কেরল লিগে অখ্যাত নিজারের ১২ বলে ১১ ছক্কা!

কেরল ক্রিকেট লিগে সলমন নিজারে ব্যাটিং রোশনাই। করলেন নতুন কীর্তি। ইনিংসের শেষ ওভারে ছ’টি ছক্কা মারেন নিজার। ছ’বলে ছটি ছক্কা মারার কীর্তিতে অনেকের নাম। যেমন যুবরাজ সিং, রবি শাস্ত্রী, ও হার্শে গিবস। কিন্তু নিজারের কীর্তি ওদের ছাপিয়ে গেল। শনিবার ত্রিবান্দ্রম রয়্যালসের বিরুদ্ধে কালিকট গ্লোবস্টার্সের হয়ে নিজার মারলেন ১২ বলে ১১টা ছয়! ২৮ বছরের বাঁ-হাতি ব্যাটসম্যান ২৬ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর স্ট্রাইক রেট ৩৩০.৭৬। ১২টা ছয়ে সাজানো তাঁর ইনিংসে ২০ বলে ৫০ রান করেন নিজার। ছ’নম্বরে ব্যাট করেন নিজার। গত বছর মাঝ মরশুমে সিএসকে তাঁকে ডেকেছিল। শনিবারের বিধ্বংসী ইনিংসের পরে অনেকেই মনে করছেন ২০২৬-এর আইপিএলে তাঁকে সিএসকে সই করাতে পারে। একটা সময় অবশ্য নিজার ধীর লয়ে ব্যাটিং করছিলেন। ১৩টি ডেলিভারিতে ১৭ রান করেন। পরের ১৩ বলে তিনি ৬৯ রান করেন। একসময়ে মনে হচ্ছিল কালিকটের ইনিংস শেষ হয়ে যাবে ১৩০ রানের মধ্য়েই। কিন্তু সেই কালিকট থামল গিয়ে ১৮৬ রানে। এর আগে কেরল ক্রিকেট লিগে সঞ্জু স্যামসন ঝড় তুলেছেন।