লড়াকু শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন, দ্বিমুকুট ইস্টবেঙ্গলের

পুরুষদের ফুটবলে যতই ব্যর্থতা আসুক, মহিলাদের ফুটবলে তরতর করে এগোচ্ছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার লড়াকু শ্রীভূমি এফসি-কে হারিয়ে চ্যাম্পিয়ন হল কন্যাশ্রী কাপে। আইডব্লুএলে চ্যাম্পিয়ন হওয়ার পর কন্যাশ্রী কাপের খেতাব জিতে দ্বিমুকুট ইস্টবেঙ্গলের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নির্ধারিত সময়ে খেলার ফল থাকে ১-১। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন সুরঞ্জনা রাউল। শ্রীভূমির গোলদাতা রিমপা হালদার। তারপর টাইব্রেকারে ৪-২ গোলে ম্যাচ জেতে লালহলুদ। দ্বিতীয়ার্ধে প্রবলভাবে খেলায় ফিরলেও সুযোগ নষ্ট করে হারতে হল শ্রীভূমিকে। ম্যচের পর যেমন আবেগে উচ্ছ্বাসে ভাসল লালহলুদ, তেমনি একটা হারেই ভেঙে পড়তে চায় না শ্রীভূমি। কর্তা রাকেশ ঝা জানিয়ে দিলেন, পরের দিন থেকেই তাঁরা শুরু করে দেবেন পরের মরসুমের প্রস্তুতি। দলকে আরও শক্তিশালী করতে তাঁরা কোমর বেঁধে নামবেন। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও সচিব অনির্বাণ দত্তসহ আইএফএর পদাধিকারীরা। ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস।