আরসিবি ট্র্যাজেডির পর সেলিব্রেশনে গাইডলাইন বেঁধে দিল বিসিসিআই

আরসিবির সেলিব্রেশনে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তেমন যাতে আর না ঘটে, তার জন্য সেলিব্রেশেন গাইডলাইন বেঁধে দিল বিসিসিআই। কী করা যাবে, কী করা যাবে না, স্পষ্ট নির্দেশ দিয়ে দিল ভারতীয় বোর্ড। তিনটি প্রধান ব্যাপার মেনে চলতে হবে। চ্যাম্পিয়ন হওয়ার অন্তত ৩-৪ দিন আগে এমন কোনও সেলিব্রেশন করা যাবে না। প্রচণ্ড ভিড়ের সম্ভাবনা এড়াতে ও তড়িঘড়ি করতে গিয়ে যাতে নিরাপত্তায় ফাঁক না থাকে সে কারণেই এই সিদ্ধান্ত। বোর্ডের ক্লিয়ারেন্স ছাড়া কোনও ইভেন্ট করা যাবে না। যাই করা হোক বোর্ডের অনুমতি নিতে হবে। স্থানীয় জেলা, রাজ্য সরকার ও লোকাল অথরিটির অনুমতি নিতে হবে। ইভেন্ট আয়োজন করার জন্য যা যা নিয়ম আছে, সব মেনে চলতে হবে। ফোর ফাইভ টায়ার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এয়ারপোর্ট থেকে ইভেন্ট ভেন্যু পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সব রকমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের দিন গত ৪ জুন বেঙ্গালুরুতে সেলিব্রেশনে ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন ১১ জন সমর্থক। ট্রাফিক পুলিশ সতর্ক করা সত্ত্বেও অনেক কিছুতে ঘাটতি ছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে জড়ো হয়িছলেন ২ লাখ মানুষ। এই ঘটনার পর আরসিবির মার্কেন্টিং হেড নিখিল সোসালেকে গ্রেফতারও করা হয়েছিল। কেএসসিএ পদাধিকারীরা পদত্যাগও করেন। বিসিসিআিই তখনই জানিয়েছিল, এমন ঘটনা আটকাতে তারা গাইডলাইন বেঁধে দেবে। শেষ পর্যন্ত সেই নির্দেশ জানিয়ে দেওয়া হল।