তালাল ও হিজাজিকে নিয়ে সিদ্ধান্ত অগাস্টে

মাধি তালাল ও হিজাজি মাহেরকে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইস্টবেঙ্গল।কারণ তাঁদের ফিটনেস। এখনও পর্য়ন্ত যা খবর, অগাস্ট মাসে তাঁদের ফিটনেস রিভিউ করা হবে।যদি দেখা যায় সেপ্টেম্বর-অক্টাবরের মধ্যে তাঁদের পাওয়ার সম্ভাবনা আছে, তখনই তাঁদের সঙ্গে নতুন চুক্ত করবে লালহলুদ। আর যদি দেখা যায়, সেই সম্ভাবনা নেই, তখনই তাঁদের বিকল্প ফুটবলারের দিকে নজর দেওয়া হবে। এমনিতে অন্য কোনও বিদেশি ফুটবলারকে রাখতে না চাইলেও মাধি তালালকে রাখার ব্যাপারে সম্মতি বরাবরই আছে অস্কার ব্রুজোঁর। কিন্তু তাঁর চোট নিয়েই যত সমস্যা।তালালের এসিএল থ্রি ইনজুরি। সারতে অন্তত ৭-৮ মাস লাগার কথা। তাতে সেপ্টেম্বর অক্টোবরে তাঁকে পেয়ে যেতে পারে ইস্টবেঙ্গল। তাঁর ও হিজাজির ব্যাপারে সে দিকেই তাকিয়ে আছে লালহলুদ। পাশাপাশি মেহতাব সিংকে নিয়ে নতুন ট্যুইস্ট। মোহনবাগানের থেকে মুম্বই এফসি যে ট্রান্সফার মানি চাইছে, ততটা দিতে রাজী নয় মোহনবাগান। তারা অনেকটাই আগ্রহ হারিয়েছে। এর মধ্যেই শোনা যাচ্ছে, মেহতাব নিজে নাকি ইস্টবেঙ্গলে খেলতে আগ্রহী। কারণ লালহলুদ তাঁর পুরনো ক্লাব। একটা আবেগ আছে। ম্যাচ টাইমও অনেক বেশি পাওয়া যাবে। এসব কারণে আবার লালহলুদ জার্সি পরার ইচ্ছা আছে মেহতাবের। সূত্রের এমনই খবর। জাতীয় দলের শিবির রবিবার থেকে কলকাতায় শুরু হবে। তাই শনিবারই কলকাতায় চলে আসছেন মেহতাব। ইস্টবেঙ্গল এবার তাঁর সঙ্গে কথাবার্তা আরও এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু প্রশ্ন একটাই, ইস্টবেঙ্গলের থেকে কত ট্রান্সফার মানি চাইছে মুম্বই? অনেক কিছুই নির্ভর করছে তার ওপর।