দুই ইনিংসে কুলদীপের ৮ উইকেট, ভারতের জয় সময়ের অপেক্ষা

দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরি করলেও ভারতের(India Team) বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। দীর্ঘদিন ১৪ বছর ভারতের বিরুদ্ধে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি করার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ(West Indies) করল ঠিকই। কিন্তু কুলদীপ(Kuldeep Yadav), বুমরাদের(Jasprit Bumrah) দাপটের সামনে এই ম্যাচেও হারের সামনেই ক্যারিবিয়ান ব্রিগেড। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করাটা এখন শুধুই ভারতের কাছে সময়ের অপেক্ষা। জয়ের জন্য চতুর্থ দিন ভারতের প্রয়োজন আর ৫৮ রান। তৃতীয় দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ৬৩। দিনের শেষে ক্রিজে রয়েছেন কেএল রাহুল(KL Rahul) ও সাই সুদর্শন(Sai Sudarshan)। এদিন কুলদীপ(Kuldeep Yadav) এবং বুমরার দাপটে শেষপর্যন্ত ৩৯০ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। দুই বোলারের ঝুলিতেই তিনটি করে উইকেট। দুই ইনিংস মিলিয়ে কুলদীপের(Kuldeep Yadav) একারই শিকার ৮ উইকেট। স্পিনারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে বিধ্বস্ত করেছিল ভারত। ২০১৫ সালের পর এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফলো অনের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। সেখানে শুরুর দিকে পরপর দুই উইকেট তুলে নিলেও, সাই হোপ(Shai Hope) এবং ক্যাম্পবেলের(John Campbell) হাত ধরে বড় পার্টনারশিপ গড়ার কাজটা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেটের বেশি আর তুলতে পারেনি ভারতীয় দলের(Indian Team) বোলাররা। তৃতীয় দিনের শুরু থেকেও দুরন্ত ফর্মে ছিলেন দুই ক্যারিবিয়ান ব্যাটার। অবশেষে সেই রবীন্দ্র জাদেজার(Ravindra Jadeja) বোলিংয়েই ভাঙে সেই পার্টনারশিপ। ১১৫ রানে সাজঘরে ফেরেন জন ক্যাম্পবেল। তখন ওয়েস্ট ইন্ডিজের রান ২১২। কিন্তু তখনও ক্রিজে ছিলেন শাই হোপ। অবশেষে সিরাজের হাত ধরেই চাপমুক্তি ভারতের। হোপ ফিরতেই, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা আর বেশিক্ষণ মাঠে দাঁড়াতে পারেননি। ৩৯০ রানেই শেষ ক্যারিবিয়ান ব্রিগেড। ভারতের বিরুদ্ধে লিড তখন মাত্র ১২৮ রানের। ম্যাচের রাশ শুরু থেকেই ছিল ভারতের দখলে। তবে এই ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। ৮ রানেই সাজঘরে ফিরে গিয়েছেন তিনি। ক্রিজে রয়েছেন কেএল রাহুল ও সাই সুদর্শন। রাহুল ২৫ রানে এবং সাই সুদর্শন ৩০ রানে অপরাজিত রয়েছেন।
টেস্ট বোলারদের তালকায় কেরিয়ারের সেরা স্থানে সিরাজ

টেস্ট বোলারদের তালিকায় কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছলেন মহম্মদ সিরাজ(Mohammed Siraj)। টপ ১০-এর মধ্যে আসতে না পারলেও, ১২ নম্বর স্থানে উঠে এলেন তিনি। এখন পর্যন্ত টেস্ট বোলিংয়ে(Test Ranking) এটাই সিরাজের সেরা প্রাপ্তি। ইংল্যান্ডে দুরন্ত পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন মহম্মদ সিরাজ(Mohammed Siraj)। তারই পুরস্কার পেলেন এবার। টেস্ট বোলারদের তালিকায় উঠে এলেন ১২ নম্বর স্থানে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পরই এই পুরস্কার পেলেন সিরাজ(Mohammed Siraj)। কয়েকদিন আগেই শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট। সেখানে দুরন্ত ফর্মে ছিলেন মহম্মদ সিরাজ(Mohammed Siraj)। কার্যত ক্যারিবিয়ান ব্যাটারদের সাজঘরে ফেরানোর অন্যতম প্রদান কারিগড় ছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে একাই তুলে নিয়েছিলেন সাত উইকেট। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেখানেও যে ভারতীয় দলের অন্যতম ভরসা মহম্মদ সিরাজ তা বলার অপেক্ষা রাখে না। চলতি সিরিজে এখনও পর্যন্ত জসপ্রীত বুমরার(Jasprit Bumrah) থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন মহম্মদ সিরাজ। তেন্ডুলকর-অ্যান্ডারসন(Tendulkar-Anderson) সিরিজেও দুরন্ত ফর্মে ছিলেন মহম্মদ সিরাজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রতিটি ম্যাচেই খেলেছিলেন তিনি। শুধু তাই নয় জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে তিনিই সামলেছিলেন ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব। সেখানে একাই তুলে নিয়েছিলেন ২৩ উইকেট। সেই থেকেই সিরাজের পারফরম্যান্স নিয়ে প্রশংসা শোনা গিয়েছিল সকলের মুখে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও প্রথম টেস্টে সেই ধরা অব্যহত রেখেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪০ রানে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। একইসঙ্গে দ্বিতীয় ইনিংসে তাঁর ঝুলিতে এসেছিল ৩১ রানে ৩ উইকেট। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই নিজের পুরস্কার পেয়ে গেলেন মহম্মদ সিরাজ। টেস্ট কেরিয়ারে বোলারদের ক্রম তালিকায় ১২ নম্বর স্থানে উঠে এলেন এই তারকা ক্রিকেটার। এই মুহূর্তে মহম্মদ সিরাজের পয়েন্ট ৭০০। তবে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছেন জসপ্রীত বুমরাও। সিরাজের ঝুলি পরিপূর্ণ থাকলেও, ভারতের আরেক তরুণ ক্রিকেটার কিন্তু নিজের জায়গা হারিয়েছেন। যশস্বী জয়সওয়ালYashasvi Jaiswal) ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বর স্থান থেকে নেমে গেলেন সাত নম্বরে। সম্প্রতি একেবারেই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না তিনি। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও এই তরুণ ক্রিকেটারের ব্যাটে রানের ঝলক ছিল না। আর তাতেই সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচের মধ্যে থেকে নিজের জায়গা হারালেন যশস্বী জয়সওয়াল।
ওয়ার্কলোড নয়, দুটো টেস্টেই খেলবেন জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) কী খেলবেন ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজ। এশিয়া কাপের(Asia Cup) মাঝে এই নিয়েই চলছিল জোর জল্পনা। বিশেষ করে বুমরার(Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাই উঠে আসছিল বারবার। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া টেস্টেই দেখা যাবে ভারতীয় দলের তারকা পেসারকে। সেইসঙ্গেই সাংবাদিক সম্মেলন করে অজিত আগরকর(Ajit Agarkar) জানিয়েও দিলেন যে দুটো টেস্টেই নাকি ভারতীয় দলের হয়ে খেলকে দেখা যাবে জসপ্রীত বুমরাকে। অর্থাৎ তাঁকে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রাম দেওয়া হচ্ছে তাও বেশ স্পষ্ট। এই মুহূর্তে এশিয়া কাপে(Asia Cup) খেলছেন জসপ্রীত বুমরাহ। সেখানে ইতিমধ্যে বিশ্রামও পেয়ে গিয়েছেন তিনি। আবার ইংল্যান্ডের বিরুদ্ধেও পাঁচ টেস্টের মধ্যে জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) খেলেছিলেন মাত্র তিনটি টেস্ট। সেই সিরিজ শুরুর আগে থেকেই বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা শোনা গিয়েছিল। বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত নিয়ে বিস্তর সমালোচনাও অবশ্য হয়েছিল। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(WTC) অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ। সেখানেও কি ভারতীয় দলের এই তারকাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সব ম্যাচ খেলানো হবে না! এমনই নানান প্রশ্ন উঠছিল। সমস্ত জল্পনার জবাব দিয়ে বুমরাকে দুটো টেস্টেই খেলনোর কথা জানিয়ে দিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। দল নির্বাচনের সাংবাদিক সম্মেলনে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, “এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে দুটো টেস্টের জন্য। আর জসপ্রীত বুমরাহ দুটো টেস্টেই খেলার মতো জায়গায় রয়েছেন। আমরাও যেমন বেশ বড়সড় বিরতি পেয়েছি, তেমন বুমরাকেও কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে খেলানো হয়নি। অর্থাৎ আমরা যথেষ্ট ভালো বিরতি পেয়েছি। এমনকি এশিয়া কাপের মাঝেও বেশ সময় পেয়েছি আমরা। বুমরাহ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজ খেলার জন্য নিজে থেকেই মুখিয়ে রয়েছেন”। চলতি এশিয়া কাপে খুব একটা ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না জসপ্রীত বুমরাহ। তাঁর উকেট ঝুলিও এবার কিন্তু খুব একটা ভর্তি নয়। তবে ভারতীয় দলের প্রধান ভরসা যে তিনি সেটা বলার অপেক্ষা রাখে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুমরার দুটো ম্যাচ খেলাটা যে বাকি বোলারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে তা বলাই বাহুল্য।
অভিষেক-শুভমনের ঝোড়ো ইনিংসে পাক বধ ভারতের

অভিষেক শর্মা(Abhishek Sharma) এবং শুভমন গিলের(Shubman Gill) সেঞ্চুরি পার্টনারশিপটাই এদিন ভিতটা গড়ে দিয়েছিল। শেষ মুহূর্তে তিলক বর্মার ঝোরো ইনিংসে ভর করে ফের একবার পাকিস্তান বধ ভারতের। এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। তবে এদিনের ম্যাচের নায়ক কিন্তু তরুণ অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ঝোড়ো ইনিংসটাই যে ভারতকে জয়ের দিকে এগিয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে ভাল পারফরম্যান্স দেখালেও, এদিন একের পর এক ক্যাত ফস্কে পাকিস্তানের বড় রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিলেন ভারতীয় দলের ফিল্ডাররাও। আর তাতেই ভারতের বিরুদ্ধে এদিন ১৭১ রান পর্যন্ত পৌঁছতে পেরেছিল পাকিস্তান। শুরুর দিকেই অভিষেক এবং কুলদীপ দুটো সহজ ক্যাচ মিস না করলে, পাকিস্তান যে বড় রানের পথে এগোতে পারত না তা বলাই যায়। পাকিস্তানের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন শাহিবজাদা ফারহান ৫৮। বুমরাহ(Jasprit Bumrah), হার্দিকরা(Hardik Pandya) ব্যর্থ হলেও, এদিন বল হাতে নিজেকে প্রমাণ করেছেন শুবম দুবে। গুরুত্বপূর্ণ দুটো উইকেট শিকার তাঁরই। স্কোরবোর্ডে পাকিস্তানের ১৭১ রান। ব্যাট হাতে নামা থেকেই বিধ্বংসী মেজাজে অভিষেক শর্মা(Abhishek Sharma)। যোগ্য সঙ্গদ শুভমন গিলের(Shubman Gill)। যে শাহিনকে নিয়ে সকলেই নানান কথা বলেছিল, তাঁকেই এদিন সবার প্রথম বিধ্বস্ত করলেন এই ব্যাটার। ৯ ওভারের মধ্যেই অভিষেক এবং শুভমনের হাত ধরে ভারত ১০০ রানের গন্ডী টপকে যায়। অভিষেক ফেরেন ৭৪ রানে। শুভমন গিল করেন ৪৭ রান। তারা যখন সাজঘরে ফেরেন ভারতের জয় কার্যত পাকা। কিন্তু সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার পরপর আউট হলে ভারতের চিন্তা খানিকটা বেড়ে যায়। সেখানেই ত্রাতা তিলক বর্মা(Tilak Verma)। ১৯ বলে ৩০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে ১ ওভার এক বল বাকি থাকতেই ভারতকে ম্যাচ জিতিয়ে দেন তিলক।
রবিবার উপভোগ্য ম্যাচ উপহার দিতে চায় টিম ইন্ডিয়া

আবারও একটা পাকিস্তান ম্যাচ। এবার এশিয়া কাপের(Asia Cup) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল(India Cricket Team)। তার আগেই দেশবাসীর উদ্দেশ্যে এক বিরাট বার্তা সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav)। রবিবার ভারতীয় দলের সমর্থকদের একটা সুন্দর দিন উপহার দিতে চলেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দল (India Cricket Team) যে কার্যত আত্মবিশ্বাসে ভরপুর সেটাই যেন বেড়িয়ে এল সূর্যকুমারের গলা থেকে। পাকিস্তানকে এখানেও হারাতে কার্যত প্রস্তুত ভারতীয় দল। সেইসঙ্গে হ্যান্ডশেক যে এই ম্যাচেও হবে না তাও স্পষ্ট করে দিয়েছেন ভারত অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে নাম নিলেন না প্রতিপক্ষের ক্রিকেটারদেরও। তবে বিশ্রাম কাটিয়ে এই পাকিস্তানের বিরুদ্ধেই আবার ভারতীয় দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। চলতি এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। শেষ ম্যাচেও ওমানের বিরুদ্ধে জিতেছে ভারত। তবে সেই ম্যাচে ভারতের বোলিং পারফরম্যান্স নিয়ে কিন্তু খানিকটা চিন্তা রয়েই যাচ্ছে। ব্যাটাররা রান পেলেও, ওমানের মাত্র চার উইকেটই তুলতে পেরেছিলেন। যদিও সেই ম্যাচে ভারতের সেরা পেসার জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) খেলেননি। পাকিস্তানের বিরুদ্ধে অর্শদীপ সিংয়ের(Arshdep Singh) জায়গায় তাঁকেই আবার ফেরাতে চলেছে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে পরিবর্তন বলতে যে এটুকুই তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। সেটাই সূর্যকুমার(Suryakumar Yadav), সঞ্জু স্যামসনদের(Sanju Samson) বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। এছাড়া দলের ব্যাটারদের পারফরম্যান্স। ওমানের বিরুদ্ধে সঞ্জু স্যামসন পেয়েছেন অর্ধশতরান। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ঝোরো ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা। ভারতের ব্যাটিংয়ে একমাত্র চিন্তার জায়গাটা হতে পারে শুভমন গিলের(Shubman Gill) পারফরম্যান্স। তিন ম্যাচেই সেভাবে বড় রান করতে পারেননি তিনি। তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে তিনিই ভরসা। ম্যাচের আগে সূর্যকুমার যাদব(Suryakumar Yadav) জানিয়েছেন, “রবিবার আমাদের পড়েছে। বহু মানুষ এই ম্যাচের দিকে চোখ রাখবেন। এই ম্যাচ তাদের কাছে উপভোগ্য হবে। এই ম্যাচেও আমাদের উন্মাদনা থেকে এনার্জিতে কোনওরকম পরিবর্তন থাকবে না। আমাদের সেরা খেলাটাই পাকিস্তানের বিরুদ্ধে দেখতে পাবে সকলে”। প্রতিপক্ষ পাকিস্তান হলেও, তাদেরকে নিয়ে খুব একটা চিন্তা করতে যেন নারাজ ভারতীয় শিবির। তা কিন্তু সূর্যর হাবেভাবেই স্পষ্ট ছিল। এমন হাই ভোল্টেজ ম্যাচের আদে প্রতিপক্ষ শিবিরের একজনেরও নাম মুখে নিলেন না সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে পাকিস্তানকে ভলোভাবেই দেখে নিয়েছে গৌতম গম্ভীরের দল। এছাড়া ওমান ম্যাচেও নিজেদের শক্তি, দুর্বলতা দেখা হয়ে গিয়েছে। সুপার ফোরে ফের একবার পাকিস্তানকে হারানোর লক্ষ্যেই টিম ইন্ডিয়া।
কুলদীপের দুর্ধর্ষ বোলিং, বড় জয় দিয়ে শুরু ভারতের

এশিয়া কাপে(Asia Cup) শুরুটা বেশ ভালো ভাবেই করল ভারত(India Cricket Team)। প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহীকে ৯ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। তবে ম্যাচের নায়ক কুলদীপ যাদব(Kuldeep Yadav)। দীর্ঘদিন পর এই এশিয়া কাপের মঞ্চেই সুযোগ পেয়েছিলেন তিনি। ধারেভারে পিছিয়ে থাকা আমিরশাহী হলেও, একাই তাদের সেরা চার উইকেট তুলে নিয়ে জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন কুলদীপ(Kuldeep Yadav)। মাত্র ৫৭ রানেই শেষ হয়ে গিয়েছিল এদিন সংযুক্ত আরব আমিরশাহী। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে এই ম্যাচটাই ছিল ভারতের কাছে প্রস্তুতি পর্ব। দীর্ঘ জল্পনা কাটিয়ে এই ম্যাচেই ভারতের প্রথম একাদশে ফিরেছিলেন সঞ্জু স্যামসন। যদিও তাঁকে আর ব্যাট হাতে নামতে হয়নি। টস জিতে এদিন ভারত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী। বল হাতে প্রথম উইকেটটা জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah) তুললেও, এরপর একাই কার্যত প্রতিপক্ষকে ধসিয়ে দেন কুলদীপ যাদব(Kuldeep Yadav)। আর তাতেই শেষ আরব আমিরশাহীর বড় রানের ইনিংসের সমস্ত আশা। ১০০ রানের গন্ডীও টপকাতে পারেনি তারা। ৫৭ রানে শেষ হয়ে আরব। চার উইকেট কুলদীপের। শিবম দুবের উইকেট ৩ টি। ব্যাট হাতে এরপর নামা থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন শুভমন গিল এবং অভিষেক শর্মা। আধ ঘন্টার মধ্যেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
এশিয়া কাপের আগে বুমরাকে বার্তা ভরতের!

এশিয়া কাপে(Asia Cup) ভারতীয় দলে রয়েছেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। তাঁর হাতেই যে ভারতের পেস অ্যাটাকের ব্যাটন থাকবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। জসপ্রীত বুমরাহ কী এশিয়া কাপের সবকটা ম্যাচ খেলবেন। এই প্রশ্ন এখন সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। প্রাক্তন ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ(Bharat Arun) কিন্তু জসপ্রীত বুমরাকে সবকটা ম্যাচ খেলার বার্তাই দিচ্ছেন। সেইসঙ্গে বুমরার(Jasprit Bumrah) রিদিম ধরে রাখার ব্যপারটা যে একটা বড়সড় ফ্যাক্টর হবে তা বলতে কোনও দ্বিধা নেই ভরত অরুণের। কয়েকদিন আগেই শেষ হয়েছে ইংল্যান্ড বনাম ভারত(ENGvIND) টেস্ট সিরিজ। সেখানে পাঁচ ম্যাচের সিরিজের মধ্যে মাত্র তিনটি ম্যাচই খেলেছিলেন জসপ্রীত বুমরাহ(Jasprit Baumrah)। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই যে এমন সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। আর ভরত অরুণও কিন্তু সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন। জসপ্রীত বুমরাহকেই বিশেষ করে দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার বার্তা দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ। আরও পড়ুনঃ এশিয়া কাপে প্রথম একাদশে সঞ্জুকে নিয়ে জল্পনা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে ভরত অরুণ জানিয়েছেন, “দেশের জার্সিতে জসপ্রীত বুমরাহকে ফের একবার দেখতে সবসময়ই আমার ভালো লাগে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তো বুমরাকেই নিতে হবে। তবে আমার মনে হয় বুমরার উচিৎ সবকটা ম্যাচে খেলার সিদ্ধান্তটা নেওয়া। সেইসঙ্গে আমি এটাও মনে করি যে এই ফর্ম্যাটের প্রতিযোগিতাতে জসপ্রীত বুমরার সেভাবে বিশ্রাম নেওয়ার কোনওরকম প্রয়োজন পড়বে না। তিনি বোলিং করলে আরও একটা দিকে নজর দেওয়া উচিৎ, সেটা হল বুমরার রিদিমটা”। ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরার(Jasprit Bumrah) ঝুলিতে উইকেট এলেও, সেভাবে চেনা ছন্দে দেখা যায়নি জসপ্রীত বুমরাহকে। তাঁর পারফরম্যান্স, ওয়ার্কলোডের জন্য সবকটা ম্যাচ না খেলতে পারার সিদ্ধান্ত নিয়েও কিন্তু নানান প্রশ্ন উঠেছিল। তবে এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফর্ম্যাটে। সেখানেই জসপ্রীত বুমরার থেকে সাফল্যের আশাতেই সকলে।
নেতৃত্ব পরে ক্রিকেটার আগে বললেন বুমরা

নেতৃত্ব নয়, ক্রিকেটার হয়ে এভাবেই ডানা মেলতে আগ্রহী বুমরা।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একাদশের বাইরে বুমরা !

প্রথম টেস্টেই অনিশ্চিয়তার সামনে যশপ্রীত বুমরা।
বিপদ সঙ্কেত বুমরার

যশপ্রীত বুমরা জানিয়ে দিলেন ইংল্যান্ড সফরে তঁাকে সব ম্যাচে পাওয়া যাবে না।