আই লিগের প্রস্তুতিতে কিবু তাকিয়ে সুপার কাপের দিকে

সুদীপ পাকড়াশীঃ ভারতীয় ফুটবলে এক বিরল কীর্তির সামনে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার এফসি-র স্প্যানিশ কোচ কিবু (Kibu Vicuna)। আই লিগ-৩ এবং আই লিগ-২-এর পর ডায়মন্ড হারবার এই মরশুমে এলিট আই লিগ চ্যাম্পিয়ন হলে কিবু ভিকুনাই ভারতীয় ফুটবলে একমাত্র কোচ হবেন যার কোচিংয়ে একটা দল টানা তিনটে লিগ চ্যাম্পিয়ন হবে। কিন্তু সোমবার প্যারালাল স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় ৫৪ বছর বয়সী স্প্যানিশ কোচের সেই নিয়ে ভাবনা নেই! বরং তাকে হতাশ লাগল। বললেনও, “আই লিগের মত কঠিন লিগে চ্যাম্পিয়ন হতে হলে শুধু দক্ষ বিদেশি নয়, ফুটবলারদের প্রয়োজন ম্যাচিওরিটি, ধারাবাহিকতা দেখানোর মনের জোর। আর তার জন্য প্রয়োজন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা। কোথায় সেই টুর্নামেন্ট? ডুরান্ড কাপ খেলেছি। আমরা তো জানিই না এরপর কী।” ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করেছিল। গত সপ্তাহে কলকাতার কয়েকটি প্রিমিয়ার ডিভিশনে খেলা দলকে তারা আবেদন করেছিল প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। কিন্তু দলগুলো রাজি হয়নি। কোচের পরামর্শ অনুযায়ী ক্লাব কর্তৃপক্ষ এখন ভাবছে জামশেদপুর এফসি, ওড়িশা এফসি-র মত আইএসএল দলকে অনুরোধ করবে প্রস্তুতি ম্যাচে খেলার জন্য। কিন্তু সেই দলগুলোও, জানা গিয়েছে এখনও পর্যন্ত ম্যাচ খেলার অবস্থায় পৌঁছয়নি। অগত্যা কিবু ভিকুনার সামনে এখন সুপার কাপ। ২৫ অক্টোবর থেকে যা শুরু হওয়ার কথা। আর কলকাতা লিগ শেষ হওয়ার পর, সুপার কাপের আগে যদি এবারের আইএফএ শিল্ড অনুষ্ঠিত হয় তাহলে সেটা ডায়মন্ড হারবার এফসি-র কাছে বাড়তি পাওনা হতে পারে। ডুরান্ড কাপের ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র কাছে হারকে স্বাভাবিক বলছেন কিবু। “ওরা আইএসএলে খেলা অভিজ্ঞ দল। পূর্ণশক্তির বিদেশি ফুটবলার নিয়ে ওরা খেলেছিল। কিন্তু তারপরও ডুরান্ড কাপ একটা টুর্নামেন্ট যেখানে আমরা তিন্টে আইএসএলের দলকে হারিয়েছি। আগামিদিনে, পরবর্তী টুর্নামেন্টে নামার আগে এই প্রাপ্তিটা ফুটবলারদের কাছে নিশ্চয়ই মোটিভেশনের কাজ করবে,” কিবুর সংযোজন।