ইডির সমন যুবরাজ, উথাপ্পাকে

এশিয়া কাপ(Asia Cup) চলছে। তারই মাঝে ভারতীয় ক্রিকেট মহলে এবার ইডির(ED) হানা। দুই ভারতীয় ক্রিকেটারকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেটিং অ্যাপের সঙ্গে যোগ থাকার কারণেই দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে সমন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবরাজ সিং(Yuvraj Singh) এবং রবিন উথাপ্পাকে(Robin Uthappa) ডেকে পাঠানো হয়েছে ইডির দফতরে। সেখানেই তাদের নাকি জিজ্ঞাসাবাদও করা হতে পারে। বিশেষ করে স্টেটমেন্ট নেওয়ার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে ইডি। কয়েকদিন আগেই বেটিং সংস্থার সঙ্গে গাঁটছড়া ভেঙেছে বিসিসিআই(BCCI)। বিশেষ করে স্পোর্টস বিল(Sports Bill) পাস হওয়ার পরই বেটিং অ্যাপের ওপর নানান বিধি নিষেধ আনা হয়েছে। সেই বিল পাস হওয়ার পরই বেটিং অ্যাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল বোর্ড। এমনকি ভবিষ্যতেও এমনটা করা যাবে না বলেই নির্দেশ করা আছে সেই বিলে। সেই নিয়মের গেড়োতেই এবার সমস্যা যুবরাজ সিং(Yuvraj Singh) থেকে রবিন উথাপ্পা। একটি বেটিং সংস্থার নানান বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাদের। বেটিং অ্যাপের সঙ্গে সংযোগ থাকার কারণেই এবার ইডির নজরে পড়েছেন তারা। বিজ্ঞাপনের পাশপাশি এই বেটিং অ্যাপগুলোর সঙ্গে আর কী কী ভাবে তারা জড়িত সেই সব নিয়েই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন দুই ভারতীয় তারকা ক্রিকেটার। আগামী ২২ সেপ্টেম্বর ইডির দফতরে রবিন উথাপ্পাকে হাজিরা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বরে যাবেন যুবরাজ সিং। তারাই প্রথম নয়। এর আগে এমনই সমস্যায় পড়েছিলেন সুরেশ রায়নাও। তাঁকেও যেতে হয়েছিল ইডির দফতরে। এই দুই ক্রিকেটারের পাশাপাশি সোনু সুদকেও সমন পাঠানো হয়েছে ইডির তরফে বেটিং অ্যাপের সঙ্গে সংযোগ থাকলেই ডাক পড়ছে ইডির দফতরে।
বেটিং অ্যাপের প্রচারে আর্থিক লেনদেন, রায়নার পর এবার ধাওয়ানকে তলব ইডির

সুরেশ রায়নার পর এবার শিখর ধাওয়ান। বেআইনি বেটিং অ্যাপের প্রচার নিয়ে আরও এক ক্রিকেটার ইডির স্ক্যানারে। ধাওয়ানকে বৃহস্পতিবারই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বয়ান রেকর্ড করা হতে পারে। অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। যে ঘটনার তদন্তে নেমে একাধিক শহরে তল্লাশি চালাচ্ছে ইডি। তেমনই ওয়ান বেট নামের একটি বেআইনি বেটিং অ্যাপের মামলায় বৃহস্পতিবারই শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, এই অ্যাপের প্রচারের সঙ্গে নাকি জড়িত ধাওয়ানের নাম। আর সেই কারণেই তাঁকে জেরা করা হবে। জানা গিয়েছে, ওই বেটিং অ্যাপের একাধিক বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ধাওয়ান। সম্প্রতি অনলাইন গেমিং অ্যাপ সংক্রান্ত নয়া আইনে ওই বেটিং অ্যাপ নিষিদ্ধ হয়েছে। ওই বেটিং সংস্থার সঙ্গে ধাওয়ানের কী চুক্তি হয়েছে, কীভাবে লেনদেন হয়েছে, সবটা বুঝে নিতে চাইছে ইডি। এর আগে সুরেশ রায়নাকেও এই বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই তলব করেছিল ইডি। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। ওই ঘটনার মাসখানেকের মধ্যেই ধাওয়ানকে তলব করা হল। সূত্রের দাবি, ধাওয়ানের ভাইকেও তলব করেছে ইডি।