আউট হওয়া বেন ডাকেটের কাঁধে হাত রেখে আকাশদীপের ফিসফিসই এখন ওভাল জুড়ে বড় গুঞ্জন!

ওভাল টেস্টের দ্বিতীয় দিন। বেন ডাকেটকে আউট করলেন আকাশদীপ সিং। তারপরই ওভাল দেখল এক আভিনব দৃশ্য। আকাশদীপ এগিয়ে গেলেন ডাকেটের দিকে, তার কাঁধে হাত রেখে ফিসফিস করে কী যেন বললেন। প্যাভেলিয়নে ফিরে যাওয়া ডাকেটকেও তাতে উত্তেজিত হয়ে পড়তে দেখা যায়। চাপা তর্কেও জড়িয়ে পড়েন আকাশদীপের সঙ্গে। কিন্তু এই ঘটনায় অবাক ইংল্যান্ড শিবির। মুখ খুলেছেন দলের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক। বলেছেন, “আকাশ দীপ ভাগ্যবান যে, ডাকেট বড় কোনও পদক্ষেপ নেননি। শুধু মুখের জবাবেই থেমে গিয়েছেন। তাঁদের আমলে এমন ঘটনা হলে জল অনেক দূর গড়াতেই পারত। জীবনে কোনও বোলারকে এরকম করতে দেখিনি!” সাংবাদিক বৈঠকে ট্রেসকোথিক প্রশ্ন তুলেছেন, “এরকমভাবে কোনও ব্যাটসম্যানকে মাঠ থেকে বিদায় দেওয়ার দরকার ছিল?’ প্রসঙ্গত, ডাকেটের আক্রমণাত্মক ব্যাটিং তাঁকে শেষমেশ বিপদে ফেলে। আকাশ দীপের বল খেলতে গিয়েই উইকেট হারান। তাতেই হালকা ঝামেলা। যদিও এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর আরও এক উত্তেজনার ছবি মাঠে ধরা পড়ে। প্রসিদ্ধ কৃষ্ণর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন জো রুট। এতটাই যে, পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসতে হয় আম্পায়ার কুমার ধর্মসেনাকে। ম্যাচের পর কৃষ্ণ অবশ্য বিষয়টি লঘু করেই দেখলেন। তিনি বলেন, ‘খুব ছোটখাটো ব্যাপার। আসলে তখন খেলার লড়াইয়ের উত্তাপটাই বেরিয়ে এসেছিল। মাঠের বাইরে ওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। একটু ঠাট্টা-মশকরি চলছিল, যা দু’জনেই উপভোগ করেছি!’