বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে একশো গোল রোনাল্ডোর! কিন্তু ট্রফি দিতে পারলেন না আল নাসেরকে

বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে নজির গড়লেন। তবু খুশি হতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের পর কাঁদতে দেখা গেল তাঁকে। আল নাসেরের হয়ে আরও একটা ফাইনালে হারতে হল রোনাল্ডোকে। এখনও ক্লাবকে ট্রফি দিতে পারলেন না পর্তুগিজ় তারকা। শনিবার হংকং স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির মুখোমুখি হয়েছিল আল নাসের। সেই ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ থাকার পর পেনাল্টি শুটআউটে হেরেছে তারা। রোনাল্ডো টাইব্রেকারের সময় হাত দু’পাশে নিয়ে প্রার্থনাও করছিলেন। শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। এই নিয়ে আল নাসেরের হয়ে তিনটে ফাইনালে হারলেন তিনি। রোনাল্ডো অবশ্য প্রথমার্ধেই নজির গড়েন। আল নাসেরের হয়ে এ দিনই শততম গোল হয়ে গেল তাঁর। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে চারটে ক্লাবের হয়ে ১০০টা গোল করার নজির গড়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ এবং জুভেন্টাসের হয়ে ১০১টা গোল রয়েছে রোনাল্ডোর। পাশাপাশি দেশের হয়ে ১৩৮টা গোল রয়েছে। রোনাল্ডো টপকে গিয়েছেন ইসিদ্রো লাঙ্গারা, রোমারিয়ো এবং নেমারকে। এই তিন জনেরই তিনটে ক্লাবের হয়ে ১০০টা গোলের নজির রয়েছে।
বিশ্ব ফুটবলে মেসি—রোনাল্ডো পরবর্তী-যুগের শুরু! টানা দু’বার ব্যালন ডি’ওর তালিকায় নাম নেই! বিশ্বের সেরা হওয়ার দৌড়ে এবার ইয়ামাল-এমবাপেরা

বিশ্ব ফুটবলে নয়া যুগের সূচনা! পর পর দু’বছর ব্যালন ডি’ওরের তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির। ৩০জনের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানেও এই দুই মহারথীর নাম নেই! পরিবর্তে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে উঠে এলেন কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, ওসুমানে ডেম্বেলে, মহম্মদ সালাহরা। গত ২০ বছর ধরে বিশ্ব ফুটবলকে শাসন করেছেন মেসি এবং রোনাল্ডো। দুই মহারথীর দ্বৈরথ দেখতে আজও মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। এবার হয়ত সেই যুগের অবসান হতে চলেছে। সেরকমই ইঙ্গিত মিলল ব্যালন ডি’ওরের তালিকায়। ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রত্যেকবার ব্যালন ডি’ওরের মনোনয়ন পেয়েছেন রোনাল্ডো। তার মধ্যে পাঁচবার জিতেছেন। অন্যদিকে ২০০৬ সাল থেকে ২০২৩ পর্যন্ত মনোনয়ন ছিল মেসির। তাঁর দখলে রয়েছে ৮টি ব্যালন ডি’ওর। এই নিয়ে দ্বিতীয়বার দুই মহাতারকাকে বাদ দিয়েই প্রকাশিত হল ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা। দুই মহারথীর সম্ভাব্য উত্তরসূরি যাঁদের ভাবা হচ্ছে সেই লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপে, এরলিং হ্যাল্যান্ডরা অবশ্য লড়াইয়ে রয়েছেন। সেই সঙ্গে লড়াইয়ে রয়েছেন গত মরশুমে দুর্দান্ত পারফর্ম করা ওসুমানে ডেম্বেলে, কোল পালমাররা। মহিলাদের তালিকায় রয়েছেন সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ইংল্যান্ডের পাঁচ জন ফুটবলারকে। ৩০ জন ফুটবলারের সঙ্গে পাঁচটি ক্লাবকেও রাখা হয়েছে পুরষ্কারের তালিকায়। তারা হল বার্সেলোনা, বোটাফোগো, চেলসি, লিভারপুল আর পিএসজি।
২০৩৪ পর্যন্ত সৌদিতে থাকতে চান রোনাল্ডো

আল নাসেরের সঙ্গে রোনাল্ডো চুক্তিবদ্ধ হলেন ২০২৭ অব্দি।
রোনাল্ডো বন্ধু নন বললেন মেসি

রোনাল্ডেকে তিনি অসম্ভব শ্রদ্ধা করেন বললেন মেসি ।
ট্রাম্পকে শান্তির বার্তা লেখা জার্সি উপহার রোনাল্ডোর
ট্রাম্পকে রোনাল্ডোর জার্সি তুলে দিচ্ছেন পর্তুগালের প্রাক্তন প্রেসিডেন্ট।
কথা হারিয়ে ফেলেছেন রোনাল্ডো

নেশনস লিগের ট্রফি হাতে রোনাল্ডো।
শুধু খেলা নয়, দলগঠনেও থাকবেন রোনাল্ডো

আল নাসেরে শুধু খেলবেন না, এবার দলগঠনেও তঁার সক্রিয় ভূমিকা থাকবে।
দেশের হয়ে ট্রফি জয়কে এগিয়ে রাখলেন রোনাল্ডো

দেশের হয়ে তৃতীয় নেশনস লিগের ট্রফি হাতে রোনাল্ডো।
এবার ইয়ামালের সামনে রোনাল্ডো পালা
সতীর্থর সঙ্গে গোল করে উল্লাসে মাতলেন ইয়ামাল।
অভিশপ্ত রোনাল্ডো মুক্ত
জার্মানির অভিশাপ থেকে মুক্ত হওয়া পর্তুগিজদের উল্লাস। সঙ্গে রোনাল্ডোও।