প্রথম তিন টি টোয়েন্টিতেও নেই নীতিশ রেড্ডি

অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। কিন্তু সেখানেই প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না ভারতের তরুণ ক্রিকেটার নীতিশ রেড্ডি(Nitish Reddy)। চোট সারিয়ে তিনি এখনও পর্যন্ত পুরোপুরি সেরে উঠতে পারেননি। আপাতত প্রথম তিন টি টোয়েন্টিতে তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে। হার্দিকের(Hardik Pandya) অনুপস্থিতিতে এটাই নীতিশের(Nitish Reddy) কাছে সবচেয়ে বড় একটা সুযোগ ছিল। কিন্তু একটা চোটই সব আশা করে দিল নীতিশ রেড্ডির। অস্ট্রেলিয়ার বিরদ্ধে ভারতের ওডিআই স্কোয়াডে ছিলেন নীতিশ কুমার রেড্ডি(Nitish Reddy)। সেখানেও প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই ম্যাচে নীতিশের ক্যামিও পারফরম্যান্স ভারতের রান এগনোর ক্ষেত্রে খানিকটা সাহায্য করেছিল। কিন্তু অ্যাডিলেডেই ঘটে অঘটন। সেখানে চোট পান তিনি। পেশীতে চোট পাওয়ার পর থেকেই ছিটকে যান নীতিশ রেড্ডি। মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজেই হয়ত ভারতীয় দলে ফিরে আসতে পারবেন তিনি। সেই মতো চেষ্টাও চলছিল। কিন্তু তাঁর সেরে উঠতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিনটি টি টোয়েন্টিতে মাঠের বাইরেই থাকবেন এই তরুণ ক্রিকেটার। চোটের কারণে এই সফরে নেই হার্দিক পাণ্ডিয়া। তাঁর পরিবর্তেই যে নীতিশ রেড্ডিকে ভাবা হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সে নীতিশই এখন চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ পেয়েও শেষপর্যন্ত তা হাতছাড়াই করতে হল সানরাইজার্স হায়দরাবাদের এই তারকা ক্রিকেটারকে।
অস্ত্রোপচার হবে না, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ফিরছেন হার্দিক

অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীনই ভারতীয়(India) শিবিরে স্বস্তির খবর। অস্ত্রপচার করাতে হবে না হার্দিক পাণ্ডিয়ার(Hardik Pandya)। ঘরের মাঠে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই(ODI) সিরিজে খেলতে চলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আপাতত তাঁকে চার সপ্তাহের রিহ্যাব সারতে হবে। এরপরই মাঠে নামার জন্য হার্দিক(Hardik Pandya) প্রস্তুত হয়ে যাবেন বলেই শোনায্চ্ছে। এই সংবাদ যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে সত্যিই স্বস্তির খবর তা বলার অপেক্ষা রাখে না। এবারের এশিয়া কাপ ফাইনালের আগেই বাঁ পায়ের পেশীতে চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া(Hardik Pandya)। এর ফলে ফাইনালেও নামতে পারেননি তিনি। যদিও এশিয়া কাপ জিততে ভারতীয় দলের খুব একটা অসুবিধা হয়নি। এবার ঘরের মাঠে হতে চলা দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে সিরিজেও নামতে চলেছেন তিনি। ঘরের মাঠে ভারতের কাছে এই সিরিজ যে ভারতের কাছে বিশ্বকাপের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তিনটি ওডিআই ও চারটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya) চোট পাওয়ার পর থেকেই তাঁর মাঠে ফেরা নিয়ে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। বাঁ পায়ের পেশীতে চোট পেয়েছিলেন তিনি। সেই কারণেই যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ওডিআই সিরিজে এই তারকা ক্রিকেটারকে দলে রাখা যায়নি সেই কথাও জানিয়ে দিয়েছিলেন অজিত আগরকর(Ajit Agarkar)। কয়েকদিন আগেই বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে গিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। সেখানেই তাঁর নানান পরীক্ষা নীরিক্ষা হয়েছে। এরপরই বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন যে হার্দিকের কোনওরকম অস্ত্রপচারের প্রয়োজন নেই। তবে হার্দিকের পুরোপুরি সেরে উঠতে এখনও পর্যন্ত চার সপ্তাহ লাগবে বলেই জানানো হয়েছে। এই মুহূর্তে বোর্ডের চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণেই রয়েছেন এই তারকা ক্রিকেটার। তাঁর রিহ্যাব আপাতত শুরুও হয়ে গিয়েছে। তবে দিওয়ালির জন্য কয়েকদিনের ছুটি নিয়েছেন হার্দিক পান্ডিয়া। দুদিনের মধ্যেই আবার বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে যোগ দেবেন হার্দিক।
বিরাট জরিমানা শ্রেয়স আইয়ার ও হার্দিক পাণ্ডিয়ার

পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে কোয়ালিফায়ার টুর পর আলোচনায় দুই অধিনায়ক। বড় শাস্তি পেলেন পঞ্জাব ও মুম্বই অধিনায়ক শ্রেয়স আইয়ার ও হার্দিক পাণ্ডিয়া। স্লো ওভার রেটের জন্য বড় জরিমানার কবলে পড়লেন দুই অধিনায়ক। টুর্নামেন্টে দ্বিতীয়বার একই ঘটনা ঘটায় শ্রেয়সের জরিমানা হল ২৪ লক্ষ টাকা। এবং মুম্বই তৃতীয়বার একই ঘটনা ঘটানোয় অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার জরিমানা হল ৩০ লক্ষ টাকা। দুই দলের বাকি ক্রিকেটাররাও বাঁচলেন না। পঞ্জাবের হয়ে যাঁরা খেলেছেন, তাঁদের জরিমানা হল ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফির ২৫ শতাংশ। মুম্বই ক্রিকেটারদের জরিমানা হল ১২ লক্ষ টাকা অথবা ম্যাচ ফির ৫০ শতাংশ। নিয়ম পরিবর্তন হওয়ায় নির্বাসন থেকে বাঁচলেন হার্দিক। আগের নিয়মে ওভার রেট কম হওয়ার ঘটনা তিনবার হলে অধিনায়ককে এক ম্যাচ ননির্বাসিত হতে হত। যেমন ২০২৪ আইপিএলের শেষ ম্যাচে তিনবার ওভার রেটের জন্য অভিযুক্ত হয়েছিলেন অধিনায়ক হার্দিক। ফলে ২০২৫ আইপিএলের প্রথম ম্যাচে তিনি নির্বাসিত ছিলেন তিনি। তবে এবার সেই নিয়ম পরিবর্তন হয়ে গিয়েছে। তাই নির্বাসন হল না হার্দিকের। মুম্বই ইন্ডিয়ান্সকে ওই ম্যাচে হারিয়ে আইপিএল ফাইনালে চলে গিয়েছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। মঙ্গলবার রয্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফাইনালে নামবে পঞ্জাব। ফাইনাল শেষে পাওয়া যাবে আইপিএলের নতুন চ্যাম্পিয়নকে।
হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে গণ্ডগোলের জল্পনা উড়িয়ে দিলেন শুভমন গিল

শুভমন গিল ও হার্দিক পাণ্ডিয়ার মধ্যে কি সম্পর্কের ভাঙন শুরু হয়েছে শুক্রবারের পর থেকে এই নিয়ে জোর আলোচনা, জল্পনা। শুক্রবার ছিল গুজরাট টাইটানস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আইপিএল এলিমিনেটরের ম্যাচ। ম্যাচের আগে টসের সময় দুজনের মধ্যে নাকি বিতর্কিত ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরছে। তারপর থেকেই আলোচনা। তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গণ্ডগোলের সব গুজব উড়িয়ে দিয়ে গিল জানিয়েছেন, ভালবাসা ছাড়া আর কিছুই নয়। টসের সময় প্রথামত হ্যান্ডশেক করার জন্য গিলের দিকে হাত বাড়িয়ে দেন হার্দিক। কিন্তু উপেক্ষা করে হেঁটে চলে যান শুভমন। তারপর গুজরাটের ব্যাটিংয়ের সময় শুরুতেই গিল আউট হয়ে যাওয়ার পর তাঁর সামনে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন হার্দিক, যে তারপরই ছড়িয়ে পড়ে গণ্ডগোলের গুজব, জল্পনা। গিল সব গুজব উড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় দুজনের বন্ধুত্বের কথা বলে একসঙ্গে দুজনের ছবি পোস্ট করেছেন। এভাবেই ভারতীয় দলের সতীর্থ হার্দিকের সঙ্গে গণ্ডগোলের সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছেন। যে ম্যাচের ঘটনা নিয়ে এই জল্পনা শুরু হয়েছিল, শুক্রবার সেই এলিমিনেটরে গুজরাট টাইটানসকে ২০ রানে হারিয়ে কোয়ালিফায়ার টু-তে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর ম্যাচের পরই দুই অধিনায়ক শুভমন গিল ও হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে এমন অস্বস্তিকর পরিস্থিত তৈরি হয়েছিল। তবে এসব ঝেড়ে ফেলে সামনের ইংল্যান্ড সফরের দিকেই তাকিয়ে ভারতীয় দলের তারকারা।