গুরপ্রীতের হাত ধরে ইতিহাস ভারতের, নতুন অধ্যায়ের সূচনা খালিদের

সমালোচিত গুরপ্রীতের(Gurpreet Singh) হাত ধরেই খালিদের নতুন ভারতের উত্থান। কাফা নেশনস(Cafa Nations Cup) কাপে ওমানকে টাই ব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ জিতল মেন ইন ব্লুজ ব্রিগেড। আর তাতেই ভারতীয় ফুটবলে ওখন উচ্ছ্বাস। আর এই ম্যাচ দিয়েই হয়ত দল গঠন নিয়ে হওয়া সমস্ত সমালোচনার জবাবটা দিলেন খালিদ জামিল(Khalid Jamil)। টাই ব্রেকারে ম্যাচের ফলাফল ভারত ৩ এবং ওমান ২। আর তাতেই চওড়া হাসি ভারতীয় ফুটবলারদের মুখে। তাজাকিস্তানের মাটিতে নতুন ইতিহাস তৈরি করল মেন ইন ব্লুজ ব্রিগেড। খালিদ জামিল(Khalid Jamil) কোচ হওয়ার পরই প্রথম চ্যালেঞ্জ ছিল এই কাফা নেশনস কাপ। সেখানেই দল গঠন নিয়ে বহু প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। তবে উত্তরটা তুলে রেখেছিলেন। তাজাকিস্তানে ওমানকে হারানোরই সেই জবাবটা হয়ত দিলেন খালিদ জামিল। তবে এদিন গুরপ্রীতের(Gurpreet Singh) বিশ্বস্ত হাত যদি ভারতকে না বাঁচাত, তবে ম্যাচের ভিলেনের নাম যে উদান্ত সিং হত তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের শুরুর দিকে খানিকটা এগিয়ে ছিল ওমানই। ভারত আক্রমণে গেলেও, ওমানের চাপই ছিল বেশি। যদিও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি কোনও শিবিরই। সেই সময়ও গুরপ্রীতের(Gurpreet Singh) হাতই ছিল ভারতের অন্যতম প্রধান ভরসা। তবে বিরতির পরই এগিয়ে যায় ওমান। ম্যাচের বয়স তখন ৫৫ মিনিট। সময় যত এগোয় ভারতের ওপর চাপও বাড়তে থাকে। তবে পাল্টা আক্রমণও শুরু করে মেন ইন ব্লুজ ব্রিগেড। অবশেষে সাফল্য ৮৮ মিনিটে। পরিবর্ত ফুটবলার হিসাবে আসা উদান্ত সিং ম্যাচে ফেরায় ভারতীয় দলকে। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ১-১। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের ফলাফল ১-১। অবশেষে টাই ব্রেকার। আর সেখানেই এদিন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন গুরপ্রীত সিং সান্ধু। তাঁর জোড়া সেভ বাঁচিয়ে দেয় ভারতীয় দলকে। তবে উদান্ত সিং টাইব্রেকার মিস করায় খানিকটা হলেও চিন্তায় পড়েছিল খালিদের ভারত। কিন্তু শেষপর্যন্ত গুরপ্রীতের বিশ্বস্ত হাতেই ব্রোঞ্জ এল মেন ইন ব্লুজ ব্রিগেডের। খালিদের হাত ধরে এবার বোধহয় এক নতুন অধ্যায় শুরু হল ভারতীয় ফুটবলে।