ফুটবলে, সেই ভাস্কর গাঙ্গুলি কোনও ম্যাচে অনুপস্থিত থাকলে গৌতম মুখার্জিকে মাঠে নামতে দেখা যেত। তার আর একটি পরিচয় আছে। তিনি স্বনামধন্য প্রাক্তন জাতীয় স্ট্রাইকার রঞ্জিত মুখার্জির ছোট ভাই। গৌতম মুখার্জি উদ্যোগ নিয়ে কলকাতার সংশ্লিষ্ট সংস্থার কর্ণধারের সঙ্গে দাদা রঞ্জিত এবং তার আরও তিন সতীর্থ, প্রাক্তন জাতীয় ফুটবলার, স্বপন সেনগুপ্ত, ভাস্কর গাঙ্গুলি এবং তরুণ বসুর সঙ্গে আলাপ করিয়ে দেন। রঞ্জিত মুখার্জি শনিবার এই প্রসঙ্গে বললেন, “উত্তর ২৪ পরগণার ফুটবল লিগে গতবছরই স্পন্সসর এসেছিল। পাশে দাঁড়িয়েছিল রাজা বিস্কুট। এবারও তারা হাত বাড়াতে পারে। সংস্থার কর্ণধারের কাছ থেকে আমরা এই আশ্বাসটা অন্তত পেয়েছি। গৌতম এই বিষয়ে একটা বড় ভূমিকা নিয়েছিল। ওর উদ্যোগেই আমাদের চার ফুটবলারের সঙ্গে স্পনসরের শীর্ষকর্তার আলোচনা হয়েছে। যা ফলপ্রসু হয়েছে। উত্তর ২৪ পরগণা জেলার তরফে স্পন্সরশিপের জন্য একটা আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। আমরা অপেক্ষা করছি ওদের সম্মতিপত্রের।” এই বিষয়ে উত্তর ২৪ পরগণা জেলা স্পোর্টস সংস্থার নতুন সচিব নবাব ভট্টাচার্যের প্রতিক্রিয়া, “ভাল উদ্যোগ। উত্তর ২৪ পরগণার ফুটবল্ আরও সমৃদ্ধ হবে এই আর্থিক সহায়তায়।” যদিও বিধাননগর এখন উত্তর ২৪ পরগণার একটি সাব-ডিভিশন বলে বিবেচিত হচ্ছে, জেলা স্পোর্টস সংস্থার এবছরের পরিকল্পনা বাকি চারটি সাব-ডিভিশন, ব্যারাকপুর, বসিরহাট, বারাসত ও বনগাঁ লিগের চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলোকে নিয়ে একটি নক-আউট টুর্নামেন্ট চালু করা। রঞ্জিত মুখার্জি অবশ্য বললেন, “এই নক-আউট টুর্নামেন্ট আমরাই গতবছর করার কথা ভেবেছিলাম। সময়ের অভাবে করা সম্ভব হয়নি। এবার হলে ভাল হবে।”