৪৪ বছর বয়সে ভাঙল রেকর্ড, বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেললেন এই ব্রাজ়িলিয়

পুরুষদের পেশাদার ফুটবলে রেকর্ড তৈরি করলেন ব্রাজ়িলিয়ান গোলকিপার ফ্যাবিও। বর্তমানে ব্রাজ়িলিয়ান ক্লাব ফ্লুমিনেজে খেলছেন ৪৪ বছর বয়সি এই গোলকিপার। তিনি হলেন বিশ্বের একমাত্র প্লেয়ার যিনি পেশাদার ফুটবলে ১৩৯১টা ম্যাচ খেললেন। গত রবিবার তিনি প্রাক্তন ইংল্যান্ড স্টপার পিটার শিল্টনের রেকর্ড স্পর্শ করেন আর এ বার সেই রেকর্ড ভেঙে দিয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির তৈরি করলেন। ফ্লুমিনেন্স ও ব্রাজ়িলিয়ান মিডিয়ার দাবি, ফুটবল ইতিহাসে ফ্যাবিও একমাত্র প্লেয়ার যিনি এতগুলো ম্যাচ খেললেন। যদিও ফিফা বা কনমেবল এটাকে রেকর্ড হিসেবে স্বীকৃতি দেয়নি। এই বিষয়ে ফ্যাবিও বলেন, কিছু সময় আমরা বুঝি না রেকর্ড ভাঙার গুরুত্ব কতটা। যেই রেকর্ডটা এত বছর ধরে চলছে সেটা ভাঙা গর্বের। ফ্যাবিও নিজের পুরো পেশাদার কেরিয়ার কাটিয়েছেন ব্রাজ়িলে। গত ম্যাচে ফ্লুমিনেন্স খেলতে নামে কলম্বিয়া আমেরিকা ডি ক্যালি দলের বিরুদ্ধে। যেটা ফ্লুমিনেজ জেতে ২-০ গোলে। ফ্যাবিওর ক্লিনশিট রাখার ম্যাচে তাঁর সমর্থকরা গ্যালারি থেকে বলতে থাকেন, ফ্যাবিও ব্রাজ়িলের সেরা গোলকিপার। ফ্লুমিনেন্সের কোচ রেনাতো গাউচো বলেন, কোনও প্লেয়ার এই ধরনের পেশাদারিত্ব দেখিয়ে এত ম্যাচ খেলতে পারেননি। আশা করছি ও আরও লম্বা সময় ধরে খেলা চালিয়ে যাবে। এই রেকর্ড ভাঙা অন্য প্লেয়ারের পক্ষে কঠিন। কোপা লিব্রেতাদোরেস জয়ী ফ্লুমিনেন্স দলের সদস্য ছিলেন ফ্যাবিও। তিনি গত ক্লাব বিশ্বকাপেও খেলেছেন। প্রতিটা ম্যাচই জিতেছিল ফ্লুমিনেজ, একমাত্র চেলসির কাছে তারা পরাজিত হয়।