গ্রাস-হিলের তৈরি দর্শকাসন সমৃদ্ধ দেশের প্রথম হকি স্টেডিয়াম উদ্বোধন হল কলকাতায়

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। শুক্রবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফায়ার ও এমারজেন্সি সার্ভিস মন্ত্রী সুজিত বোসের হাতে উদ্বোধন হল শুধু হকির জন্য একটি স্টেডিয়াম। যুবভারতী ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে, যুবভারতীর কমপ্লেক্সের মধ্যে। নাম হল বিবেকানন্দ স্টেডিয়াম। দেশে শুধু হকি খেলার জন্য এরকম স্টেডিয়াম আর নেই জানালেন ক্রীড়ামন্ত্রী। দর্শকাসন ২২ হাজার। কিন্তু সেখানে রয়েছে চমক। স্টেডিয়ামের একদিকে দর্শকদের বসার গ্যালারি তৈরি করা হয়েছে। আর বাকি তিনদিকে তৈরি করা হয়েছে ঘাসের তৈরি ছোট পাহাড়! ওখানে বসে বসে আপনি খেলা দেখতে পারেন। অ্যাডিলেড, সিডনি, বা ব্রিসবেনের ছবি এবার কলকাতায়! অভিনব এই স্টেডিয়ামে অ্যাস্ট্রো-টার্ফের পিচ তো বসানো হয়েছেই। ক্রীড়ামন্ত্রী জানালেন, “২০ কোটি টাকা খরচ করে স্টেডিয়াম তৈরি করা হয়েছে। মাঠ ও দর্শকাসন ছাড়াও পরিকাঠামোর অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা অত্যাধুনিক। একদম আর্ন্তজাতিক মানের।” সুজিত বোস, যিনি বর্তমানে হকি বেঙ্গলের প্রেসিডেন্টও, সাংবাদিক বৈঠকে বললেন, “এই আর্ন্তজাতিক মানের স্টেডিয়ামে শুধু খেলা হবে। আপাতত অনুশীলনের জন্য ব্যবহার করা হবে না। আমাদের আশা, সর্বভারতীয় হকি ফেডারেশন এবার এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ, জাতীয় পর্যায়ের ম্যাচ আমাদের আয়োজন করতে বলবে।” আরও একটি গুরুত্বপূর্ণ কথা রাজ্যের ক্রীড়ামন্ত্রীর মুখে শোনা গেল। “বহুবছর ধরে ময়দানে তিন বড় ক্লাবের ঘেরা মাঠে হকির অধীনে চলে যায়। এটি বহু পুরোনো এক নিয়ম। সেই কারণে, সম্প্রতি, বিশেষত ন্যাশনাল লিগ বা আই লিগ বা এখন আইএসএল শুরু হওয়ার পর তিন বড় ক্লাবের ফুটবল দলগুলি অনুশীলন করতে পারে না। হকির এই স্টেডিয়াম আসায় আগামি মরশুম থেকে আমার আশা সেই সমস্যার সমাধান হবে। হকি বেঙ্গল আয়োজিত কলকাতার প্রিমিয়ার ডিভিশন হকি লিগের ম্যাচ অ্যাস্ট্রো-টার্ফে হবে। বাংলা থেকে আন্তর্জাতিক মানের হকি খেলোয়াড়ও উঠে আসবে,” বললেন অরূপ বিশ্বাস। শনিবার থেকে শুরু হতে চলা বেটন কাপে অংশ নিচ্ছে ২১টি দল। গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় নেভি এবং রানার্স আপ ইন্ডিয়ান ওয়েলও তাদের মধ্যে রয়েছে। বিবেকানন্দ স্টেডিয়াম ছাড়াও বেটন কাপের খেলা হবে ডুমুরজোলা কমপ্লেক্সে। তাৎপর্যের বিষয়, এবারের বেটন কাপে অংশ নিচ্ছে না ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং। প্রেসিডেন্ট সুজিত বোস জানালেন, এবারের চ্যাম্পিয়ন দল পাবে ১০ লক্ষ টাকা আর রানার্সকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা। দুটি সেমিফাইনাল হবে ১৫ নভেম্বর আর ফাইনাল পরের দিন, ১৬ নভেম্বর। সুজিত বোস এবং ক্রীড়ামন্ত্রী, দুজনেই জানালেন, অদূর ভবিষ্যতে বিবেকানন্দ স্টেডিয়ামে হকির অ্যাকাডেমি তৈরি হলে তখন এই মাঠে অনুশীলন করা হবে।
রশিদের জন্য রবিবারের ডার্বি জিততে চান শৌভিক

ইস্টবেঙ্গলের প্যালেস্তাইনের মিডফিল্ডার মহম্মদ রশিদের জন্য রবিবারের কলকাতা ডার্বি জিততে চান দলের বর্ষীয়ান মিডফিল্ডার শৌভিক চক্রবর্তী। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আলাদা গ্রুপে থাকা দু’দলই নিজেদের গ্রুপে শীর্ষস্থানে আছে। দু’দলই গ্রুপের তিনটি করে ম্যাচ জিতেছে। কিন্তু তারপরও ইটবেঙ্গলের মিডফিল্ডারের মতে ডার্বি ম্যাচের আগে কোনও পরিসংখ্যান কাজ করে না। সেই ম্যাচে শূন্য থেকে শুরু করতে হয়। রশিদকে শুক্রবার রাতেই দেশে ফিরে যেতে হয়েছে। তার বাবা প্রয়াত হয়েছেন। গ্রুপে লিগে সেনাবাহিনীর বিরুদ্ধে এই মিডফিল্ডার নজর কেড়েছিলেন। দুরপাল্লার শটে গোলও করেছিলেন। শৌভিক বলেছেন, “রশিদের পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা আমাদের। ও নেই ঠিকই। রাশিদের জন্য এই ডার্বিটা জিততে চাই।’ রবিবারের বড় ম্যাচ নিয়ে শৌভিকের বক্তব্য, “বড় ম্যাচ সবসময় আবেগের। সবসময় ৫০-৫০। আমরা গ্রুপ পর্বে ভালো খেলেছি। আশা করছি ডার্বিতেও ভালো ফল হবে। ডার্বি পুরোপুরি নির্ভর করে সেই দিনের উপরে। ব্যক্তিগত টার্গেট তো থাকেই। সমর্থকদের কথা ভেবে জিততে চাই। প্রত্যেকটা ডার্বির গুরুত্ব আলাদা।”