বিরাটকে শ্রদ্ধা জানাতে কেকেআর ম্যাচে আরসিবি ফ্যানরা সাদা জার্সিতে মাঠে থাকবেন

এ এক অভিনব শ্রদ্ধা। তাঁদের ভাবনাকে স্যালুট জানাতে হয়। হ্যাঁ, আরসিবি ফ্যানরা ১৭মে চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা দেখতে আসবেন সাদা জার্সিতে। সত্যি এ এক অবাক করার মতো ব্যাপার। আইপিএলে আরসিবি সাধারনত লাল-কালো জার্সিতে মাঠে নামে। কখনও তাঁদের আবার সবুজ জার্সিতেও খেলতে দেখা যায়। কিন্তু এবার অন্য ভূমিকায় দেখা যাবে বিরাট কোহলি ফ্যানদের। কেন এমন ভাবনা! সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। পাঁচদিনের ক্রিকেটের ফরম্যাট তাঁর পছন্দের। সেই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটা কতটা কষ্টের তা আরসিবি ফ্যানরই শুধু নয়, জানে গোটা ক্রিকেট বিশ্ব। সেই মহানায়ককে শ্রদ্ধা জানাতে আরসিবি ফ্যানরা এক বিশেষ উদ্যোগ নিয়েছেন। সবাই টেস্টের সাদা জার্সিতে মাঠে আসবেন। এবং এক বার্তায় তাঁরা সবাইকে অনুরোধ জানাচ্ছেন, আপনারা এই ম্যাচ মিস করবেন না। সবাই আসুন। এটাই সঠিক সময় আমাদের সকলের তরফ থেকে বিরাটকে শ্রদ্ধা জানানোর। আবেদনে আরও অনেক কিছু লেখা আছে। এই অবাক করা কান্ড ঘটাতে হলে আর্থিক সহায়তার প্রয়োজন। তার জন্য ফ্যানরা চাঁদা তুলছেন। সেই টাকা দিয়ে তর স্টেডিয়ামের বাইরে সাদা জার্সি হাতে নিয়ে দাঁড়াবেন। মাঠে যাঁরা আসবেন, তাঁদের সকলের হাতে সেই টি শার্ট তুলে দেবেন। চাহিদা একটাই- সাদা জার্সি গায়ে মাঠে প্রবেশ করুন। এটাই বিরাটকে শ্রদ্ধা জানানোর সেরা পন্থা। শোনা যাচ্ছে, ফ্যানদের এই আবেদন দারুনভাবে সাড়া ফেলেছে। সবাই চান এমন কিছু করা হোক যা বিরাটকে বরন করে নেওয়ার ক্ষেত্রে সেরা হয়ে থাকবে। বিরাট সম্ভবত বৃহস্পতিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে দলের সঙ্গে আসবেন প্র্যাকটিস করতে। বিরাটরা এবারের আইপিএলে ভাল জায়গায় আছে। প্লে অফ খেলা প্রায় নিশ্চিত। এখন অপেক্ষা কেকেআরকে হারিয়ে প্লে অফ খেলা পাকা করা। সেই প্র্যাকটি দেখতে স্টেডিয়ামে অনেক মানুষ আসবেন। আগেও তাঁরা এসেছেন। এবারের আসাটা অন্য কারনে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ঘরের মাঠে আরসিবি খেলতে নামছে। একথাও বলা যায় যে বিরাটের সেকেন্ড হোম এখন বেঙ্গালুরু। সেখানে তিনি সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে মাঠে নামবেন। এবং সেখানেই ফ্যানদের অভিনব পন্থা। ফ্যানদের এই উপহারে বিরাট কি সহজ ও স্বাভাবিক থাকতে পারবেন। মনে হয় না। তিনিও মানুষ। ১৮ বছর ধরে এই ফ্যানদের জন্য কিছু একটা করার চেষ্টা তিনি চালিয়ে এসেছেন। এবারও লক্ষ্যে ছুটছেন। পারবেন কি বিরাট আইপিএল ট্রফি ফ্যানদের জন্য জিততে। এমনটা হলে সেটাই হবে ফ্যানদের কাছে তাঁর সেরা উপহার।