দ্বিতীয় ইনিংসেও দেশের জন্য ব্যাট হাতে নামবেন হার না মানা ঋষভ!

ঋষভ পন্থ মানেই লড়াই। ডান পায়ের ভাঙা পাতা নিয়ে বিশেষ জুতো পড়ে, ব্যাট করেছিলেন। ক্রিকেট বিশ্ব কুর্নিশ করেছিলো তার মনের জোর দেখে। ম্যাঞ্চেস্টার টেস্টে প্রথম দিনেই ক্রিস ওকসের একটি বল সোজা গিয়ে আঘাত করে ঋষভ পন্থের ডান পায়ে। মাঠেই লুটিয়ে পড়েন তিনি, ব্যথায় কুঁকড়ে যান। স্ক্যানে ধরা পড়ে ডান পায়ের মেটাটারসাল ভেঙেছে। চিকিৎসকেরা বলেন, অন্তত ছয় সপ্তাহ বিশ্রাম দরকার। কিন্তু পন্থ জানেন না হার মানা কী জিনিস। ভারতের ইনিংস ভেঙে পড়ার মুহূর্তে দ্বিতীয় দিনই বিশেষ সাপোর্ট-জুতো পরে ব্যাট করতে নামেন। হাঁটতে পারছিলেন না, কিন্তু ব্যাট চালাতে ভুল করেননি। কনট্রোলড আগ্রাসনে তুলে নেন অর্ধশতরান। এবার চূড়ান্ত ইনিংস, দিন পাঁচে ফের পন্থ নামতে চলেছেন ব্যাট হাতে। ব্যথা সঙ্গী করেই। ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক স্পষ্ট জানিয়েছেন, “ঋষভ কাল আবারও ব্যাট করবেন।” চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ১৭৪/২। এখনও ১৩৭ রানে পিছিয়ে সফরকারীরা। ওপেনাররা দ্রুত ফিরে গেলেও শুভমান গিল ও কেএল রাহুল ম্যাচে ভারতকে ধরে রেখেছেন। তবে শেষ দিনে পন্থের মতো সাহসী ব্যাটারই হতে পারেন ম্যাচ বদলে দেওয়ার কারিগর। তাই বলাই যায়, ক্রিকেট শুধু খেলা নয়, এই মানসিকতা তারই প্রমাণ।