ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী থাকতে চলেছে গুয়াহাটি টেস্ট

আগামী ২২ নভেম্বর গুয়াহাটিতে(Guwahati) দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে নামছে ভারতীয় দল(India Team)। সেখানেই ঘটতে চলেছে এক ঐতিহাসিক ঘটনা। টেস্টের(Test Match) মঞ্চে প্রথমবার বদলাতে চলেছে দীর্ঘদিনের নিয়ম। গুটাহাটিতেই দেখা যাবে লাঞ্চের আগে চা বিরতি। যা টেস্টের(Test Match) মঞ্চে এখনও পর্যন্ত কখনও দেখা যায়নি। কিন্তু কেন এমন নিয়ম বদল। সেটাও অবশ্য স্পষ্ট করা হয়েছে। গুটাহাটির আবহাওয়ার জন্যই নাকি এমন নিয়ম বদলের সিদ্ধান্ত। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে গুয়াহাটি(Guwahati) টেস্ট। সেখানেই দেখা বদল হতে চলেছে এই নিয়ম। টেস্টে বরাবরই লাঞ্চ দিয়ে শুরু হয় প্রথম বিরতি। সেটাই এই টেস্টে হতে চলেছে চা বিরতি দিয়ে। আর তার কারণ হল একমাত্র গুয়াহাটির আবহাওয়া। গুয়াহাটিতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই হয় তাড়াতাড়ি। সেই কারণেই এমন নিয়ম হচ্ছে। ভারতে বরাবরই ম্যাচ শুরু হয় সকাল ৯.৩০ মিনিটে। কিন্তু সেই সময় আধ ঘন্টা এগিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সকাল ৯ টার সময়ই শুরু হবে খেলা। একরপরই হবে চা বিরতি। ১১টা থেকে ১১.২০ মিনিট পর্যন্ত। এরপরই ১১.২০ থেকে ১.২০ মিনিট পর্যন্ত চলবে লাঞ্চ বিরতি। যেহেতু সূর্যাস্ত তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণেই যাতে ম্যাচের সময় বেশি পাওয়া যায় নিয়ম বদল করা হয়েছে। ম্যাচ শেষ হওয়ার সময় বিকেল চারটের সময়। আবহাওয়ার এই কারণের জন্য যাতে একেবারেই ম্যাচের সময় নষ্ট না হয় সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে ম্যাচের সময়টা অনেকটাই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে। ইডেনে অবশ্য প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারতীয় দল।