অর্শদীপ, ওয়াশিংটনের হাত ধরে সমতায় ফিরল ভারত

ওয়াশিংটন সুন্দরের(Washington Sundar) ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে হবার্টেই সিরিজ সমতায় ফেরাল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে ৫ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। তবে ৩৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন অর্শদীপ সিং(Arshdeep Singh)। ভারত ম্যাচ জিতলেও, এদিন শিবম দুবের পারফরম্যান্স নিয়ে কিন্তু প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তাঁর খারাপ বোলিংয়ের জন্যই যে অস্ট্রেলিয়া ১৮০ রানের গন্ডী টপকাতে পেরেছিল তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপ চূড়ান্ত ব্যর্থ হলেও, এদিন ব্যাট হাতে বেশ ছন্দেই ছিলেন ওয়াশিংটন(Washington Sundar), সূর্যকুমার যাদব থেকে তিলক বর্মারা। সঞ্জুর পরিবর্তে সুযোগ পেয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন জীতেশ শর্মাও। টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুতেই অজি শিবিরে ধাক্কাটা দিয়েছিলেন অর্শদীপ সিং। ট্রেভিস এবং জশ ইংঙ্গলিসকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ১৪ রানের মধ্যে দুই উইকেট খুইয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই জায়গা থেকেই টিম ডেভিড এবং মার্কাস স্টয়নিস ছিলেন আক্রমণাত্মক ফর্মে। সেইসঙ্গে শিবম দুবের খারাপ বোলিং বারবার ভারতকে সমস্যায় ফেলেছিল। শেষপর্যন্ত অবশ্য ৭৪ রানে ডেভিডকে ফিরিয়েছিলেন দুবেই। কিন্তু ততক্ষণে অস্ট্রেলিয়ার বড় রানের রাস্তাটা তৈরি হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত ৬৪ রানে স্টয়নিসকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন অর্শদীপ সিং। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ ১৮৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে এদিনও শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন অভিষেক শর্মা। কিন্তু ১৬ বলে ২৫ রানেই থামতে হয় তাঁকে। শুভমন গিল এদিনও ব্যর্থ। সূর্যকুমার শুরুটা ভালোভাবে করলেও খারাপ শট খেলে তাঁকেও থামতে হয় ২৪ রানে। মাঝে অক্ষর পটেল এবং তিলক বর্মা একটা পার্টনারশিপ গড়ার কাজ করলেও শেষরক্ষা করতে পারেননি অক্ষর পটেল। সেই জায়গা থেকেই হাল ধরেন ওয়াশিংটন সুন্দর। শেষপর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং শেষ মুহূর্তে তাঁকে যোগ্য সঙ্গত দেন জীতেশ শর্মা। ১৩ বলে ২২ রানের ইনিংস খেলে শেষপর্যন্ত তিনিও ক্রিজে ছিলেন অপরাজিত।