স্লোভেনিয়ার দ্বিতীয় ডিভিশন ক্লাবে সুযোগ পেলেন ১৯ বছরের হৃদয়া জৈন

হৃদয়া জৈন। বয়স ১৯ বছর। কর্ণাটকের বাসিন্দা। মিনার্ভা অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। দিল্লি এফসিতে খেলছিলেন গত মরশুমে। স্লোভেনিয়ার দ্বিতীয় ডিভিশন ক্লাব এনকে ব্রিঞ্জে গ্রোসুপজে-তে খেলার সুযোগ পেয়েছেন। সোম কুমার এবং নীহার মনিরামার পর তৃতীয় ভারতীয় ফুটবলার হিসেবে তার স্লোভেনিয়ার ফুটবল লিগে খেলার সুযোগ পাওয়া। কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন গোলকিপার সোম কুমার অবশ্য স্লোভেনিয়ার প্রথম ডিভিশন লিগের দল এনকে রাদোমিজে-তে সই করেছেন। হৃদয়া গত মরশুমে দিল্লি এফসি-র হয়ে আই লিগে ২১ ম্যাচে চারটে গোল করেছিলেন। মিডফিল্ডেই মূলত খেলেন হৃদয়া। কিন্তু স্ট্রাইকারের ভূমিকায়ও তাকে গত আই লিগে খেলতে দেখা গিয়েছে। আই লিগ চলাকালীনই স্লোভেনিয়ার ক্লাব থেকে স্কাউটরা এসেছিলেন এবং হৃদয়া জৈনের খেলা দেখে তারা ওকে সই করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।