গোড়ালীতে চোট, সেমিফাইনালে অনিশ্চিত প্রতীকা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল। তার আগেই চিন্তায় ভারতীয় শিবির(India Womens Team)। গোড়ালীতে চোট ভারতীয় মহিলা দলের ওপেনার প্রতীকা রাওয়ালের(Pratika Rawal)। আর সেটাই যে ভারতীয় দলের চিন্তা বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সরকারীভাবে এখনও পর্যন্ত ঘোষণা না হলেও, শোনা যাচ্ছে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাকি খেলতে পারবেন না তিনি। আর তেমনটা হলে যে ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে এটা বপড়সড় ধাক্কা হতে চলেছে তা বলাই যায়। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে সেরা পাফর্মার এই প্রতীকা রাওয়াল(Pratika Rawal)। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রানের মালিকও যেমন তিনি। তেমনই আবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সটাই ভারতীয় দলের জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিল। কেউইদের বিরুদ্ধে সেঞ্চুরি ইনিংস খেলেছিলেন প্রতীকা রাওয়াল। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার মতো দলের বিরদ্ধেও প্রতীকার(Pratika Rawal) রান ছিল ৭৫। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই ঘরে বিপত্তি। গোড়ালীতে চোট পান প্রতীকা রাওয়াল। আর তাতেই সমস্যা বেড়েছে ভারতীয় দলের। তাঁক গোড়ালীর স্ক্যানও হয়ে গিয়েছে ইতিমধ্যে। তবে এখনও পর্যন্ত তাঁর রিপোর্ট হাতে পায়নি। কিন্তু সূত্রের খবর তিনি নাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেই। প্রতীকা যদি একান্তই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে না পারেন, সেক্ষেত্রে ভারতের সমস্যা যে বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রখে না। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ছয় ম্যাচে প্রতীকার(Pratika Rawal) রান রয়েছে ৩০৮। সেইসঙ্গে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রয়েছে একটি সেঞ্চুরিও। কিন্তু শেষপর্যন্ত প্রতীকাকে ভারতীয় দলের জার্সিতে সেমিফাইনালে খেলতে দেখা যায় কিনা সেটাই দেখার।
বড় রান করেও হার হরমনপ্রীতদের, উঠছে বহু প্রশ্ন

অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে বড় রান করেও শেষরক্ষা হল না। বোলারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল(Indian Womens Team)। আর তাতেই কিন্তু হরমনপ্রীতদের(Harmanpreet Kaur) দল নিয়ে বেশ কিছু প্রশ্নও উঠে গেল। ম্যাচ শেষে ভারতীয় দলের অধিনায়ক সেই কথা স্বীকারও করে নিলেন। ছয় নম্বরের বোলিংয়ের সমস্যাটা যে তারা এখনও পর্যন্ত মেটাতে পারেনি সেই কথা ম্যাচ শেষেই স্বীকার করে নিয়েছেন হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur)। চলতি বিশ্বকাপে ভারত(Indian Womens Team) একের পর এক ম্যাচ জিতলেও বারবারই দল গঠন নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নেমেছিল ভারতীয় মহিলা ব্রিগেড। সেখানেই টস জিতে ভারতকে প্রথম ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক। শুরুটা ভালোভাবে করলেও, লোয়ার মিডল অর্ডার ফের একবার চূড়ান্ত ব্যর্থ। তিনশো রানের গন্ডী পার করতে পারলেও, রানটা আরও বেশি হলে অবাক হওয়ার কিছুই থাকত না। স্মৃতি মন্ধনা(Smriti Mandhana) এবং প্রতিকা রাওয়ালের(Pratika Rawal) ওপেনিং পার্টনারশিপ ১৫৫ রানের। কিন্তু তারা ফিরতেই যেন ভারতের রানের গতি কমতে থাকে। স্মৃতি ফেরেন৮০ রানে এহং প্রতিকা করেন ৭৫ রান। কিছুক্ষণ হরমনপ্রীত(Harmanpreet Kaur) এবং হারলিন দেওল চেষ্টা চালিয়ে যান। কিন্তু তারা ফিরতেই ফের ধস নামে ভারতীয় ব্যাটিং লাইনআপে। ম্যাচ শেষে সেদিকেও নজর দেওয়ার কথা শোনা গিয়েছে হরমনপ্রীতের মুখ থেকে। শেষপর্যন্ত ৩৩০ রান করে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে অজি ব্যাটিং লাইনআপ এদিন শুরু থেকেই ছিল বিধ্বংসী ফর্মে। বিশেষ করে ওপেনার অ্যালিসা হিলি(Alyssa Healy)। ১০৭ বলে ১৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। কার্যত তাঁর সেঞ্চুরি ইনিংসটাই অস্ট্রেলিয়ার জয়ের রাস্তাটা প্রশস্ত করে দেন। তিনি যখন সাজঘরে ফেরেন সেই সময় অস্ট্রেলিয়ার রান ২৬৫। এরপর আর সেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারতীয় মহিলা বোলিং বাহিনী। ৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।