শিবিরে ‘ছেলেদের’ সঙ্গে প্রস্তুতি-ম্যাচ আর উজবেকিস্তান সফর এই সাফল্যের নেপথ্যের নায়ক, বলছেন পারমিতা সিট

সুদীপ পাকড়াশীঃ পারমিতা সিট। অনূর্ধ্ব-২০ মেয়েদের জাতীয় দলে সুইডেনের জোয়াকিম অ্যালেকজান্ডারসনের একমাত্র সহকারি কোচ। রবিবার মায়ানমারে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ লিগের শেষ ম্যাচে মায়ানমারকে হারিয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে ওঠার পরই বিরল এক অভিজ্ঞতার সাক্ষী হয়ে গেলেন পারমিতা। অনূর্ধ্ব-২০ জাতীয় দলের ফুটবলার হয়ে এশিয়ান কাপের মূলপর্বে তিনি খেলেছিলেন ২০০৪-এ। রবিবার, ২০ বছর পর অনূর্ধ্ব-২০ জাতীয় মহিলা দলের কোচ হয়ে পারমিতা আবার এশিয়ান কাপের মূলপর্বে উঠলেন! সেই উচ্ছ্বাস তার কথায়। “ভাবতে ভাল লাগছে যে, আমি সেই অনূর্ধ্ব-২০ জাতীয় দলের সদস্য ছিলাম যারা ২০ বছর আগে শেষবার চিনে, অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে খেলেছিল। কুন্তলা ঘোষ দস্তিদার কোচ ছিলেন আমাদের। এবার কোচ হয়ে সেই অভিজ্ঞতার সাক্ষী হলাম, ” পারমিতা বললেন সোমবার ভারতে ফিরে। ২৯ বছর বয়সী কোচ মেনে নিলেন যে মায়ানমারের মাঠে তাদের হারানোর কাজটা সহজ ছিল না। “প্রথমত, দলটা শক্তিশালী। দ্বিতীয়ত, ওদের মাঠ, ওদের সমর্থকদের চিৎকার। মানসিক জোর না থাকলে ওই অবস্থায় লড়াই করার শক্তি থাকে না। তৃতীয়ত, দু’একজন ছাড়া এই দলটায় আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার ছিল না। তাই মানসিক চাপ একটা ছিল। শেষপর্যন্ত মেয়েরা মনের জোর ধরে রাখতে পেরেছে। ম্যাচটা জিতেছে। সমস্ত কৃতিত্ব ওদের,” পারমিতার পর্যবেক্ষণ। এই ‘পারার’ পেছনের রহস্যটা কী? আইডব্লিউএল খেলা নিতা ফুটবল অ্যাকাডেমির চীফ কোচ জানিয়ে দিলেন, বেঙ্গালুরু সাইয়ে দু’মাসের নিবিড় অনুশীলনে ছেলেদের ফুটবল দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা আর উজবেকিস্তানে ‘এক্সপোজার ট্রিপ’-এই দুইয়ের ফসল এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করা। “সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ যে বেঙ্গালুরু সাইয়ে অত্যাধুনিক পরিকাঠামোর সহায়তায় দু’মাসের নিবিড় অনুশীলনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। মেয়েরা খুব উপকৃত হয়েছিল স্থানীয় কয়েকটি ছেলেদের ফুটবল দলের বিরুদ্ধে ম্যাচ খেলায়। শারীরিক শক্তি, টেকনিকের পাশাপাশি, ম্যাচ-টেম্পারামেন্টের অনেক উন্নতি হয়েছিল ওই ম্যাচগুলো খেলে। ফেডারেশনকে আরও ধন্যবাদ আমাদের এক্সপোজার ট্রিপের ব্যবস্থা করে দেওয়ার জন্য। উজবেকিস্তান সফর মেয়েদের খুব কাজে লেগেছিল,” পারমিতার বিশ্লেষণ। থাইল্যান্ডে আগামি বছর এপ্রিলে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বের আসর বসবে। সেখানে জাপান, উজবেকিস্তান, জর্ডন, থাইল্যান্ডের মত প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলবে ভারত। পারমিতা বলছেন, “কোয়ালিফায়ারের প্রস্তুতির মত সুযোগ যদি পাওয়া যায়, কোনও শক্তিশালী দেশের বিরুদ্ধে এক্সপোজার ট্রিপ যদি পায় তাহলে এই মেয়েদের পারফরম্যান্স কিন্তু খারাপ হবে না। কারণ, এই দলেও প্রতিভাবান ফুটবলারের অভাব নেই। সুলঞ্জনা রাউল, মোনালিসা সিং-দের মত ফুটবলার আছে। ওদের প্রয়োজন বড় মঞ্চে খেলার মত তৈরি করে দেওয়া।”