সুতীর্থা, অঙ্কুরদের সংবর্ধ্বনা দিল বিএসটিটিএ

২০২৩-থেকে ২০২৫-এই দুবছরে আন্তর্জাতিক মঞ্চে সফল হওয়া বাংলার টেবিল টেনিস খেলোয়াড়দের সংবর্ধ্বনা দিল বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। বুধবার শহরের একটি রেস্তোঁরায়। পরিসংখ্যান জানাচ্ছে এই দু’বছরে আর্ন্তজাতিক মঞ্চে বাংলার টেবিল টেনিসের উজ্জ্বলতম তথ্য ২০২৩-এ চিনে, হ্যাংঝাউ এশিয়ান গেমসে সুতীর্থা এবং ঐহিকা মুখার্জির ডাবলসে ব্রোঞ্জ পদক। পদকের চেয়েও বেশি তাৎপর্যের, টেবিল টেনিস বোর্ডে দুই মহিলার চিনের আধিপত্য ভাঙা। একইরকমভাবে, অঙ্কুর ভট্টাচার্য, বোধিসত্ব চৌধুরী, পুনীত বিশ্বাসরাও বাংলার টেবিল টেনিসে গৌরব এনে দিয়েছেন। সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অঙ্কলিকা চক্রবর্তী, সিন্ড্রেলা দাস, আরুষী নন্দী, প্রতীতি পালদেরও সংবর্ধ্বিত করা হল। একইসঙ্গে চারজন সফলতম কোচকেও সংবর্ধিত করা হল। আর্ন্তজাতিক টুর্নামেন্টের ব্যস্ততায় উপস্থিত থাকতে পারেননি ঐহিকা মুখার্জী,অঙ্কুর ভট্টাচার্য, সিণ্ড্রেলা দাস। একই কারনে থাকতে পারেননি কোচ সৌরভ চক্রবর্তীও। তবুও যারা ছিলেন তারা সম্মাননার আন্তরিকতায় আপ্লুত। সংস্থার যুগ্মসচিব শর্মি সেনগুপ্ত জানালেন, ২০২২-এ তাদের এই সংবর্ধ্বনার বাজেট ছিল ১০ লক্ষ টাকা। তাই ক্যাশ ইনসেন্টিভও দেওয়া গিয়েছিল। এবার টাকা দেওয়া সম্ভব হয়নি। তবে প্রত্যেককে একটা করে রিস্ট ওয়াচ আর মেমেন্টো দেওয়া হয়েছে। ক্রীড়াগুরু মিহির ঘোষের মুখে বাংলার টেবিল টেনিসের অগ্রগতির কথা। আরও উন্নতির জন্য সামগ্রিক প্রচেষ্টার আরও প্রয়োজন রয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন। আরেক ক্রীড়াগুরু তপন চন্দ্র জানিয়েছেন এবার থেকে বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমীতে সকলের প্র্যাকটিসের সুবিধা থাকবে। পরিকাঠামো গত সবরকম সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে। বাংলার টেবিল টেনিসের ধারাবাহিক সাফল্য এবং কর্মসূচী যে আগামী দিনে বেশি করে আসতে চলেছে তার ইঙ্গিত রাজ্য টেবিল টেনিস সংস্থার সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়ের গলায়। এই সম্মানজ্ঞাপন অনুষ্ঠানের ভাবনা তাঁরই মস্তিষ্কপ্রসূত। আগামীতেও সফলদের সম্মানিত করার অঙ্গীকার করলেন। সব মিলিয়ে শ্রাবনের বৃষ্টিভেজা দিনে টেবিল টেনিস জগতের চাঁদের হাট বিএসটিটিএ-র অনুষ্ঠানে।