আশঙ্কা সত্যি করে গ্রীসের পথেই জকোভিচ

শেষপর্যন্ত আশঙ্কাটাই সত্যি হল। দেশ ছেড়ে অন্য দেশেই পাড়ি দিতে চলেছেন নোভাক জকোভিচ(Novak Djokovic)। এখনও পর্যন্ত সরকারী ভাবে কিছু ঘোষণা না হলেও, গ্রীসে(Greece) সপরিবারে থাকার ব্যবস্থা নাকি কার্যত করে ফেলেছেন ২৪টি গ্র্যান্ডস্লামের মালিক। ইতিমধ্যেই নাকি তাঁর দুই মেয়েকে এথেন্সের আন্তর্জাতিক স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করে ফেলেছেন জোকার(Novak Djokovic)। এমনকি সেখানে থাকার বাড়ি নেওয়াও কার্যত পাকা। গোল্ডেন ভিসার(Golden Visa) আবেদনও করে দিয়েছেন এই তারকা সার্বিয়ান টেনিস খেলোয়াড়। তিনি তবে সার্বি ছাড়েন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। বেশ কয়েকদিন আগেই নোভাক জকোভিচ(Novak Djokovic) তাঁর দেশ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। সরকারের বিরোধিতা এবং এরপর সরকারের রোষে পড়ার ফলেই দেশ ছাড়ার সিদ্ধান্তটা একপ্রকার নিয়েই ফেলেছিলেন তিনি। তবে সরাসরি সেই কথা এখনও পর্যন্ত জানাননি নোভাক জকোভিচ। গ্রীসে গোল্ডেন ভিসা পেলেই যে সার্বিয়া ছাড়ছেন জোকার তা বলাই যায়। তিনিই প্রথম সার্বিয়ান টেনিস খেলোয়াড়, যিনি ভেঙে দিয়েছেন নাদাল, ফেডেরারদের মতো তারকাদের নানান রেকর্ড। বরবারই টেনিস কোর্টে তিনি প্রতিবাদী চরিত্র। কোর্টের বাইরেও নোভাক একই রকম। সম্প্রতি সার্বিয়াতে সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন ছাত্র ও যুব সমাজ। সরকারের নীতি থেকে নানান কোরাপশন নিয়ে সরব হয়েছিল যুব সমাজ। আর তাদের দিকেই নিজের সমর্থন দিয়েছিলেন নোভাক জকোভিচ। এমনকি সোশ্যাল মিডিয়াতে বারবার সরকার বিরোধিতা করতেও দেখা গিয়েছিল জকোভিচকে(Novak Djokovic)। ছাত্রদের সমর্থন করে তাদের উদ্দেশ্যে এক অভিনব সোয়েটারও পরেছলেন টেনিস জগতে সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের মালিক। সেই জোকারকেই নাকি এবার দেশ ছাড়তে হচ্ছে। শোনা যাচ্ছে সরকারে রোষে নাকি পড়েছেন তিনি। সার্বিয়ায় ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন ১৬ জন। তাদের উদ্দেশ্যে নিজের অস্ট্রলিয়ান ওপেনও উৎসর্গ করেছিলেন নোভাক জকোভিচ। আর এই সমস্ত ঘটনাই নকি তাঁর দেশের সরকার একেবারে ভালো চোখে দেখেনি। শোনা যায় এরপর থেকেই জোকারের ওপর নাকি চাপ বাড়তে শুরু করেছিল। পরিবারের ঝুঁকি এড়াতে এবং প্রতিবাদ জানাতেই এরপর দেশ ছাড়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন নোভাক জকোভিচ। গ্রীসেই কার্যত নিজের গোটা পরিবারকে নিয়ে চলে যাচ্ছে জকোভিচ। শোনা যাচ্ছে সেখানে নাকি তিনি ভিলাও নিয়ে ফেলেছেন। একইসঙ্গে গোল্ডেন ভিসার আবেদনও করা হয়ে গিয়েছে। সেটা হাতে পেলেই হয়ত নোভাক জকোভিচ পাকাপাকি ভাবে গ্রীসে চলে যাবেন। তবে পরবর্তীতে টেনিস প্রতিযোগিতায় তিনি কোন দেশের হয়ে অংশগ্রহন করবেন তা নিয়েই চলছে জল্পনা।