প্রমাণ নেই, বল বিকৃতির অভিযোগ থেকে মুক্তি পেলেন রবিচন্দ্রন অশ্বিন

অভিযোগ মুক্ত রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ক্লাব ডিন্ডিগুল ড্রাগনসকেও অভিযোগ থেকে মুক্তি দেওয়া হল। তামিলনাডু প্রিমিয়র লিগে অশ্বিনের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠেছিল। কিন্তু প্রমাণের অভাবে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হল অশ্বিন ও তাঁর ক্লাবকে। টিএনপিএলে মাদুরাই প্যান্থার্স ও ডিন্ডিগুল ড্রাগনসের ম্যাচে অশ্বিনের বিরুদ্ধে কেমিক্যাল লাগানো তোয়ালে ব্যবহার করে বল বিকৃতির অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ করেছিল মাদুরাই প্যান্থার্স। তারপরই টিএনপিএলের সিইও প্রসন্ন কান্নন মাদুরাইকে অভিযোগের প্রমাণ দিতে বলেন। কিন্তু তেমন কোনও প্রমাণ না পাওয়ায় অভিযোগ মুক্ত হলেন ডিন্ডগুল ড্রাগনসের অধিনায়ক অশ্বিন ও তাঁর দল। প্রসন্ন কান্নন আরও জানিয়ে ছিলেন, তামিলনাডুর আবহাওয়ার জন্য লিগ কমিটির পক্ষ থেকে বল শুকোনোর জন্য তোয়ালে দেওয়া হয়। সেই তোয়ালে দিয়ে আম্পায়ারের সামনে বল মুছতে হবে, এটাই নিয়ম। কিন্তু সালেমে সামান্য বৃষ্টির পর এই বিতর্ক তৈরি হয়েছিল। ম্যাচটিতে জিতেছিল ডিন্ডিগুল ড্রাগনস। অশ্বিন তাঁর চার ওভারে মাত্র ২৭ রান দিয়েছিলেন। তারপর ব্যাট করতে নেমেও সফল হয়েছিলেন। কিন্তু তারপরই বিতর্কে জড়িয়ে পড়েন। কয়েক দিন আগেই আম্পায়ারের সঙ্গে উত্তপ্তভাবে তর্কাতর্কি করার জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা হয়েছিল অশ্বিনের। তারপর এই বিতর্ক, তবে শেষ পর্যন্ত অভিযোগমুক্ত হওয়ায় যেমন স্বস্তি পেলেন তিনি নিজে তেমনি স্বস্তি পেল তাঁর দল ডিন্ডিগুল ড্রাগনস।
তামিলনাডু প্রিমিয়র লিগে অশ্বিনের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ

এবার বল বিকৃতির অভিযোগ উঠল অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে। তামিলনাডু প্রিমিয়র লিগে খেলার সময় তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। বলে কেমিক্যাল লাগানো তোয়ালে ব্যবহার করার দায়ে অভিযুক্ত তিনি। টিএনপিএলে ডিন্ডিগুল ড্র্যাগনসের হয়ে মাদুরাই প্যান্থার্সের বিরুদ্ধে খেলার সময় এই অভিযোগ ওঠে। মাদুরাই প্যান্থার্স সরকারিভাবে অশ্বিন ও তাঁর দল ডিন্ডিগুল ড্র্যাগনসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। আম্পায়ারের সঙ্গে উত্তপ্তভাবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার জন্য শাস্তি পাওয়ার পরের দিনই নতুন বিতর্কে জড়ালেন অশ্বিন। টিএনপিএলের নবম সংস্করনে বল বিকৃতির অভিযোগে বিদ্ধ হলেন তিনি। মাদুরাই প্যান্থার্সের পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছে, বারবার সতর্ক করার পরও বল বিকৃতি ঘটানো হয়েছে। টিএনপিএলের সিইও প্রসন্ন কান্নন মাদুরাই প্যান্থার্সের কাছে অভিযোগের প্রমাণ চেয়েছেন। প্রসন্ন কান্নন অবশ্য জানান, তামিলনাডুর আবহাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রিকেটাররা আম্পায়ারের সামনে লিগ কমিটির দেওয়া তোয়ালে বল শুকোনোর জন্য ব্যবহার করতে পারবেন। বিতর্ক তৈরি হয় সালেমে সামান্য বৃষ্টি হওয়ার পর। টসে জিতে অশ্বিন মাদুরাইকে ব্যাট করতে পাঠান। মাদুরাইয়ের ইনিংস চলাকালীন এই বিতর্ক তৈরি হয়। ম্যাচে অবশ্য দারুন বল করেন অশ্বিন। তাঁর চার ওভারে দেন মাত্র ২৭ রান। তারপর ওপেনার হিসাবেও ভাল ব্যাট করেন। যদিও গতবারের চ্যাম্পিয়ন অশ্বিনের ডিন্ডিগুল ড্র্যাগনস আছে পঞ্চম স্থানে। এর আগে আম্পায়ারের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা হয়েছে অশ্বিনের। তারপর আবার জড়ালেন নতুন বিতর্কে, তবে এটা এখনও প্রমাণ সাপেক্ষ।