ইডির সমন যুবরাজ, উথাপ্পাকে

এশিয়া কাপ(Asia Cup) চলছে। তারই মাঝে ভারতীয় ক্রিকেট মহলে এবার ইডির(ED) হানা। দুই ভারতীয় ক্রিকেটারকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেটিং অ্যাপের সঙ্গে যোগ থাকার কারণেই দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে সমন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবরাজ সিং(Yuvraj Singh) এবং রবিন উথাপ্পাকে(Robin Uthappa) ডেকে পাঠানো হয়েছে ইডির দফতরে। সেখানেই তাদের নাকি জিজ্ঞাসাবাদও করা হতে পারে। বিশেষ করে স্টেটমেন্ট নেওয়ার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে ইডি। কয়েকদিন আগেই বেটিং সংস্থার সঙ্গে গাঁটছড়া ভেঙেছে বিসিসিআই(BCCI)। বিশেষ করে স্পোর্টস বিল(Sports Bill) পাস হওয়ার পরই বেটিং অ্যাপের ওপর নানান বিধি নিষেধ আনা হয়েছে। সেই বিল পাস হওয়ার পরই বেটিং অ্যাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল বোর্ড। এমনকি ভবিষ্যতেও এমনটা করা যাবে না বলেই নির্দেশ করা আছে সেই বিলে। সেই নিয়মের গেড়োতেই এবার সমস্যা যুবরাজ সিং(Yuvraj Singh) থেকে রবিন উথাপ্পা। একটি বেটিং সংস্থার নানান বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাদের। বেটিং অ্যাপের সঙ্গে সংযোগ থাকার কারণেই এবার ইডির নজরে পড়েছেন তারা। বিজ্ঞাপনের পাশপাশি এই বেটিং অ্যাপগুলোর সঙ্গে আর কী কী ভাবে তারা জড়িত সেই সব নিয়েই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন দুই ভারতীয় তারকা ক্রিকেটার। আগামী ২২ সেপ্টেম্বর ইডির দফতরে রবিন উথাপ্পাকে হাজিরা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বরে যাবেন যুবরাজ সিং। তারাই প্রথম নয়। এর আগে এমনই সমস্যায় পড়েছিলেন সুরেশ রায়নাও। তাঁকেও যেতে হয়েছিল ইডির দফতরে। এই দুই ক্রিকেটারের পাশাপাশি সোনু সুদকেও সমন পাঠানো হয়েছে ইডির তরফে বেটিং অ্যাপের সঙ্গে সংযোগ থাকলেই ডাক পড়ছে ইডির দফতরে।
এখনও বয়স ২৭ বছর মনে হয়, প্রত্যাবর্তনের মঞ্চে জানালেন রাসেল

বয়স একটা সংখ্যা মাত্র। এই কথাটা বলেন সব তারকাই। করেও দেখিয়েছেন তাঁরা। তা সে লিয়েন্ডার পেজই হোন বা সচিন তেন্ডুলকর, কিংবা মহেন্দ্র সিং ধোনি। রবিবার ইডেনে করেও দেখালেন, মুখেও বললেন আন্দ্রে রাসেল। অবশেষে রানে ফিরলেন, ফর্মে ফিরলেন রাসেল। ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৫ বলে ৫৭ রান করে কেকেআরকে ইনিংসকে ২০০ পার করে দেন। ৬টি ছক্কা ও চারটি বাউন্ডারিতে সাজানো মারকাটারি ব্যাটিংয়ে আবার নিজের ছন্দে ফিরলেন। কয়েক দিন আগে ৩৭-এ পা দিয়েছেন। কিন্তু এখনো যে নিজেকে ২৭ বছরের যুবক বলেই মনে করেন!রবিবারের ইডেনে প্রত্যাবর্তনের মঞ্চে দাঁড়িয়ে দ্রে রাস জানিয়ে দিলেন, “বয়স একটা সংখ্যা মাত্র। এখনও নিজের বয়স ২৭ বছর মনে হয়। শুরুতে থিকসেনার বিরুদ্ধে ঝুঁকি নিতে চাইনি। উইকেট স্লো ছিল। নিজের ভূমিকাটা উপভোগ করছি।“ এখন প্লে অফে যেতে গেলে বাকি সব কটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে। এই পরিস্থিতিতে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পেরে দারুন খুশি রাসেল। একেবারেই রান পাচ্ছিলেন না। তাঁকে নিয়ে উদ্বেগ বাড়ছিল কেকেআর শিবিরে। এমনকী তাঁকে বসিয়ে রভমন পাওয়েলকে খেলানোর দাবিও উঠছিল। কিন্তু তিনি আন্দ্রে রাসেল। তাই তাঁর ওপর ভরসা রেখেছে নাইট ম্যানেজমেন্ট। রবিবার সেই ভরসার মর্যাদা দিলেন ক্যারিবিয়ান তারকা। এদিন নজিরও গড়ে ফেললেন। প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে ইডেনে ১০০০ রান করলেন। তিনি আছেন গৌতম গম্ভীর ও রবীন উথাপ্পার পরেই। গম্ভীর ইডেনে করেছেন ১৪০৭ রান এবং উথাপ্পা করেছেন ১১৫৯ রান। কেকেআরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে তিনি রানে ফিরলেন। রাসেলের ব্যাট এভাবে চলতে থাকলে বাকি ম্যাচগুলি জিতে প্লে অফে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে কেকেআর।