আবার বিতর্কে আরসিবি; যৌন নির্যাতনের অভিযোগে এফআইআর যশ দয়ালের বিরুদ্ধে

খেতাবজয়ের উৎসব পালন নিয়ে প্রবল বিতর্কে পড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আবার এক নতুন বিতর্কে পড়ল। দলের অন্যতম প্রধান ক্রিকেটার, বাঁ-হাতি পেসার যশ দয়ালের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে গাজিয়াবাদের এক মহিলা অভিযোগ দায়ের করেছেন যৌন হেনস্থা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার। প্রতারণা ও মিথ্যে প্রতিশ্রুতির জন্য ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা দায়ের করা হয়। এই ধারায় অভিযুক্তের দশ বছর পর্যন্ত জেল হতে পারে। গাজিয়াবাদের অভিযোগকারিণী মহিলার বয়ান অনুযায়ী তিনি পাঁচ বছর যশের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁর দাবি যশ তাঁর পরিবারের সঙ্গেও তাঁর দেখা করা করান এবং যশের পরিবার তাঁকে পুত্রবধূর মতোই স্বাগত করে, যার ফলে তাঁর ভরসা আরও বাড়ে। এফআইআরের বলা হয় এই ঘটনাগুলির গোটটাই মিথ্যে বোঝার পর অভিযোগকারিণী প্রতিবাদ করলে তাঁকে শারীরিক ও মানসিক হেনস্থার সম্মুখীন হতে হয়। এর পাশাপাশি অভিযোগকারিণী আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন বলে অভিযোগ। নির্যাতিতা আরও অভিযোগ করেছেন যে, যশ দয়াল তিনি ছাড়াও আরও অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তাঁদেরকেও ওই ক্রিকেটার একইরকম আশ্বাস দিয়েছিলেন। যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গাজিয়াবাদের এক তরুণীকে নির্যাতনের অভিযোগ রয়েছে। অনলাইনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছেও অভিযোগ করেছেন ওই তরুণী। এর পরেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে গাজিয়াবাদের সার্কেল ইন্সপেক্টরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ২১ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় দ্রুত নিষ্পতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। অভিযোগকারিণী তথা আরও মহিলা যারা এই ধরনের প্রতারণার ফাঁদে পড়েন, তাঁদের কথা মাথায় রেখেই গোটটায় দ্রুত ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে এফআইআরে। প্রসঙ্গত, এই যশ দয়ালই সেই বোলার, যাঁকে শেষ ওভারে পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু সিংহ। তখন তিনি খেলতেন গুজরাত টাইটান্সে।