৫ গোল দিয়ে শুরু ইস্টবেঙ্গলের: অস্কারের উচ্ছ্বাস রশিদ কে নিয়ে

সায়ন প্রামানিক : উদ্বোধন হয়ে গেল ১৩৪তম ডুরান্ড কাপ। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুটবল শটের মাধ্যমে শুরু হল দেশের প্রাচীনতম টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে ৫ গোল দিয়ে শুরু করলো লাল-হলুদ বাহিনী। একেবারে শুরু থেকেই খেলার রাশ নিজেদের হাতে নেয় ইস্টবেঙ্গল। ১১ মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে দলকে এগিয়ে দেন লালচুনুঙ্গা। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সল। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে সাউথ ইউনাইটেড। ম্যাচে এক মুহূর্তের জন্যও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দক্ষিণের এই ক্লাব। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইস্টবেঙ্গল। তিনটি পরিবর্তন করেন কোচ অস্কার ব্রুজো। দিমির পাস থেকে দুর্দান্ত হাফ ভলিতে গোল করেন বিপিন। এরপর ব্যবধান বাড়ান দিমিত্রিওস দিয়ামান্তাকোস ও নাওরেম। দলের ৫ গোলে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর বিশেষ প্রশংসা রশিদকে। “রশিদ ভবিষ্যতে দলের ভরসা হয়ে উঠবে। আজকের জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিলো।” ডুরান্ড কাপে ৫-০ ব্যবধানে দারুণ সূচনা করল ইমামি ইস্টবেঙ্গল। তবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে সুযোগ নষ্টও হয়েছে প্রচুর। মরশুমের শুরুতে বড় জয়ে আত্মবিশ্বাস বাড়াল অস্কারের দল।