এবার নিকোলাস পুরান, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য আন্তর্জাতিক মঞ্চ ছাড়ছেন ক্রিকেটাররা

এবার নিকোলাস পুরান। মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ক্যারিবিয়ান তারকা। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন তিনি। তিনি জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান। একই কারণে আগেও অনেকেই একই পথ ধরেছেন। তাই প্রশ্ন উঠছে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটই ছেড়ে দিচ্ছেন, সোমবার রাতে এমনই বোমা ফাটালেন পুরান। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার হেনরিচ ক্লাসেন অবসরের ঘোষণা করার কয়েক দিনের মধ্যেই ছোট ফরম্যাটের আর এক গ্রেট পুরান একই ঘোষণা করে দিলেন। গত কয়েক বছরে অনেক ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য তাঁদের সেরা সময়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়েছেন। তালিকায় শেষ সংযোজন পুরান। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, অনেক ভাবনা চিন্তা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও লিখেছেন, “যে খেলাটাকে আমরা ভালোবাসি, সে আমাকে সব কিছুই দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগও দিয়েছে। মেরুন জার্সি পরে জাতীয় সঙ্গীত গাওয়ার অনুভূতি কী বোঝানো যাবে না। ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়াটা হৃদয়ের গভীর অনুভূতি। পরিবার, বন্ধু, সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদ সহযোগিতা করার জন্য। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি ভালোবাসা একটুও ফিকে হবে না।“ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের এমন আকস্মিত ঘোষণার পর একটা প্রশ্ন তো উঠছেই। হচ্ছেটা কী! ক্রিকেটাররা কেন ফ্র্যাঞ্চাইজি লিগকে এতটা গুরুত্ব দিয়ে একে একে সরে যাচ্ছেন আন্তর্জাতিক মঞ্চ থেকে? এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ কী? একটা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে ক্রিকেট। শুরু হয়েছে বিরাট বিতর্ক।
একদিনের ক্রিকেট থেকে অবসর ম্যাক্সওয়েলের, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ক্লাসেন

একই দিনে দুই তারকার অবসর। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেন হেনরিচ ক্লাসেন। ম্যযাক্সওয়েল অবশ্য টি টোয়েন্টি আন্তর্জাতিকে খেলা চালিয়ে যাবেন। তিনি শারীরিক কারণেই ওডিআই ছাড়লেন। অন্যদিকে পরিবারকে আরও সময় দেওয়ার জন্যই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ক্লাসেন। ৩৬ বছরের অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাক্সওয়েল ১৩ বছরের একদিনের কেরিয়ার শেষ করলেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে দুটি একদিনের বিশ্বকাপ জিতেছেন। রান করেছেন চার হাজারের কাছাকাছি। এবং যাঁরা দু হাজারের বেশি রান করেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ম্যাড ম্যাক্সেরই। চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই তিনি অজি নির্বাচক প্রধান জর্জ বেইলিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন। বলেছিললেন, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলবেন না। পাশাপাশি মাত্র ৩৩ বছর বয়সেই বিস্ময়করভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন হেনরিচ ক্লাসেন। সাদা বলের ক্রিকেটে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের মারকাটারি ব্যাটিংয়ের খ্যাতি বিশ্বজোড়া। সোশ্যাল মিডিয়ায় ক্লাসেন লিখেছেন, আমার ও পরিবারের ভবিষ্যতের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিতে অনেকটাই সময় লেগেছে। দুজনেই দুর্দান্ত আকর্ষণীয় ক্রিকেটার। তাঁদের অবসরে রসিক ক্রিকেট অনুরাগীরা বেশ হতাশ। ২০২৭-এ পরের বিশ্বকাপে যেমন দেখা যাবে না ম্যাক্সওয়েলকে তেমনি বিস্ফোরক ক্লাসেনকে মিস করবে আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়া।
হার দিয়েই এবারের আইপিএল অভিযান শেষ হল কলকাতা নাইট রাইডার্সের

শেষ ম্যাচেও হার। শুধু হার নয়, রীতিমত বিধ্বস্ত হয়েই এবারের মত আইপিএল অভিযান শেষ করল কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়নরা এবারের মরসুমটা ভুলতে চাইবে। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে ১১০ রানে হারল ককেকেআর। অভিষেক-হেড-ক্লাসেনদের ব্যাটিং ঝড়ের সামনে রাতিমত নাস্তাবুদ নাইট বোলাররা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৭৮ রানের বিশাল ইনিংস খাড়া করে কেকেআরকে তখনই ম্যাচ থেকে প্রায় ছিটকে দেয় সানরাইজার্স। শুরু থেকেই তাণ্ডব। অভিষেক শর্মা করলেন ১৬ বলে ৩২। হেড ৪০ বলে ৭৬। তবে কোটলা মাতিয়ে দিলেন হেনরিচ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকানের ব্যাটে যেন সাইক্লোন। ৩৭ বলে শতরান করে গড়লেন নজির। আইপিএলের যুগ্মভাবে তৃতীয় দ্রুততম শতরান। তাঁর আগে আছেন ক্রিস গেইল। ৩০ বলে শতরান করেছিলেন তিনি। আর এবারই ৩৫ বলে শতরান করে দ্বিতীয় স্থানে আছেন ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। ক্লাসেনেরহ মতই ৩৭ বলে শতরান করেছিলেন ইউসুফ পাঠান। ২০১০ সালে। এমন ইনিংস খেলার পর ক্লাসেন জানান, দলের হতাশাজনক মরসুমের শেষে কিছুটা খুশি এল। সানরাইজার্সের ২৭৮ রান আইপিএলের তৃতীয় সর্বোচ্চ টিম স্কোর। তারপর কেকেআরের আর কীই বা করার ছিল। রানের চাপে ভেঙে পড়ে ১৮.৪ ওভারে ১৬৮ রানে শেষ হল নাইটদের ইনিংস। হতাশাজনক মরহসুমের পর হয়ত কেকেআর ম্যানেজমেন্ট বুঝছে শ্রেয়স আইয়ার, ফিল সল্টদের ছেড়ে দেওয়া কত বড় ভুল ছিল।