২৬ পেনাল্টি! ৭৭ বছরের ইতিহাসে প্রথমবার চতুর্থ ডিভিশনের দলের কাছে হার ম্যান ইউয়ের

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ইতিহাসে লজ্জার রেকর্ড। বুধবার ব্লান্ডেল পার্কে চতুর্থ ডিভিশনের দল গ্রিমসবি টাউনের কাছে হেরে লিগ কাপ থেকে ছিটকে গেল রুবেন অ্যামোরিমের দল। ইপিএলের পরিসখ্যানের ইতিহাসেও এই ম্যাচ ঢুকে পড়বে। কারণ, ম্যাচটি নিষ্পত্তি হয় ২৬ পেনাল্টির সাডেন-ডেথে! পেনাল্টিতে ১২-১১ গোলে জিতে টুর্নামেন্ট থেকে ম্যান ইউকে ছিটকে দেয় লিগ-টুয়ের আন্ডারডগরা। ব্রায়ান বিউমোর শট ক্রসবারে লাগায় মন ভেঙে যায় ৯০০০ রেড ডেভিলসের সমর্থকদের। নির্ধারিত সময় ম্যাচ ২-২ গোলে শেষ হয়েছিল। ম্যাচ শেষে পর্তুগিজ কোচ মেনে নেন, তাঁর প্লেয়াররা খেলা থেকে হারিয়ে গিয়েছিল। প্রিমিয়ার লিগের শুরুটা জয় দিয়ে না হওয়ায় চাপে ছিলেন অ্যামোরিম। বুধবারের হার তাঁর ওপর চাপ বাড়াল। ম্যান ইউ কোচ মেনে নেন, তাঁর দল খেলতে পারেনি। অ্যামোরিম বলেন, “’আমার মনে হয়, সেরা দল জিতেছে। একমাত্র দল যারা মাঠে ছিল। আমরা ম্যাচের শুরুটা খুবই খারাপ করি। আমরা পুরোপুরি হারিয়ে যাই। তার সুযোগ ওরা নেয়।” স্টপেজ টাইমে খেলা শেষ করে দেওয়ার সুযোগ পান বেঞ্জামিন সেস্কো। কিন্তু সুবর্ণ সুযোগ মিস করেন। ম্যাচ টাইব্রেকারে গড়ায়। প্রথম চারটে কিকে কোনও মিস ছিল না দুই দলের। পেনাল্টি মিস করেন ম্যাথিউস কুনহা। এমনকী দুই দলের গোলকিপারও গোল করে। ২৬তম শটে ক্রসপিসে মারেন বিউমো। গ্রিমসবাইয়ের রূপকথার জয়ের সাক্ষী থাকে গোটা স্টেডিয়াম। গত বছরটা জঘন্য গিয়েছে ম্যান ইউয়ের। প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে শেষ করে। অন্যদিকে স্মরণীয় রাত গ্রিমসবাইয়ের। ১৯৪৮ সালের পর এটাই ছিল ম্যান ইউয়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ। চতুর্থ ডিভিশনের ক্লাবের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য এবং বড় জয়।