সুনীলের প্রত্যাবর্তন ভুল সিদ্ধান্ত, সাফ বার্তা বাইচুংয়ের

এশিয়ান কাপে(Asian Cup) ভারতীয় দলের খেলার আশা প্রায় শেষ। এই মুহূর্তে চলছে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া। খারাপ পারফর্ম্যান্সের জন্য সুনীল ছেত্রীর(Sunil Chetri) বিরুদ্ধেও শুরু হয়েছে সমালোচনা। এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা ফুটবলার বাইচুং ভূটিয়া(Bhaichung Bhutia)। সুনীল ছেত্রীর(Sunil Chetri) অবসর ভেঙে ফিরে আসাটা ভুল সিদ্ধান্ত বলেই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেই নিয়েই এখন চর্চা তুঙ্গে। একইসঙ্গে গুরপ্রীত সিং সান্ধুকেও(Gurpreet Singh Sandhu) ভারতীয় দল থেকে অবসরের বার্তা দিচ্ছেন বাইচুং ভূটিয়া(Baichung Bhutia)। শেষম্যাচে সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে বিশ্রীভাবে হেরেছে ভারতীয় দল। আর তাতেই ভারতের এবারের মতো কার্যত এশিয়ান কাপে(Asian Cup) খেলার আশাও শেষ। সুনীল ছেত্রী(Sunil Chetri) ফিরলেও দেশের জার্সিতে তাঁর পুরনো ফর্মে ফিরতে পারেননি ছেত্রী। চলতি বছরের মার্চ মাসে শেষবার গোল পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ফুটবলার সুনীল ছেত্রী(Sunil Chetri)। এরপর থেকে তাঁর ঝুলি ফাঁকা। এমন পরিস্থিতিতে বাইচুং ভূটিয়ার পরামর্শ ভারতীয় দল থেকে তাঁর সরে যাওয়ারই। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বাইচুং ভূটিয়া(Bhaichung Bhutia) জানিয়েছেন, “সুনীল ছেত্রীর এবার ভাবা উচিৎ। তাঁর কেরিয়ার সত্যিই অসাধারণ ছিল। সেইসঙ্গে তাঁর পারফরম্যান্সও ভালো ছিল। কিন্তু অবসর ভেঙে ফের ফিরে আসাটাই আমার মতে সুনীলের সবচেয়ে বড় ভুল হয়েছে। এই কথাটা আমি আগেও একবার বলেছিলাম। আমার মতে এবার সুনীল, গুরপ্রীতদের মতো সিনিয়র ফুটবলারদের সরে যাওয়াটাই উচিৎ। ভারতীয় ফুটবলকে তারা যথেষ্ট সেবা করেছেন। এবার পরবর্তী প্রজন্মকে সুযোগ দেওয়া উচিৎ”। মানোলো মার্কুয়েজ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পরই সুনীল ছেত্রীকে অবসর ভেঙে ফেরানোর কাজটা শুরু করেছিলেন। ফেডারেশনের সঙ্গে কথাবার্তা বলার পরই ফের সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে ফিরিয়ে আনে ভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু এই প্রত্যবর্তনটা একেবারেই মধুর হয়নি। সময় যত এগিয়েছে সুনীল ছেত্রীকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তাঁর পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একইসঙ্গে গুরপ্রীত সিং সান্ধুকে নিয়েও উঠছে নানান প্রশ্ন। সম্প্রতি একেবারেই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না তিনি। বরং বারবারই তাঁর ভুলের খেসারত দিতে দেখা গিয়েছে মেন ইন ব্লুজ ব্রিগেডকে। এবার সেই দুই তারকার জন্যই প্রাক্তন ভারতীয় অধিনায়কের বিশেষ বার্তা। তাদের সময় এখন শেষ হয়েছে। এবার তাদের নিজেদের জায়গা ছেড়ে দেওয়া উচিৎ বলেই মনে করছেন বাইচুং ভূটিয়া।
গুরপ্রীতের হাত ধরে ইতিহাস ভারতের, নতুন অধ্যায়ের সূচনা খালিদের

সমালোচিত গুরপ্রীতের(Gurpreet Singh) হাত ধরেই খালিদের নতুন ভারতের উত্থান। কাফা নেশনস(Cafa Nations Cup) কাপে ওমানকে টাই ব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ জিতল মেন ইন ব্লুজ ব্রিগেড। আর তাতেই ভারতীয় ফুটবলে ওখন উচ্ছ্বাস। আর এই ম্যাচ দিয়েই হয়ত দল গঠন নিয়ে হওয়া সমস্ত সমালোচনার জবাবটা দিলেন খালিদ জামিল(Khalid Jamil)। টাই ব্রেকারে ম্যাচের ফলাফল ভারত ৩ এবং ওমান ২। আর তাতেই চওড়া হাসি ভারতীয় ফুটবলারদের মুখে। তাজাকিস্তানের মাটিতে নতুন ইতিহাস তৈরি করল মেন ইন ব্লুজ ব্রিগেড। খালিদ জামিল(Khalid Jamil) কোচ হওয়ার পরই প্রথম চ্যালেঞ্জ ছিল এই কাফা নেশনস কাপ। সেখানেই দল গঠন নিয়ে বহু প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। তবে উত্তরটা তুলে রেখেছিলেন। তাজাকিস্তানে ওমানকে হারানোরই সেই জবাবটা হয়ত দিলেন খালিদ জামিল। তবে এদিন গুরপ্রীতের(Gurpreet Singh) বিশ্বস্ত হাত যদি ভারতকে না বাঁচাত, তবে ম্যাচের ভিলেনের নাম যে উদান্ত সিং হত তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের শুরুর দিকে খানিকটা এগিয়ে ছিল ওমানই। ভারত আক্রমণে গেলেও, ওমানের চাপই ছিল বেশি। যদিও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি কোনও শিবিরই। সেই সময়ও গুরপ্রীতের(Gurpreet Singh) হাতই ছিল ভারতের অন্যতম প্রধান ভরসা। তবে বিরতির পরই এগিয়ে যায় ওমান। ম্যাচের বয়স তখন ৫৫ মিনিট। সময় যত এগোয় ভারতের ওপর চাপও বাড়তে থাকে। তবে পাল্টা আক্রমণও শুরু করে মেন ইন ব্লুজ ব্রিগেড। অবশেষে সাফল্য ৮৮ মিনিটে। পরিবর্ত ফুটবলার হিসাবে আসা উদান্ত সিং ম্যাচে ফেরায় ভারতীয় দলকে। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ১-১। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের ফলাফল ১-১। অবশেষে টাই ব্রেকার। আর সেখানেই এদিন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন গুরপ্রীত সিং সান্ধু। তাঁর জোড়া সেভ বাঁচিয়ে দেয় ভারতীয় দলকে। তবে উদান্ত সিং টাইব্রেকার মিস করায় খানিকটা হলেও চিন্তায় পড়েছিল খালিদের ভারত। কিন্তু শেষপর্যন্ত গুরপ্রীতের বিশ্বস্ত হাতেই ব্রোঞ্জ এল মেন ইন ব্লুজ ব্রিগেডের। খালিদের হাত ধরে এবার বোধহয় এক নতুন অধ্যায় শুরু হল ভারতীয় ফুটবলে।