সাউথিকে টপকে আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ উইকেট শিকারী এখন রশিদ খান

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড আফগানিস্তানের স্পিনার রশিদ খানের। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তিন উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০তে এখন সর্বোচ্চ উইকেট শিকারী। ছাপিয়ে গেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউথিকে। ত্রিদেশীয় সিরিজে আমিরশাহির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ১৮৮ রান। জবাবে আমিরশাহিকে মাত্র ১৫০ রানে থামিয়ে দেন রশিদরা। আফগান স্পিনার ২১ রান দিয়ে ৩ উইকেট তোলেন। ইথান যার ফলে ৯৮ ম্যাচে ১৬৫ উইকেট হয়ে গেল রশিদের। সেখানে সাউথির উইকেট সংখ্যা ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট। কিউয়ি পেসার ২০২৪-র শেষে অবসর নিয়েছেন। এই তালিকায় রশিদ ও সাউথির পর আছেন ঈশ সোধি, শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানরা। তবে এঁরা প্রত্যেকেই রশিদের থেকে অনেক বেশি ম্যাচ খেলেছেন। ২৬ বছর বয়সি আফগান স্পিনারের সেরা বোলিং পরিসংখ্যান ৩ রান দিয়ে ৫ উইকেট। এখনও পর্যন্ত ১৮টি দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রশিদ। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা ও পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে কোনও উইকেট পাননি। বাংলাদেশের বিরুদ্ধে ২২, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩২ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪৫টি উইকেট রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার প্রথম দশে কোনও ভারতীয় ক্রিকেটার নেই।