চোটের কারণে ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন খোদ বেন স্টোকস! দলে নেই জোফ্রাও

ভারতের বিরুদ্ধে সিরিজ়ের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন বেন স্টোকস। টেস্ট দলের অধিনায়ককে ছাড়াই নামতে হবে ইংল্যান্ডকে। স্টোকসের ছিটকে যাওয়ার কথা বুধবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে ইংল্যান্ড। ওভাল টেস্টের দলে চারটি পরিবর্তন করেছে তারা। খেলতে পারবেন না জোফ্রা আর্চারও। স্টোকসের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন অলি পোপ। স্টোকসের ছিটকে যাওয়া নিঃসন্দেহে ইংল্যান্ডের কাছে বড় ধাক্কা। কারণ, এই সিরিজ়ে সবচেয়ে বেশি উইকেট (১৭) নিয়েছেন তিনিই। ম্যাঞ্চেস্টার টেস্টে ভারতের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন স্টোকস। পরে শতরানও করেছিলেন। লর্ডস টেস্টেও ভাল খেলেছিলেন। দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ৭৭ রান, এবং পাঁচ উইকেট নিয়েছিলেন। ব্যাটার স্টোকসের চেয়েও বোলার স্টোকসের অভাব বেশি টের পাবে ইংল্যান্ড। শেষ দু’টি টেস্টে ম্যাচের সেরা ক্রিকেটার হওয়া ছাড়াও, গুরুত্বপূর্ণ সময়ে ভারতের উইকেট তুলতে জুড়ি ছিল না তাঁর। ম্যাঞ্চেস্টারে স্টোকসের বল খেলতে ভারতের ডানহাতি ব্যাটারদের খুবই অসুবিধা হয়েছে। শুভমন গিল বল ছাড়তে গিয়ে আউট হন। স্টোকস যে অনিশ্চিত তা অনুমান করা গিয়েছিল চতুর্থ টেস্টের চতুর্থ দিন। সে দিন ভারত ৬৩ ওভার খেললেও স্টোকস এক ওভারও বল করেননি। পরের দিন সকালে দ্বিতীয় ওভারেই তিনি বল করতে আসেন। কিন্তু কয়েক ওভার করার পরেই ডান কাঁধের পেশিতে হাত বুলোতে দেখা যায় তাঁকে। আগের মতো ছন্দেও দেখায়নি ইংরেজ অধিনায়ককে। স্টোকস, আর্চার ছাড়াও ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন ব্রাইডন কার্স এবং লিয়াম ডসন। প্রথম দু’টি টেস্টে খেলা জশ টং প্রথম একাদশে এসেছেন। সিরিজ়ের প্রথম টেস্ট খেলতে নামবেন গাস অ্যাটকিনসন। শেষ বার মে মাসে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে খেলেছিলেন তিনি। তার পর হ্যামস্ট্রিংয়ে চোট পান। সম্প্রতি সারের হয়ে কাউন্টিতে খেলেছেন।
আইপিএলের বাকি ম্যাচে চিয়ার লিডার ও ডিজে বন্ধের ডাক দিলেন গাভাসকর

১৭ তারিখ থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান টেনশনের আবহে সপ্তাহ খানেক বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে, তবে বাকি ম্যাচগুলিতে চিয়ার লিডার ও ডিজে বন্ধের ডাক দিলেন সুনীল গাভাসকর। তাঁর বক্তব্য, পাকিস্তানের আক্রমণে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারের মানুষদের সেন্টিমেন্টকে শ্রদ্ধা জানাতে এসব বন্ধ রেখে শান্তভাবে ম্যাচগুলি করা উচিত। সানি বলেন, “আমি আশা করব এসব বন্ধ করে ম্যাচগুলি এমন পরিবেশে হওয়া উচিত যাতে মৃতদের পরিবারের মানুষদের সেন্টমেন্টকে শ্রদ্ধা ও সম্মান জানানো যায়।“ আরও বলেন, “খেলা হোক। দর্শকরা আসুন, কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখুন।“ এদিকে জানা যাচ্ছে, বিদেশি ক্রিকেটাররা বেশিরভাগই আসছেন বাকি ম্যাচগুলি খেলার জন্য। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার বাদ দিলে বাকিরা সকলেই চলে আসছেন। মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানস পুরো শক্তির দল নিয়েই খেলতে পারবে। সানরাইজার্স হায়দরাবাদ প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও বাকি ম্যাচগুবি খেলার জন্য আসছেন প্যাট কামিন্স ও ট্রেভিস হেড। তবে রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার ও সিমরন হেটমায়ারের আসা নিয়ে অনিশ্চয়তা আছে। তাদের বোলিং কোচ শেন বন্ডকেও সম্ভবত পাবে না রয়্যালস। আরসিবি পাবে না জস হ্যাজলউডকে। দিল্লি পাবে না মিচেল স্টার্ককে। বেঙ্গালুরুতে কেকেআর ও আরসিবি ম্যাচ দিয়ে ফের শুরু হবে আইপিএল। তবে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার কারণ হিসাবে জানানো হয়েছে ওই সময় কলকাতায় বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে, অন্যদিকে আহমেদাবাদ, দিল্লি ও মুম্বইয়ের আবহাওয়া ভাল থাকবে, তাই ম্যাচগুলি সেখানে করার সিদ্ধান্ত।