টেস্ট থেকেই সরে যাওয়ার পথে শ্রেয়স!

এবার কী টেস্ট থেকে সরে যেতে চাইছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। বো্ডকে দেওয়া শ্রেয়স আইয়ারের চিঠির কতা সামনে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। ভারতীয়-এ(India-A) দলের থেকে নাম তুলে নেওয়ার পরই এবার ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধেও তাঁর না খেলার কথা জানিয়ে দিয়েছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। শোনা যাচ্ছে অজিত আগরকরের সঙ্গে কচতা বলেই নাকি আপাতত টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স। সেইসঙ্গেই উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে কী শ্রেয়স টেস্ট থেকেই সরে যেতে চলেছেন! শেষপর্যন্ত কী হয় সেটা তো সময় বলবে। তবে ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে যে শ্রেয়স আইয়ারকে(Shreyas Iyer) ভারতীয় দলে দেখা যাবে না তা বেশ স্পষ্ট। ভারতীয়-এ দলের হয়ে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু সেই ম্যাচে সাদা জার্সিতে একেবারেই ভালো ফর্মে ছিলেন না এই তারকা ক্রিকেটার। মাত্র ৮ ও ১৩ রান করেছিলেন দুই ইনিংসে। এরপর হঠাৎ নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দ্বিতীয় ম্যাচের আগে। এরপরই শ্রেয়স আইয়ার(Shreyas Iyer) নাকি বোর্ডকে(BCCI) চিঠি দিয়ে আপাতত লাল বলের ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কথা জানিয়ে দিয়েছেন। কারণ প্রথম শ্রেনীর ক্রিকেট খেলা এবং সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একসঙ্গে তাঁর কাছে অনেকটাই কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয় তাঁর নাকি পিঠের সমস্যাটাও ফের ভোগাতে শুরু করেছে। আর এই কারণ দেখিয়েই নাকি ভারতীয় দল থেকে আপাতত বিশ্রাম নিয়েছেন শ্রেয়স(Shreyas Iyer)। সূত্র মারফৎ “এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, শ্রেয়স আইয়ার অজিত আগরকরের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন তাঁর পক্ষে নাকি প্রথম শ্রেনির ক্রিকেট খেলাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। এমনকি তাঁর পিঠেও ফের একটা সমস্যা দেখা দিয়েছে। সেই কথা বলেই নাকি ভারতীয়-এ দলের ম্যাচ থেকে নাম তুলে নিয়েছেন তিনি”। আর শ্রেয়সের এমন সিদ্ধান্তের পর থেকেই শুরু হয়ে গিয়েছে তাঁর টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে জল্পনা। তবে কী সত্যিই এবার টেস্ট ক্রিকেট থেকে সরে যেতে চলেছেন শ্রেয়স আইয়ার। কারণ বেশ কয়েকদিন ধরেই টেস্টের মধ্যে নেই ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শেষবার ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলেছিলেন এই ৩১ বর্ষীয় তারকা ক্রিকেটার। এরপর থেকে আর টেস্ট সিরিজে দেখা যায়নি তাঁকে। সামনেই অবশ্য ঘরের মাঠে টেস্ট সিরিজ। সেখানেও যে আর শ্রেয়সকে দেখা যাবে না তা কার্যত স্পষ্ট হয়েই গিয়েছে।
দ্বিতীয় ম্যাচের আগেই নাম তুলে নিলেন শ্রেয়স

সামনেই ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল। কিন্তু সেই দলেই শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) সুযোগ নিয়ে হঠাৎই জল্পনা শুরু। কারণ অসট্রেলিয়া-এ(Australia-A) দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে নাম তুলে নিয়েছেন ভারতীয়-এ(India-A) দলের অধিনায়ক শ্রেয়স। এমনকি শিবির ছেড়ে চলেও গিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে ভারতীয়-এ দলের অধিনায়ক এখন ধ্রুব জুরেল(Dhruv Jurel)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল(India Team) ঘোষণা হওয়ার আগে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধেই ভারতের ম্যাচের দিকেই এখন সকলের নজর। বিশেষ করে শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) দিকেই ছিল সবচেয়ে বেশি নজর। কিন্তু তিনিই এবার নাম তুলে নিয়েছেন। শ্রেয়স হঠাৎ কেন এমনটা করল সেটা নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। শোনা যাচ্ছে ব্যক্তিগত কারণের জন্যই নাকি নাম তুলে নিয়েছেন তিনি। তবে স্পষ্টভাবে কিছুই বোঝা যাচ্ছে না সেভাবে। দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন শ্রেয়স আইয়ার। শেষবার ২০২৪ সলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারকে। এরপর থেকে আর ভারতীয় দলের হয়ে টেস্ট খেলতে দেখা যায়নি তাঁকে। কয়েকদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও শ্রেয়সের না থাকা নিয়ে নানান কথাবার্তা উঠেছিল। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া(Team India)। সেখানেই সুযোগ পাওয়াটা এই অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে পারফরম্যান্সটাই শ্রেয়স আইয়ারের কাছে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানেও বড় রান পেতে অবশ্য ব্যর্থই হয়েছে। এরপরই শ্রেয়সের শিবির ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রে তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, হ্যাঁ শ্রেয়স আইয়ার শিবিরে ছেড়ে মুম্বইয়ে ফিরে গিয়েছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন যে বিরতি নিচ্ছেন এবং অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে এই ম্যাচে খেলবেন না। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের নির্বাচকদের নজরে রয়েছেন শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে এবার একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি শ্রেয়স আইয়ার। দুই ইনিংস মিলিয়ে শ্রেয়স আইয়ার রান করেছেন ৮ ও ১৩। তবে কি পারফরম্যান্সের কারণেই দ্বিতীয় ম্যাচ থেকেও নাম তুলে নিয়েছেন শ্রেয়স আইয়ার। প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে।
শ্রেয়সের টেস্ট দলে প্রত্যাবর্তন নিয়ে কাটছে না চিন্তা

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer)। ঘরের মাঠে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার কথা রয়েছে ভারতের। কিন্তু তার আগে অস্ট্রেলিয়া-এ(Australia-A) দলের বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স কিন্তু চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে মাত্র আট রানেই সাজঘরে ফিরতে হয়েছে শ্রেয়স আইয়ারকে(Shreyas Iyer)। শ্রেয়সের এমন পারফরম্যান্সেই তাঁর ভারতীয় দলে কামব্যাক নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান গুঞ্জন। শেষবার ২০২৪ সালে ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর থেকেই আর ভারতীয় দলে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। মাঝে অবশ্য চোটের জন্য বেশ কয়েকদিন মাঠের বাইরে ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললেও টেস্টে কিন্তু দেখা যায়নি শ্রেয়সকে(Shreyas Iyer)। এই অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধেই নেমেছিলেন সাদা জার্সিতে। কিন্তু সাফল্যের মুখ দেখতে পেলেন না শ্রেয়স। সাই সূদর্শন ৭৩ রানে আউট হওয়ার পরই এদিন মাঠে আসেন তিনি। শুরুটাই করেছিলেন একটা অসাধারণ বাউন্ডারি দিয়ে। কিন্তু সেই ফর্ম বেশিক্ষণ দেখাতে পারেননি। মাত্র ১৩ বল খেলেই থামতে হয় ভারতীয়-এ দলের অধিনায়ককে। কোরি রচিকোইয়ের বলেই এলবিডব্লু হয়ে সাজঘরের রাস্তায় ফিরতে হয় শ্রেয়স আইয়ারকে। আর এই পারফরম্যান্সটাই কিন্তু তাঁকে টেস্ট দলে ফেরা নিয়ে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। সম্প্রতি শেষ হওয়া দলিপ ট্রফিতেও একেবারে ফর্মে ছিলেন শ্রেয়স আইয়ার। দলিপের মঞ্চে শ্রেয়সের ব্যাট থেকে রান এসেছিল ২৫ এবং ১২। এরপরই ভারতীয়-এ দলের হয়ে মাঠে নেমছিলেন অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে। ম্যাচের ৫৯ তম ওভারে নেমেছিলেন তিনি। ৬৩ তম ওভারেই শেষ হয়েছিল শ্রেয়স আইয়ারের ইনিংস। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার বাদ দিলে শ্রেয়স আইয়ারের ব্যাটে কিন্তু সেভাবে বড় রানের ইনিংস দেখা যায়নি এখন পর্যন্ত। সেই ম্যাচে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। এরপর থেকেই শ্রেয়সের ব্যাটে যেন রানের খরা। তবে শ্রেয়স আইয়ার বাদে বাকি ব্যাটারদের ব্যাটে কিন্তু রান এসেছে। বিশেষ করে অভিমন্যু ঈশ্বরণ(Abhimanyu Easwaran) এবং নারায়ন জগদীশন ওপেনিংয়েই তৈরি করেছিলেন ৮৮ রানের পার্টনারশিপ। এছাড়া ভারতীয়-এ দলের হয়ে এদিন সর্বোচ্চ রান করেছিলেন দেবদূত পাড়িক্কল ৭৬। তাঁর পরই দ্বিতীয় সর্বোচ্চ রান ৭৩ করেন সাই সূদর্শন। এতকিছুর মধ্যেও চিন্তা শুধু একটাই। শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স।
ইংল্যান্ডে খেললেন দ্বিশতরানের ইনিংস, দুরন্ত ফর্ম অব্যাহত করুণ নায়ারের

দুরন্ত করুণ নায়ার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে দ্বিশতরান করলেন। ২০৪ রান করে আউট হন তিনি। ভারতের স্কোর ৫০০ ছাড়িয়ে গেল। প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড চারবার ২০০-র বেশি রান করলেন তিনি। সাত বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটেছে। ইংল্যান্ডে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে তাঁর এই দ্বিশতরান স্বস্তি দিল টিম ইন্ডিয়াকে। ২৮১ বলে ২০৪ রান করার পথে মেরেছেন ২৬টি বাউন্ডারি ও একটি ছক্কা। শেষ যে তিনবার ২০০-র বেশি রান করেছেন, তার মধ্যে দুবারই ছিলেন অপরাজিত। ইংল্যান্ডের মাটিতে এই নিয়ে দুবার ২০০-র বেশি রানের ইিনংস খেললেন। ২০২৪-এ নটিংহ্যামের হয়ে গ্ল্যামারগনের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ২০২ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ৩২৮। ২০১৫-১৬ মরসুমে কর্ণাটকের হয়ে তামিলনাড়ুর হয়ে এই রান করেছিলেন তিনি। করুণ হলেন বীরেন্দ্র সেওয়াগের পর দ্বিতীয় ভারতীয় যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন। টেস্ট দলে প্রত্যাবর্তনের আশা ছাড়েননি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্তভাবে পারফরম্যান্স করে গিয়েছেন। প্রকাশ্যেই বলেছেন, প্রিয় ক্রিকেট, আর একটা সুযোগ দাও। সেই সুযোগ তিনি পেয়েছেন সাত বছর পর। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন। এবার প্রথম দলে সুযোগ পাওয়ার অপেক্ষায়। তার আগে দাবি আরও জোরালো করে তুললেন করুণ।
ব্যর্থ অভিমন্যু, নায়ারের সেঞ্চুরিতে রানের পাহাড়ে ভারত

ভারতীয় এ দল: ৩ উইকেটে ৩৯৩ বিদেশের মাঠেও ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতা ধরে রেখেছেন করুন নায়ার। রনজি ট্রফি, বিজয় হাজারেতে মোট ৯টি সেঞ্চুরি করে ভারতীয় দলে ঢোকার বন্ধ দরজা তিনি ভেঙ্গে ফেলে আবার প্রমান করলেন আট বছর তাঁর নাম ভুলে গিয়ে নির্বাচকরা অন্যায় করেছেন। কোনও দল নির্বাচনে নায়ারের নাম আলোচনায় আসেনি। এবার ইংল্যান্ড সিরিজের আগে সবাই নিশ্চিত ছিলেন, তাঁকে দলের বাইরে রাখা কারোরই সম্ভব হবে না। ভারতীয় এ দলের পাশাপাশি গিলদের সঙ্গেও খেলার টিকিট তিনি পেয়ে গেলেন। আর ক্যান্টারবারিতে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্টে সেঞ্চুরি করে নায়ার বুঝিয়ে দিলেন, ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ফ্লুকে আসেনি। তবে নায়ার একা নন, তাঁর সঙ্গে দাপট দেখিয়েছেন সরফরাজ খান, ধ্রুব জুরেলও। সরফরাজ একটুর জন্য সেঞ্চুরি পেলেন না। নায়ারের মতো সরফরাজকে সিনিয়র দলে নেওয়ার ব্যাপারে অনেকেই মুখ খুলেছিলেন। কিন্তু ১৮ জনের দলে তাঁর জায়গা হয়নি। দল নির্বাচনের পর প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর বলেছিলেন, মাঠের বাইরে বসে থেকে ছিটকে যাওয়ার কি ব্যাখ্যা থাকতে পারে। সরফরাজের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, এবার ওর কাজ সামনে বন্ধ হয়ে থাকা দরজা ভেঙ্গে ঢুকতে হবে। এঁদের পাশাপাশি ব্যর্থ অধিনায়ক অভিমন্যু ইশ্বরন (৮), যশস্বী জয়সওয়ল (২৪)। ইংল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে শুরুতে সফল হলেও পরে বোলাররা হারিয়ে যান। ৬ ওভারের মধ্যে দুই ওপেনার ফিরে যাওয়ার পর নায়ারের সঙ্গে জুটি বাঁধেন সরফরাজ। এই জায়গা থেকে ইংল্যান্ড লায়ন্সের বোলাররা কিছু করতে পারেননি। তারা ক্রমশ ব্যাকফুটে চলে যান। তৃতীয় উইকেট জুটিতে ওঠে ১৮১ রান। সরফরাজ ১১৯ বলে ৯২ রান করে আউট হন। ২৩২ রানে তৃতীয় উইকেটের পতনের পর ইংল্যান্ড বোলাররা আর কিছু করতে পারেননি। এই লেখা পাটানোর আগে পর্যন্ত ভারতীয় এ দল করেছে ৩ উইকেটে ৩৯২ রন। নায়ার ব্যাট করছেন ১৮১ রানে। ২৩৩ বলে ২৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে তিনি এই রান করেছেন। জুরেল ব্যাট করছেন ৭২ রানে। চতুর্থ উইকেটে এখনও পর্যন্ত যোগ হয়েছে ১৬১ রান।
প্রস্তুতি! ভারতীয় এ দলের হয়ে দ্বিতীয় টেস্টে খেলবেন রাহুল

আইপিএল থেকে আগেই তাঁরা ছিটকে গিয়েছেন। লিগ টেবিলে পাঁচ নম্বরে থাকায় প্লে অফ খেলার সুযোগ হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাই হাতে এখন প্রচুর সময়। এই সময়টা কাজে লাগাতে চান লোকেশ রাহুল। ভারত ও ইংল্যান্ডের পাঁচ টেস্ট সিরিজে ১৮ জনের দলে তিনি আছেন। সেই সিরিজ শুরুর আগে (২০ জুন লিডসে প্রথম টেস্ট) পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চান। তাই বোর্ড কর্তাদর সঙ্গে কথা বলেছেন রাহুল। জানিয়েছেন ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলের দ্বিতীয় টেস্টে তিনি খেলতে চান। অনুমতি দিলে প্রস্তুতি শুরু করবেন। বোর্ডের সবুজ সঙ্কেত পেয়ে রাহুল এখন তৈরি। সম্ভবত তিনি সোমবার ইংল্যান্ডের ফ্লাইট ধরবেন। নর্দাম্পটনে ভারতীয় এ দলের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু ৬ জুন। তার আগে দলের সঙ্গে যোগ দিয়ে নিজের প্রস্তুতি সেরে নিতে চান রাহুল। এবারের আইপিএলে রাহুলকে ছন্দে দেখা গিয়েছে। ১৩ ম্যাচে করেছেন ৫৩৯ রান। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনিই সব থেকে বেশি রান করেছেন। তাই ফর্মে আছেন, কথাটি লিখে ফেলা যায়। তবু ইংল্যান্ডের মাঠের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা আলাদা ব্যাপার থাকে। সেই কারনে বোর্ডের কাছ থেকে অনুমতি নিয়ে ভারতীয় এ দলের হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন। কদিন আগে স্কাই স্পোর্টসে প্রাক্তন ক্রিকেটার নাসের হোসেনকে একটি ইন্টারভিউ দেন রাহুল। সেখানে তিনি বলেছেন, লাল বলের ক্রিকেট দেখে বড় হয়েছি। শুধু ইংল্যান্ডের মাঠের ক্রিকেট নয়, অস্ট্রেলিয়ায় খেলা হলে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে পড়তাম। সঙ্গে বাবাকেও পেতাম। দুজনে মিলে খেলা দেখতাম। সেখান থেকে লাল বলের ক্রিকেটের প্রতি আলাদা প্রেম জন্ম গিয়েছে। আমাকে তিন ফরম্যাটের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে বলা হলে টেস্ট ক্রিকেটের কথাই বলব। পাঁচদিন ধরে খেলার ওঠা পড়া একজন ক্রিকেটারের চরিত্রকে যাচাই করতে সাহায্য করে। সাদা বলে যা পাওয়া যায় না। ভারতীয় এ দলের হয়ে টেস্ট ম্যাচকে বেছে নিলেন কেন! এর উত্তরে রাহুল বলেন, হাতে এখন সময় আছে। তাই বাড়িতে বসে না থেকে লাল বলের সামনে দাঁড়াতে চাই। তাই এমন সিদ্ধান্ত। অনেকে বলবেন একজন ক্রিকেটারের জায়গা আটকে দিচ্ছি। কিন্তু ব্যাপারট সেভাবে না দেখাই ভাল। দলের সবাই সমান। ১৮ জনের দলে থাকা ক্রিকেটাররা সবাই খেলার সুযোগ পায় না। তাদের মধ্যে থেকে প্রথম একাদশ বেছে নিতে হয়। এটাই তো একটা লড়াই। তাই মাঠে নেমে পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। ভারতীয় সিনিয়র দল কবে ইংল্যান্ড যাবে। ৩ জুন আইপিএল ফাইনালের পর নির্বাচিত ক্রিকেটাররা দুদিন বিশ্রাম পাবেন। শোনা যাচ্ছে, ৬ জুন ভারতীয় দল ইংল্যান্ডের বিমান ধরবে। আগে ঠিক ছিল আইপিএল প্লে অফে যাঁরা খেলার সুযোগ পাচ্ছেন না, তাঁদের অনেকে ইংল্যাব্ড গিয়ে ভারতীয় এ দলের সঙ্গে যোগ দেবেন। অনেকে গিয়েছেন। আবার কেউ কেউ যাননি। কোচ গম্ভীরের যাওয়ার কথা থাকলেও তিনি ৬জুন দলের সঙ্গে বিমানে উঠবেন। সামনে কঠিন সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি আগে ভাগে শুরু করে দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এখন দেখার ব্যাপার রাহুলের মতো আর কোনও ক্রিকেটার বোর্ডের কাছে আবেদন করেন কিনা।