ভূস্বর্গে ক্রিকেট-কেলেঙ্কারি! টাকা না দিয়ে গায়েব আয়োজকরা; হোটেলে বন্দী ক্রিস গেল

জম্মু এবং কাশ্মীরের শ্রীনগরে ক্রিকেট আক্রান্ত হল বড় কেলেঙ্কারিতে! অক্টোবরের শেষ সপ্তাহে শ্রীনগরে শুরু হয়েছিল ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ (আইএইচপিএল)।আয়োজক ছিল মোহালির সংস্থা যুব সোসাইটি। ক্রিস গেল, ডেভন স্মিথ, রাইডার, শাকিব আল হাসানের ছবি দেওয়া বিলবোর্ডে ছেয়ে গিয়েছিল শহর। বলা হয়েছিল, এই তারকারা লিগে খেলবেন। ৮ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল লিগ। হঠাৎ গায়েব হয়ে গেলেন আয়োজকেরা! হোটেলে অর্থ না মেটানোয় আটকে রয়েছেন ক্রিস গেল, জেসি রাইডারের ক্রিকেট তারকারা! লিগ বন্ধ হয়ে যায় গত শনিবার, আচমকাই। টাকা না পেয়ে খেলতে অস্বীকার করেন ক্রিকেটারেরা। তখনই আয়োজকেরা উধাও হয়ে যান। তার আগে হোটেলে নির্দেশ দিয়ে যান, টাকা না মেটালে যেন ক্রিকেটারদের না ছাড়া হয়। ইংরেজ আম্পায়ার মেলিসা জুনিপারের জন্য এই ঘটনা প্রকাশ্যে এসেছে। তিনি জানান, কোনও অর্থ দেওয়া হয়নি। হোটেলের কর্মচারীরা জানিয়েছেন, আয়োজকদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ হোটেলে এলেও তারা কী ব্যবস্থা নিয়েছে তা এখনও জানা যায়নি। গত বছর কাশ্মীরে লেজেন্ডস ক্রিকেট লিগে খেলেছিলেন গেল। সে বার প্রচুর মানুষ ভিড় করেছিলেন খেলা দেখতে। তা দেখে আইএইচপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর ক্রীড়া সংস্থাকে অর্থ দিয়ে বক্সী স্টেডিয়াম ভাড়া নেওয়া হয়। আটটি দল গঠন হয় লিগে খেলার জন্য। প্রতিটি দলে একজন করে আন্তর্জাতিক ক্রিকেটার রাখার নিয়ম করা হয়েছিল। তবে অনেক চেষ্টা সত্ত্বেও লিগের খেলা দেখতে সে ভাবে লোক হচ্ছিল না। টিকিটে বিপুল ছাড় দিয়ে এবং স্থানীয় নেটপ্রভাবী উমর জ়ারগারকে দিয়ে প্রচার করিয়েও স্টেডিয়াম দর্শক আনা যায়নি। প্রশ্ন ওঠে, এ রকম লিগ আয়োজনের কোনও অভিজ্ঞতা নেই এমন সংস্থাকে কী ভাবে দায়িত্ব দেওয়া হয়। জম্মু ও কাশ্মীর ক্রীড়া সংস্থার সচিব নুজ়হত গুল জানান, আয়োজকেরা পুরো টাকাই দিয়ে তারা স্টেডিয়াম ভাড়া নিয়েছিলেন। এর সঙ্গে রাজ্যের ক্রিকেট সংস্থার কোনও যোগাযোগ নেই।