পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জম্মু ও কাশ্মীরের ক্রিকেটারের!

ফরিদ হুসেন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার ক্রিকেটার। গত ২০ অগস্ট একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন তিনি । সিসিটিভি ফুটেজে গোটা ঘটনার ভিডিও ও দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে । ঘটনাটি ২০ অগাস্টের । সিসিটিভি ফুটেজ রীতিমতো ভাইরাল । কী হয়েছিল? হুসেন বাইক চালিয়ে আসছিলেন। এক ব্যক্তি আচমকাই তখন গাড়ির দরজা খুলে নামতে যান । ঠিক সেই সময়ই হুসেন পাশ দিয়ে যাচ্ছিলেন । গাড়ির খোলা দরজায় ক্রিকেটার হুসেন ধাক্কা খান । সঙ্গে সঙ্গে তিনি ছিটকে পড়েন । পথচারীরা তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন। কিন্তু ততক্ষণে হুসেন প্রাণ হারিয়েছেন। ফরিদ হুসেনের দুর্ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ভারতীয় ক্রিকেটেও শোকের আবহ। জম্মু কাশ্মীরের রাজ্য ক্রিকেট সংস্থা এক কর্তা ফোনে জানালেন, ফরিদ রাজ্য দলের ক্রিকেটার ছিলেন না। কিন্তু পুঞ্চ জেলার হয়ে খেলে সম্প্রতি ক্রিকেট কোচদের নজর কাড়ছিলেন। বর্তমানে জম্মু কাশ্মীর ক্রিকেট দল বুচিবাবু টুর্নামেন্টে খেলছে। গত মরশুমে মুম্বই এবং বরোদাকে হারিয়ে রঞ্জি ট্রফির নক-আউট পর্বে পৌঁছে নতুন কীর্তি করেছিল দলটি।