সুযোগ নষ্টের খেলা, ডেম্পোর কাছে আটকে চাপ বাড়ল মোহনবাগানের

ইস্টবেঙ্গলের পর মোহনবাগানও(MBSG)। সেই ডেম্পোর কাছেই আটকে গেল। দিমিত্রি(Dimitri Petratos), কামিন্স(Jason Cummings), রবসনদের(Robson Robinho) শুরু থেকেও নামালেও, ব্যর্থ মোলিনার(Jose Molina) ছক। গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। একের পর এক আক্রমণে সুযোগ তারা তৈরি করল ঠিকই, কখনও প্রতিপক্ষের গোলরক্ষক তো কখনও আবার নিজেরাই লক্ষ্য ভ্রষ্ট হলেন মোহনবাগান(MBSG) তারকারা। আর তাতেই পয়েন্ট নষ্ট। ডার্বিতেই নির্ধারিত হবে পরের রাউন্ডে দুই প্রধানের মধ্যে কোন দল যাবে। এদিন ছক বদলেছিলেন ঠিকই, কিন্তু ধারেভাবে অনেক যোজন পিছিয়ে থাকা ডেম্পোর রক্ষণাত্মক ছকের কাছে থামতেই হল মোলিনার(Jose Molina) দলকে। সকলকে চমকে দিয়ে এদিন শুরু থেকেই রবসন(Robson Robinho), পেত্রাতোস(Dimitri Petratos) এবং কামিন্সকে মাঠে পাঠিয়ে দিয়েছিলেন হোসে মোলিনা(Jose Molina)। সেইসঙ্গে রক্ষণেও বিদেশি হিসাবে রেখেছলেন শুধুমাত্র টম অলড্রেডকে। খানিকটা আক্রমণাত্মক ছকই সাজিয়েছিলেন সবুজ-মেরুন(MBSG) কোচ মোলিনা(Jose Molina)। কিন্তু কোনও লাভ হল না। সেইসঙ্গে পেত্রাতস, কামিন্স, সাহালদের একের পর এক সুযোগ নষ্ট। সব মিলিয়ে খানিকটা ছন্নছাড়া ফুটবলই যেন খেলল মোহনবাগান ব্রিগেড। ম্যাচের ২২ মিনিটে পেত্রাতোসের প্রথম আক্রমণ, কিন্তু ব্যর্থ। কিছক্ষণের মধ্যেই কামিন্সও আটকে যান রক্ষণের কাছেই। ম্যাচের বয়স যখন ৩৬ আশিস রাইয়ের কাছে সবচেয়ে ভালো সুযোগ, কিন্তু তাঁর হেড সরাসরি চলে যায় গোলরক্ষক সিবির হাতে। রবসন, কামিন্স জুটি চেষ্টা করলেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি। বিরতির পর ফের ছক বদল হোসে মোলিনার(Jose Molina)। কিন্তু সুযোগ নষ্টের খেলার ছবিটা বদলায়নি। ৫৬ মিনিটের মাথায় রবসনের দুরন্ত ড্রিবল করে বক্সে ঢুকে শট, কিন্তু ডেম্পোর গোলরক্ষর বাঁচিয়ে দেন। পেত্রাতোসের বাড়ানো বল থেকে ম্যাকলরেনের শট। কিন্তু তাও বাইরেই যায়। আক্রমণের ঝাঁঝ বাড়াতে ম্যাকলরেনের পাশাপাশি ততক্ষণে আপুইয়া, মনবীরদেরও মাঠে পাঠাতে খুব একটা দেরী করেননি হোসে মোলিনা। কিন্তু ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি। ম্যাচের একেবারে শেষ লগ্নে মনবীর সিং সহজ সুযোগও পেয়ে গিয়েছিলেন। আশিস রাইয়ের বাড়ানো বল থেকে তাঁর হেড, কিন্তু এবারও তা গোলরক্ষের দক্ষতায় ব্যর্থ হয়। ম্যাচের ৯৩ মিনিটে মনবীরের হেড, কিন্তু এবার গোলের বাইরে। এই সুযোগ রাজে লাগাতে পারলে শেষ মুহূর্তে মোলিনার মুখে হাসি ফুটতেই পারত। ম্যাচ ড্র করে মোহনবাগান যে একটু হলেও চাপ বাড়িয়ে ফেলল তা বলার অপেক্ষা রাখে না। ডার্বিতেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
বিশালের বিশ্বস্ত হাতে শিল্ডের রং সবুজ-মেরুন, ব্যর্থ অস্কারের শেষ মুহূর্তের চমক

পেনাল্টি স্পেশ্যালিস্ট বিশাল কাইথ(Vishal Kaith)। তাঁর বিশ্বস্ত হাতেই শিল্ড এবার মোহনবাগানের(MBSG)। জয় গুপ্তার(Jay Gupta) শট বাঁচানর পর থেকেই শুরু হয়েছিল অপেক্ষাটা। মেহতাব সিং( Mehtab Singh)শেষ শট নিতেই যুবভারতীতে শুরু সবুজ-মেরুন উল্লাস। টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে(Eastbengal) ৫-৪ গোলে হারিয়ে দীর্ঘদিন পর ফের আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান(MBSG)। হিরোশি(Hiroshi Ibusuki) ম্যাজিক দেখতে পেল না যুবভারতী। শেষমুহূর্তে দেবজিতকে নামিয়েও চমক দিতে পারলেন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। নির্ধারিত সময়ে এদিন ম্যাচ শেষ হয় ১-১ গোলে। অবশেষে টাই ব্রেকারেই নির্ধারিত হয় শিল্ড চ্যাম্পিয়ন। ম্যান অব দ্য ম্যাচ মহেশ হলেও, মোহনবাগান শিবিরের নায়ক যে বিশাল(Vishal Kaith) তা বলার অপেক্ষা রাখে না। তাঁর হাত ধরেই তো ২১ তম শিল্ড(Ifa Shield) জিতল মোহনবাগান। এদিন ইস্টবেঙ্গলের(Eastbengal) বিরুদ্ধে শুরু থেকেই গোল তুলে নিতে মরিয়া ছিল মোহনবাগান(MBSG)। ম্যাচের তিন মিনিটের মাথায় লিস্টন এবং ৮ মিনিটের মুখে ম্যাকলরেন(Jamie Maclaren) সহজ সুযোগ মিস না করলে তখনই এগিয়ে যেতে পারত সবুজ-মেরুন ব্রিগেড। যদিও তেমনটা হয়নি। ইস্টবেঙ্গল(Eastbengal) শুরু থেকে বলের দখল রাখলেও, বারবারই মোহনবাগান বক্সে আটকে যাচ্ছিল। ম্যাচের বয়স যখন ৩২ মিনিট। আনোয়ারের ভুলে পেনাল্টি পায় মোহনবাগান। যে কামিন্স(Jason Cummins) তাদের সবচেয়ে বড় ভরসা, তিনি বল মারলেন বাইরে। এরপর থেকেই যেন গোল পেতে মরিয়া আক্রমণ শুরু করে ইস্টবেঙ্গল। মুহূর্মুহু ইস্টবেঙ্গলের আক্রমণে ৩৫ মিনিটের মাথাতেই সাফল্য। মহেশের বাড়ানো পাসে হামিদের(Hamid Ahadad) গোল। মোহনবাগানকে(MBSG) পরিস্থিতি সামাল দেওয়ার আগেই বারবার আক্রমণে যায় ইস্টবেঙ্গল। কখনও বিপিন তো কখনও মহেশের সাজানো পাস হামিদ মিস না করলে হ্যাটট্রিক করে ফেলেই পারতেন। মোহনবাগান গ্যালারী তখন চুপচাপ। অবশেষে তাদের ত্রাতা সেই আপুইয়া(Apuia)। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আপুইয়ার(Apuia) দুরন্ত শট। সমতায় ফেরে মোহনবাগান। বিরতির পর কোন পক্ষ এগিয়ে যায় সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। কিন্তু প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের সুযোগ নষ্টের খেলা ছিল অব্যহত। সেইসঙ্গে খানিকটা অনিয়ন্ত্রিত ফুটবলই যেন খেলছিল ইস্টবেঙ্গলও। আক্রমণে জোর বাড়াতে ৬৩ মিনিটে অস্কারের(Oscar Bruzon) একসঙ্গে তিনটি বদল। একসঙ্গে মাঠে আসেন হিরোশি এবং জয় গুপ্তা। কিন্তু যে হিরোশিকে নিয়ে এত হৈচৈ তিনি কিছুই করতে পারেননি। বেশ কয়েকটা হেড নিলেও তা ছিল নিস্প্রভ। অন্যদিকে মোলিনাও(Jose Molina) পরপর বেশ কয়েকটি পরিবর্তন করেন। দ্বিতীয়ার্ধের কিছুক্ষণের মধ্যেই মাঠে আসেন রবসন(Robson Robinho)। মিগুয়েল(Miguel) বনাম রবসন লড়াই দেখার জন্য তখন সকলে মুখিয়ে ছিলেন। কিন্তু ডার্বির মঞ্চে দুই দলের ব্রাজিলিয় তারকাই কিন্তু সেভাবে নজর কাড়তে পারল না। রবসন কয়েকটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন ঠিকই, কিন্তু তা কাজে লাগাতে পারেননি লিস্টন, ম্যাকলরেনরা। কিন্তু সকলের নজরই তখন ছিল দিমি কখন আসবে। মোহনবাগানের(MBSG) হয়ে বরাবরই ডার্বির নায়ক দিমিত্রি(Dimitri Petratos)। এত সুযোগ নষ্টের পরও কেন তাঁকে এত দেরীতে আনলেন মোলিনা, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে। এদিন মোহনবাগানের হয়ে অবশ্য দুরন্ত পারফর্ম্যান্স দেখিয়েছেন সাহাল। জয় গুপ্তার সঙ্গে কড়া ট্যাকলে তাঁর চোখের পাশে কেটে গিয়ে রক্ত ঝড়লেও মাঠ ছাড়েননি এই তারকা ফুটবলার। বারবারই মোহনবাগানের আক্রমণে রসদ যোগাচ্ছিলেন তিনি। কিন্তু গোল হচ্ছিল না। 🏆🏆🏆 CHAMP21ONS 🏆🏆🏆#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/VCeSpa7o9x — Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 18, 2025 তেমনই উইং দিয়ে ইস্টবেঙ্গলের খেলাটা চালাচ্ছিলেন নাওরেম মহেশ। প্রথমার্ধে বিপিন সিং দুরন্ত ছন্দে থাকলেও, বিরতির পর যেন খানিকটা দমে গিয়েছিলেন তিনি। বদলে গিয়েছিল তাঁর পজিশনও। অন্যদিকে হিরোশিকে আটকাতে ব্যস্ত ছিলেন অলড্রেড এবং রডরিগেজ। যদিও এদিন সেভাবে আক্রমণের ঝড় তুলতে পারেননি হিরোশি ইবুসুকি। রশিদ, মিগুয়েল কয়েকটা শট নিয়েছিল ঠিকই তবে সেগুলো গোল হওয়ার মতো নয়। নির্ধারিত সময়ে ১-১ ফলাফল। খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেই অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মাঠে আসেন দিমিত্রি পেত্রাতস। সেই সময় কয়েকটা ভালো মুভমেন্ট তিনি করেছিলেন ঠিকই, কিন্তু বারবারই গোলের সুযোগ হাতছাড়া হয়। খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই বাজিমাত সেই বিশাল কাইথের(Vishal Kaith)। অস্কারের বাজি ছিলেন এদিন দেবজিত। হবে নাই বা কেব পেনাল্টি শট বাঁচানোর জন্য তাঁকেই তো বলা হত সেভজিৎ। কিন্তু ভাগ্য সহায় দেয়নি। মোহনবাগানকে একবারও আটকাতে পারেননি তিনি। অন্যদিকে জয় গুপ্তাকে রুখে দিয়েই মোহনবাগানের জয় নিশ্চিত করে দিয়েছিলেন বিশাল(Vishal Kaith)। মেহতাবের শট জালে জড়াতেই যুবভারতীতে শুরু সবুজ-মেরুন বিজয়োল্লাস।
ডার্বি জিততে সমর্থকদের মাঠে আসার আহ্বান মোলিনার, ছক প্রস্তুত শুভাশিসদের

শিল্ড ফাইনাল(Ifa Shield Final), তাও আবার ডার্বি(Kolkata Derby)। এই ম্যাচটাই এই মুহূর্তে মোহনবাগান(MBSG) কোচ হোসে মোলিনার(Jose Molina) কাছের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ। ইস্টবেঙ্গলের(Eastbengal) বিরুদ্ধে জিততে মরিয়া সবুজ-মেরুন কোচ। সেইসঙ্গে বারবার সতর্কতার কথাও শোনা গেল তাঁর মুখে। মোহনবাগানকে এই ম্যাচ চ্যাম্পিয়ন করানোটা তাঁর কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। সেইসঙ্গে ডুরান্ডে হারের জ্বালা যে এখনও মেটেনি তাঁর। ইস্টবেঙ্গলকে হারিয়ে তাদের বিরুদ্ধে নিজেদের সেরা প্রমাণ করাটাই হোসে মোলিনার(Jose Molina) কাছে প্রধান লক্ষ্য। সেই জন্যই তো শনিবারের ডার্বির গুরুত্বটা মোলিনার কাছে সবচেয়ে বেশি। একইসঙ্গে সকলে যখন রবসন(Robson Robinho) বনাম মিগুয়েল লড়াইয়ের কথা বলছেন, সেটা শুরুতেই নস্যাত করে দিলেন মোলিনা(jOSE mOLINA)। একইসঙ্গে ক্ষুব্ধ মোহন জনতাদেরও(Mohunbagan Fan) মাঠে আসার আহ্বান জানালেন হেসো মেলিনা(Jose Molina)। সমর্থকরা মোহনবাগান(MBSG) ম্যাচ বয়কট করেছেন। কিন্তু ডার্বির মতো মঞ্চে সমর্থকদের ভূমিকা যে কতটা তা ভালোভাবেই জানেন মোহনহাগান সুপারজায়ান্টের স্প্যানিশ কোচ। সেই কারণেই তো বারবার সেই টুয়েলভথ ম্যানদের মাঠে আসার অনুরোধ করছেন তিনি। ডার্বির আগে হোসে মোলিনা(Jose Molina) জানালেন, “লড়াইটা হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে। এই ম্যাচ জয় এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের একটা দল হয়ে খেলতে হবে। আমি বুঝতে পারছি সমর্থকরা খুবই অসন্তুষ্ট। তবে আমি চাইব সমর্থকরা আমাদের সমর্থন করুন। এই ম্যাচটা জিততে আমাদের সাহায্য করুক। সমর্থকরা নিশ্চই আমাদের সমর্থন করবেন”। শিল্ডে যোগ দেওয়া থেকে একের পর এক ম্যাচ জেতা। কিন্তু মোহনবাগানের পারফরম্যান্সের থেকেও বেশি চর্চা শুরু হয়েছে তাদের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে। মাঝেমধ্যেই শোনা যাচ্ছে মোহনবাগান(MBSG) ড্রেসিংরুমের পরিবেশ নাকি ভালো নেই। কিছু কিছু ফুটবলারের সঙ্গে নাকি কোচ সহ অন্যান্যদের দুরত্বও বেড়েছে। ডার্বিতে এর প্রভাব পড়বে না তো। মোহনবাগান ফুটবলার শুভাশিস বোসের(Subhasish Bose) সাফ জবাব। তাদের ড্রেসিংরুম নাকি একেবারেই স্বাভাবিক। ছন্দে রয়েছে। তবে ডার্বিতে দুই দলেরই অন্যতম প্রধান ভরসা সমর্থকরা। ক্ষুব্ধ সমর্থকদেরও ম্যাচে আহ্বান করলেন শুভাশিস(Subhasish Bose)। শুভাশিস বোসের সাফ জবাব, “বর্তমানে আমাদের ড্রেসিংরুমের পরিবেশ অত্যন্ত ভালো আছে। গোটা ম্যাচে আমরা আমরা চাই সমর্থকরা আমাদের সমর্থন করুন। আমি অবশ্যই মাঠে আমার সেরাটা দেব। তবে আমি একা কিছুই করতে পারব না। আমরা দল হিসেবে খেলতে পারলেই সাফল্য আসবে। সব ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে ডার্বি সবসময়ই অত্যন্ত স্পেশ্যাল”। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। দলের সব জায়গাই দেখে নিয়েছেন হোসে মোলিনা(Jose Molina)। রবসন, দিমিত্রি(Dimitri Petratos), কামিন্সদের(Jason Cummins) নিয়ে যে শুরু থেকেই আক্রমণাত্মক ছক সাজাচ্ছেন তা বেশ স্পষ্ট। তবে এই ম্যাচেও ম্যাকলারেনকে(Jamie Maclaren) শুরু থেকে ব্যবহার নাও করতে পারেন মোহন কোচ। মনবীর(Manvir Singh) অবশ্য ডার্বিতে অনিশ্চিত। তবে বাকিরা সকলেই প্রস্তুত। এখন শুধুই মাঠে নামার অপেক্ষায় মোলিনার সবুজ-মেরুন ব্রিগেড।
ইস্টবেঙ্গলের অনুশীলনে গুপ্তচর অস্কারের প্রাক্তন ছাত্র রবসন

অস্কারের(Oscar Bruzon) প্রাক্তন ছাত্রই এবার মোহনবাগানের(Mohunbagan) গুপ্তচর। ইস্টবেঙ্গলের(Eastbengal) প্রস্তুতিতে গোপনে নজর রাখলেন রবসন রোহিনহো(Robson Robinho)। আর তাতেই কার্যত হৈচৈ। কলাতা ডার্বি(Kolkata Derby) মানেই উত্তেজনা, উন্মাদনা। আর পড়শী ক্লাব কী করছে তার দিকে নজর রাখার প্রবল চেষ্টা। কয়েকদিন আগে মোহনবাগানের ম্যাচে নিজের গুপ্তচর পাঠিয়েছিলেন ইস্টবেঙ্গল(Eastbengal) কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। এবার হোসে মোলিনার(Jose Molina) গুপ্তচর অস্কারেরই প্রাক্তন ছাত্র রবসন রোবিনহো। ডার্বির আগে লাল-হলুদের প্রস্তুতির সময় একেবারে ক্যামেরা হাতে হোটেল থেকে নজর রাখলেন তিনি। শিল্ডের ফাইনালের(Ifa Shield Final) পাশাপাশি এই ডার্বি হল মোহনবাগানের কাছে আবার ডুরান্ডের প্রতিশোধেরও মঞ্চ। অস্কারের ছক বুঝতে মরিয়া মোহনবাগান সুপারজায়ান্ট কোচ হোসে মোলিনা(Jose Molina)। সেই কারণেই তো রবসন রবিনহোকে(Robson Robinho) কাজে লাগিয়েছেন তিনি। রবিনহো অতীতে অস্কারের কোচিংয়ে খেলেছেন। তাঁর থেকে যে মোলিনা তথ্য পেয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। আবার অস্কারের(Oscar Bruzon) ওপর নজরও রাখছেন সেই রবসনই। এদিন সকালবেলা প্রস্তুতি রেখেছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। সব মিলিয়ে মোট ৩০ মিনিট প্রস্তুতি সেরেছে তারা। অন্যদিকে আবার যুবভারতীয় লাগোয়া হোটেল হায়াতেই রয়েছে মোহনবাগান দল। ইস্টবেঙ্গলের প্রস্তুতি শুরু হওয়ার কিছুক্ষণ পরই কোচিং স্টাফেদের কয়েকজনের নজর পড়ে হায়াতের হোটেলের জানলায়। আর তাতেই চমকে যান তারা। অস্কারকে ডেকে দেখাতে একেবারেই দেরী করেননি তারা। সেই সময়ই ধরা পড়ে আসল ছবিটা। দেখা যায় হোটেলের জানলায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের প্রস্তুতির ভিডিও করছেন মোহনবাগানের ব্রাজিলিয়ান তারকা রবসন রোবিনহো(Robson Robinho)। অস্কারের নজর এলেও, তিনি অবশ্য দলের প্রস্তুতি থামাননি। তবে সময়টা একেবারেই কমিয়ে দিয়েছিলেন। মাত্র ১৫ মিনিট লাল-হলুদ ফুটবলারদের ঠিক ঠিক প্রস্তুতি হয়। সেই সময় অবশ্য সেটপিসই প্র্যাকটিস করেন হিরোশি, কেভিন থেকে রশিদ, আনোয়াররা। তবে সেটা মাত্র ১৫ মিনিটের জন্যই করেন তারা। রবসনের ভিডিও করাতে অস্কারের কী খুব একটা অসুবিধা হয়ে গেল। ইস্টবেঙ্গল শিবিরের অন্দরের খবর অবশ্য তারা নাকি এটা নিয়ে খুব একটা ভাবছেই না।
অস্কারের নীল নক্সা প্রস্তুত, পরিকল্পনা গোপন রাখতে বিশেষ স্ট্র্যাটেজি

রাত পোহালেই ডার্বি। তার আগে শেষ মুহূর্তের ছক সাজাতেই ব্যস্ত ইস্টবেঙ্গল(Eastbengal) কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। আর সেই পরিকল্পনা লুকোতেই তিনি নন, ডার্বির মতো ম্যাচের আগে ইস্টবেঙ্গলের সাংবাদিক সম্মেলনে এলেন বিনো জর্জ(Bino George)। ভারতীয় ফুটবলের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। উত্তেজনার পারদ তুঙ্গে। কিন্তু তার আগেই ইস্টবেঙ্গল কোচের বিশেষ স্ট্র্যাটেজি। মোহনবাগানকে(MBSG) আটকাতে তাঁর ছক যাতে কেউ বুঝতে না পারে, সেজন্য ডার্বির মতো ম্যাচেরও সাংবাদিক সম্নেলনেই এলেন না ইস্টবেঙ্গল কোচ(Eastbengal) অস্কার(Oscar Bruzon)। ডুরান্ড কাপের(Durand Cup) ডার্বিতে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু সেইসময় সবুজ-মেরুন ব্রিগেডে ছিলেন না রবসন রবিনহো(Robson Robinho)। এই মুহূর্তে মোহনবাগানের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। সেইসঙ্গে গোলের মধ্যে রয়েছেন দিমিত্রি পেত্রাতস। সেই কথা মাথায় রেখেই অতি সাবধানী ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। ম্যাচের আগের দিন প্রতিপক্ষ শিবিরের শক্তি নিয়ে কথা শোনা গেল বিনো জর্জের(Bino George) মুখেও। একইসঙ্গে হিরোশি ইবুসুকিকে(Hiroshi Ibusuki) নিয়েও বেশ আত্মবিশ্বাসের সুরই শোনা গেল ইস্টবেঙ্গল(Eastbengal) দলের অন্দর থেকে। শনিবারই লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে চলেছে তাঁর। সাংবাদিক সম্মেলনে বিনে জর্জ জানান, “মোহনবাগান অত্যন্ত শক্তিশালী দল। ওদের রিজার্ভ দলও বেশ শক্তিশালী। আনরা সবটাই জানি। সেই কারণেই তো প্রতিটি অনুশীলনে ফুটবলারদের মোটিভেট করে গিয়েছি আমরা। ফুটবলাররা ডার্বির জন্য অত্যন্ত তেঁতে রয়েছে”। গতবারের তুলনায় এবার ইস্টবেঙ্গল(Eastbengal) দলের পারফরম্যান্স গ্রাফ অনেকটাই ওপরের দিকে। সেইসঙ্গে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে যেটা লাল-হলুদ শিবিরের কাছে সবচেয়ে বড় স্বস্তির, তা হল তাদের দলে কোনওরকম চোট আঘাত নেই। সেটাই মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে সবচেয়ে অন্যতম প্রধান আত্মবিশ্বাস ইস্টবেঙ্গলের কাছে। বিনো জর্জ জানিয়েছেন, “আমাদের দলের প্রত্যেকে চোটহীন অবস্থায় রয়েছেন। সেটা আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে। সেইসঙ্গে আমাদের দলের ফুটবলাররাও ভালোভাবেই এই ম্যাচের গুরুত্ব জানেন। তাদের মোটিভেট করেই চলেছি আমরা। লড়াই করতে প্রস্তুত আমাদের দল”। এই ম্যাচ দিয়েই আবার অভিষেক হবে হিরোশি ইবুসুকির। প্রথম ম্যাচেই ডার্বি। সেখানে কি হিরোশি পারবেন তিনি পারফরম্যান্স দেখাতে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু বেশ আত্মবিশ্বাসী। হিরোশিকে প্রথম দিনই নাকি বুঝিয়ে দেওয়া হয়েছে এই ম্যাচের গুরুত্ব। তিনিও প্রস্তুত, এখন শুধুই মাঠে নামার অপেক্ষা।
দিমির গোল, শিল্ড ফাইনাল ডার্বি

সম্ভাবনা ছিলই। অপেক্ষাটা ছিল মোহনবাগানের(MBSG) জয়ের। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ২-০ গোলে মোহনবাগান(MBSG) জয়ের পরই জমজমাট শিল্ড(IFA Shield) ফাইনাল। আগামী শনিবার যুবভারতীতে আইএফএ শিল্ড(IFA Shield) ফাইনালে ডার্বি(Derby)। ডুরান্ডের পর ফের একবার মুখোমুখি মোহনবাগান(MBSG) ও ইস্টবেঙ্গল(Eastbengal)। বুধবার শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারাল হোসে মোলিনার(Jose Molina) সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস(Dimitri Petratos)। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল আত্মঘাতী। ধারেভারে এগিয় থেকে নামলেও, এদিন মোহনবাগানকে(MBSG) আটকানোর জন্য প্রস্তুত ছিল লালকমল ভৌমিকের ইউনাইটেড স্পোর্টসও(United Sports)। লালকমলের(Lalkamal Bhowmik) রক্ষণাত্মক ছকের সামনে এদিন বারবারই কিন্তু মোহনবাগানের(MBSG) আক্রমণকে হোঁচট খেতে হচ্ছিল। দিমিত্রি(Dimitri Petratos), রবসনরা(Rosbon Robinho) বারবার ইউনাইটেডের বক্সে পৌঁছে গেলেও গোলের মুখ কিন্তু খুলতে পারছিলেন না। সেইসঙ্গে এদিন মোহনবাগানের রক্ষণে আশিস রাই(Ashis Rai) এবং মেহতাব সিং(Mehtab Singh) খানিকটা যেন ফর্মের বাইরেই ছিলেন। মোলিনার(Jose Molina) ছক অনুযায়ী প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলার পরিকল্পনা ছিল মোহনবাগানের(MBSG)। সেইজন্য শুরু থেকেই দিমিত্রি(Dimitri Petratos), কামিন্স(Jason Cummins) এবং রবসনকে মাঠে নামিয়ে দিয়েছিলেন মোলিনা। কিন্তু বারবারই ইউনাইটেডের রক্ষণ তাদের আটকে দিচ্ছিল। সেইসঙ্গে মোহনবাগানের বহু সুযোগ হাতছাড়া। রবসন রোবিনহো বেশ কয়েকটি সুন্দর বল বাড়ালেও কখনও কামি্ন্স তো কখনও দিমিত্রি পেত্রাতোস(Dimitri Petratos), কিয়ান নাসিরিরা নিজেদের পজিশনে পৌঁছতে পারছিলেন না। অন্তত প্রথম আধ ঘন্টা তো মোহনবাগানের(MBSG) ফরোয়ার্ডদের সেভাবে সুবিধাই করতে দেয়নি ইউনাইটেড স্পোর্টস। বরং ম্যাচের ২০ মিনিটের মেহতাব সিংয়ের বল বাঁচানোর প্রচেষ্টা মোহনবাগানকে বিপদে ফেলে দিতেই পারত। রক্ষণাত্মক ফুটবল খেললেও ইউনাইটেড এদিন মাঝেমধ্যেই কাউন্টার অ্যাটাকে যাচ্ছিল। সেখানে সুজল মিন্ডার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাল্টা আক্রমণে দিমিত্রির(Dimitri Petratos) সাজানো পাস কিয়ান নাজিরি মিস না করলে ৩৭ মিনিটের মধ্যেই গোলের মুখ খুলে ফেলতে পারত মোহনবাগান। কিন্তু তা হয়নি। তবে শেষপর্যন্ত সেই দিমিত্রি পেত্রাতোসের(Dimitri Petratos) গোলেই এগিয়ে যায় মোহনবাগান। ১-০ গোলেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর আক্রমণে ঝাঁঝ বাড়াতে দিমিত্রিকে তুলে জেমি ম্যাকলারেনকে মাঠে নামান মোহনবাগান কোচ। ক্রমশই চাপ বাড়াতে শুরু করে মোহনবাগান। দ্বিতীয়ার্ধ শুরু তিন মিনিটের মধ্যেই গোল পায় মোহনবাগান। তবে আত্মঘাতী গোল। ম্যাচের ভবিষ্যৎ কার্যত তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল। পিছিয়ে থাকলেও ইউনাইটেডও কিন্তু খুব সহজে ম্যাচ ছেড়ে দেওয়ার দল এদিন ছিল না। মাঝেমধ্যেই কাউন্টার অ্যাটাকে মোহনবাগান বক্সে হানা দেয় তারা, তবে কখনও অলড্রেড তো কখনও টেকচামদের দক্ষতায় রক্ষা পায় মোহনবাগান। সুযোগ পেলেও মোহনবাগান অবশ্য আর ব্যবধান বাড়াতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাজতে মাঠেই শুরু ফুটবলারদের উল্লাস। আগামী ১৮ অক্টোবর এবার ফাইনাল। আবার চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। মধুর প্রতিশোধ মোহনবাগান নিতে পারে কিনা সেটাই দেখার।
রোবিনহো-ম্যাকলরেন-রডরিগেজ ত্রয়ীতে বিধ্বস্ত গোকুলাম, বিরাট জয় মোহনবাগানের

দুর্ধর্ষ রবসন রোবিনহো(Robson Robinho)। গোল করলেন, এবং গোল করালেনও। আইএফএ শিল্ডের(IFA Shield) প্রথম ম্যাচে গোকুলাম এফসিক ৫-১ গোলে উড়িয়ে যাত্রা শুরু করল মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত ছিল মোহনবাগানের দাপট। সেখানেই জোড়া গোল জেমি ম্যাকলারেন(Jamie Maclaren) এবং অ্যালবার্তো রডরিগেজের(Alberto Rodriguez)। আর বেশিরভাগ গোলেরই নেপথ্য নায়ক ব্রাজিলিয়ান তারকা রবসন রোবিনহো(Robson Robinho)। ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম গোল মোহনবাগানের(MBSG)। অ্যালবার্তো রডরিগেজের(Alberto Rodriguez) পা থেকেই আসে প্রথম সাফল্যটা। এর কিছুক্ষণের মধ্যেই ফের আক্রমণ। রবসন রবোনিহোর(Robson Robinho) সাজানো বল, সেখানেই জেমি ম্যাকলরেনের দুর্ধর্ষ ভলি। ২৭ মিনিটের মধ্যেই ২ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু তাদের আক্রমণের ঝাঁঝ একেবারেই কমেনি। রবসনের(Robson Robinho) একের পর এক বাড়ানো দুরন্ত পাস, তবে কিয়ান, মনবীর(Manvir Singh), ম্যাকলারেনরা(Jamie Maclaren) তা কাজে লাগাতে পারেনি। সেগুলো গোল হলে যে প্রথমার্ধেই মোহনবাগান(MBSG) ব্যাবধানটা বাড়িয়ে নিতে পারত তা বলার অপেক্ষা রাখে না। বিরতির পর কিছুক্ষণ গোকুলামের দাপট। তবে সেটা ছিল প্রথম দশ মিনিট। ফের মাঠে শুরু সবুজ-মেরুন ঝড়। তারই মধ্যে অবশ্য আপুইয়ার আত্মঘাতী গোলে ব্যবধান কমায় গোকুলাম। কিন্তু সেই সুখ তাদের বেশিক্ষণ ছিল না। রক্ষণের পাশাপাশি আক্রমণেও এদিন বিধ্বংসী ফর্মে ছিলেন রডরিগেজ। তাঁর গোলেই বিরতিরও এগিয়ে যায় মোহনবাগান। এর কিছুক্ষণের মধ্যে অবশেষে সাফল্য রবসন রোবিনহোর। একের পর এক গোল করানোর পরে দুরন্ত শটে গোল পেলেন ব্রাজিলিয় তারকা। এরপর থেকে আর গোকুলাম ম্যাচে ফেরার কোনওরকম সুযোগই পায়নি। একটা দুটো আক্রমণ তারা চালিয়েছিল ঠিকই, কিন্তু তা গোল করার জন্য যথেষ্ট ছিল না। বারবারই মোহনবাগানের রক্ষণের পাঁচিলের কাছে আটকে যেতে হয় গোকুলাম ফুটবলারদের। বরং ৭৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করে পাঁচ গোলের বৃত্ত সম্পূর্ণ করে দেন ম্যাকলারেন। ম্যাচের একেবারে শেষ লগ্নে গোকুলাম একটা সুযোগ পেয়েছিল ঠিকই, কিন্তু সেই অ্যালবার্তো রডরিগেজের কাছেই আটকে যায় গোকুলাম। এরপর মাসুদ কর্ণার থেকে চেষ্টা করলেও সেটাও ব্যর্থ। এরপরই রেফারির ফাইনাল বাঁশি। শিল্ডের শুরুটা যে মোহনবাগান বেশ ভালোভাবেই করল তা বলার অপেক্ষা রাখে না।
বিদেশিহীন আহালের কাছে বড় ধাক্কা মোলিনার মোহনবাগানের

দ্বিতীয়ার্ধে রবসন(Robson Robinho), ম্যাকলরেনকে(Jamie Maclaren) একসঙ্গে খেলিয়েও গোলের মুখ খুলতে ব্যর্থই হল মোহনবাগান(MBSG) সুপারজায়ান্ট। বিদেশিহীন আহাল এফকের(Ahal FK) কাছে ঘরের মাঠে ১-০ গোলে হারতে হল হোসে মোলিনার(Jose Molina) মোহনবাগানকে(MBSG)। ঘরের মাঠের সুযোগ সেভাবে কাজে লাগাতেই পারল না মোহনবাগান সুপারজায়ান্ট। বরং একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। আহালের ১৭ নম্বর জার্সিধারি যে ফুটবলারকে নিয়েই এবার সবচেয়ে বেশি চর্চা হয়েছিল, তাঁর গোলেই হারতে হল মোহববাগানকে। এই ম্যাচের আগে রবসন রোবিনহোর(Robson Robinho) দিকে সবচেয়ে বেশি নজর ছিল সকলের। হবে নাই বা কেন ম্যাচের আগে তাকে যে কোচ দশে দশ নম্বর দিয়েছিলেন। কিন্তু রবসনকে প্রথম একাদশে রাখেননি তিনি। হয়ত রবসনকে নিয়ে শেষ মুহূর্তে চমক দেওয়ারই একটা পরিকল্পনা করেছিলেন তিনি। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে রবসনকে নামিয়েছিলেন এই মোলিনা। রবসনের শটটা মিস না হলে ম্যাচের ভবিষ্যত পাল্টাতেও পারত। কিন্তু সেটা হয়নি। শেষপর্যন্ত যুবভারতীতে তিন পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়তে হল মোলিনার(Jose Molina) ব্রিগেডকে। এদিন প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে বারবার চাপ তৈরি করলেও, বহু সুযোগ নষ্টের খেসারতই দিতে হল সবুজ-মেরুণ ব্রিগেডকে। প্রথমার্ধের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছিল মোহনবাগান। কিন্তু সেভাবে সুযোগ তারা তৈরি করতে পারেননি। কিয়ান নাসিরির একটা সুযোগ এবং লিস্টন কোলাসোর আক্রমণ ছাড়া সেভাবে চোখে পড়েনি মোহনবাগানের আক্রমণ। বরং আহাল কয়েকবার বেশ চাপে ফেলে দিয়েছিল মোহনবাগানকে। এদিনের ম্যাচে কয়েকবার তো বিশালের জন্যও বেঁচেছে মোহনবাগান। বিরতির পর ছক বদল মোহনবাগানের। আক্রমণে ঝাঁজও বেড়েছিল। কিন্তু বারবারই আটকে যাচ্ছিল তারা। পাল্টা আক্রমণও কিন্তু চালিয়ে যাচ্ছিল আহাল এফকে। মোহনবাগানকে নিয়ে যে তারা ভালোভাবেই প্রস্তুত হয়ে এসেছিল, তা বারবারই এদিনের ম্যাচে বোঝা যাচ্ছিল। একের পর এক সুযোগ নষ্টের চাপ বাড়াতে পরপর ম্যাকলরেন এবং রবসনকে মাঠে পাঠিয়ে দেন কোচ মোলিনা। রবসন রোবিনহো সুযোগ পেয়েও গিয়েছিলেন। তাঁর শট পোস্টে না লাগলে ফলাফল অন্যরকম হতেই পারত। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। ম্যাচের বয়স যখন ৮৩ মিনিট সেই সময় এনওয়ের আনায়ের গোলেই এগিয়ে যায় আহাল এফকে। মোহনবাগান আর ফিরে আসতে পারেনি ম্যাচে। প্রথম পর্বের ম্যাচে হেরে সবুজ-মেরুন যে খানিকটা চাপে পড়ে গেল তা বলাই যায়।
ব্রাজিলের সাম্বায় কলকাতা মাতাতে চান রবসন

ইস্টবেঙ্গলের(Eastbengal) সব চেষ্টা মাটি করে রবসন রবিনহোকে(Robson Robinho) দলে তুলে নিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সবুজ-মেরুন জার্সিতে এএফসি ম্যাচেই তাঁর অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুযোগ পেলে গোটা শহরকে এবার ব্রাজিলের(BRAZIL) সাম্বার(Samba) তালে মাতাতে চান তিনি। হ্যাঁ তেমন ইঙ্গিতটাই যেন পাওয়া গেল তাঁর গলা থেকে। মোহনবাগান সুপারজায়ান্টের সোশ্যাল মিডিয়াতে সাম্বা শোনালেন রবসন রোবিনহো(Robson Robinho)। ব্রাজিল মানেই আমাদের সামনে দুটো ছবি সবার আগে ভেসে ওঠে। প্রথম তো অবশ্যই ফুটবল। আর দ্বিতীয় সাম্বা(Samba) নাচ। যা গোটা বিশ্বকে মাতিয়ে দেয়। এবার তাতেই চলেছে মোহনবাগান জনতা থেকে গোটা দেশ। রবসন রোবিনহো(Robson Robinho) তে তেমনই ইঙ্গিত দিচ্ছেন। এএফসির(AFC) মঞ্চ থেকেই সেই সাম্বার ঝলক দেখা যায় কিনা সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। বেশ কয়েকদিন আগেই মোহনবাগানের প্রস্তুতিতে যোগ দিয়েছেন রবসন রোবিনহো(Robson Robinho)। তাঁকে ঘিরে কিন্তু মোহন জনতার আগ্রহ খুব একটা কম নয়। তিনি নিজেও হয়ত সেটা কলকাতায় পা রেখেই বুঝে গিয়েছেন। এএফসির গ্রুপ পর্বের ম্যাচে আহাল এফকে-র বিরুদ্ধে নামার আগেই রবসন রোবিনহোর গলায় সাম্বা গানের সুর। একেবারে ব্রাজিলিয় ভাষা এবং সেই ছন্দে। 🇧🇷 Samba time for the Mariners ⏳😉 Robson Robinho joins us for a new episode of MBSG TV, releasing this Sunday on our YouTube channel! 😍 #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/nOSvUygq1C — Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 13, 2025 দলের সতীর্থদেরও সেই গান তিনি ইতিমধ্যে শিখিয়ে দিয়েছেন কিনা তা অবশ্য জানা নেই। তবে যুবভারতীতে মোহনবাগান সমর্থকদের জন্য যে রবসন তাঁর সাম্বা স্টাইল নিয়ে বেশ প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না। আরও পড়ুনঃ মাধি ইস্যুতে ইস্টবেঙ্গল শ্যাম রাখবে নাকি কুল রাখবে হাতে আর কয়েকটা দিন সময় রয়েছে। শেষ মুহূর্তে জোর কদমে প্রস্তুতি চলছে মোহনবাগান সুপার জায়ান্টের। অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে কোনওরকম খামতি রাখতে চাইছেন না হোসে মোলিনা। শক্তি, দুর্বলতা সবই দেখে নিচ্ছেন তিনি। এএফসির প্রথম ম্যাচে যুবভারতীর গ্যালারী রবসনের তালে তাল মিলিয়ে সাম্বা নাচে পা মেলাতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।
প্রস্তুতি ম্যাচ গোলশূন্য, রবসনের ফর্ম স্বস্তি দিচ্ছে মোলিনাকে

এসিএলের ম্যাচে(ACL) নামার আগে এফসি গোয়ার(FC Goa) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। শেষ মুহূর্তে নিজেদের শক্তি, দুর্বলতাটাই দেখে নিতে চাইছেন হোসে মোলিনা। তবে এদিনের প্রস্তুতি ম্যাচে সকলের নজর কিন্তু ছিল ব্রাজিলিয়ান তারকা রবসন রোবিনহোর(Robson Robinho) দিকেই। কিন্তু সেই রবসনই(Robson Robinho) খেললেন মাত্র দশ মিনিট। তবে সেটুকু সময়েই যে ঝলক দেখালেন, তা কিন্তু সকলের বেশ নজর কেড়েছে। তবে ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ভাবেই। গোয়ার জালে বল জড়াতে না পারাটা কি চিন্তায় ফেলবে মোহনবাগান(MBSG) কোচ মোলিনাকে(Jose Molina)। না তেমনটা কিন্তু নয়। সূত্রের খবর দলের পারফরম্যান্সে নাকি বেশ সন্তুষ্টই হয়েছেন মোলিনা। কিছু জায়গায় মেরামত প্রয়োজন। এই কদিনে সেদিকেই নজর দেবেন তিনি। এদিন প্রায় ৮০ মিনিট দুই বিদেশিতে খেলেছিল মোহনবাগান সুপারজায়ান্ট। সেখানেই বহু সুযোগ তৈরি করেছিলেন লিস্টন, শুভাশিসরা। চোটের জন্য থাপাকে নিয়ে বাড়তি ঝুঁকি নেননি মোহনবাগান কোচ। তেমনই আবার বিশ্রাম দেওয়া হয়েছিল আলবার্তো রডরিগেজকেও। এদিন শেষ দশ মিনিটের জন্য খেলেছিলেন রবসন রোবিনহো। সেখানেই শুভাশিসের বাড়ানো বল নিয়ে যেভাবে প্রতিপক্ষ বক্সে আক্রমণ চালিয়েছিলেন, সেই ছবি দেখে সকলেই কিন্তু হতবাক। অস্কার যে পজিশনে রবসনকে(Robson Robinho) খেলাতেন, মোলিনাও কিন্তু সেই উইংয়েই ব্যবহার করলেন এই ব্রাজিলিয়ানকে। যদিও গোলের মুখ খুলতে পারেননি তারা। গোয়াও সেভাবে মোহনবাগানের রক্ষণকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি। আগামী বুধবার মোহনবাগানের অনুশীলনে ছুটি। বৃহস্পতিবার থেকে প্রস্তুতিতে নেমে পড়বে সবুজ-মেরুন ব্রিগেড।