৩১-এই ফুটবলকে বিদায় জানাল বিশ্বকাপ জয়ী উমতিতি

সকলকে অবাক করে হঠাৎই ফুটবল ছাড়ার সিদ্ধান্ত বিশ্বকাপ(Fifa World Cup) জয়ী ফরাসি তারকা স্যামুয়েল উমতিতির(Samuel Umtiti)। কেরিয়ার গ্রাফটা তাঁর শুরুটা ভালো ভাবে হলেও, একাধিক চোট আঘাতের জন্য বারবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। একটা সময় বিশ্ব ফুটলের ভবিষ্যৎ তারকা হিসাবে দেখা হত স্যামুয়েল উমতিতিকে(Samuel Umtiti)। কিন্তু সবকিছুতেই তাঁর অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল এই চোট আঘাত। আর তাতেই শেষপর্যন্ত ১৩ বছরের কেরিয়ারে ইতি টানলেন স্যামুয়েল উমতিতি। ২০১৮ সালের বিশ্বকাপে(2018 Fifa World Cup) দুরন্ত ফর্মে ছিলেন স্যামুয়েল উমতিতি। ফ্রান্সের(France) বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি। শুধুমাত্র দেখের জার্সিতে নয়, ক্লাবের জার্সিতেও একসময় দুরন্ত ছন্দে ছিলেন স্যামুয়েল উমতিতি(Samuel Umtiti)। বার্সেলোনায়(Barcelona) একসময় লিওনেল মেসির(Lionel Messi) সতীর্থও ছিলেন তিনি। কিন্তু বারবার চোট আঘাতটাই তাঁর কেরিয়ার গ্রাফটা নীচের দিকে নামিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতেই তাঁর অবসর গ্রহনের কথা জানিয়েছেন স্যামুয়েল উমতিতি(Samuel Umtiti)। সেখানেই তিনি লিখেছেন, “নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে তৈরি হওয়া এই কেরিয়ারে এবার সময় এসেছে ইতি টানার। এটা আমার প্যাশন। এই খেলাকে আমি আমার সবটা দিয়েছি। আর কোনওরকম খারাপ আফসোস নিয়ে অবসরটা নিচ্ছি না। যে সমস্ত ক্লাব, সভাপতি এবং কোচেদের সঙ্গে কাজ করেছি তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ”। দেশের পাশাপাশি ক্লাব ফুটবলেও বেশ সফস তিনি। বিশেষ করে বার্সেলোনার জার্সিতে স্যামুয়েল উমতিতির সাফল্যটাই সবচেয়ে বেশি রয়েছে। ক্যাটালুনিয়ানদের ১৩৩টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া দুটো লা লিগা ট্রফিও রয়েছে উমতিতির ক্যাবিনেটে। এছাড়া ফ্রান্সের হয়ে খেলেছেন দুটো বিশ্বকাপ। ২০১৮ সালে ফাইনালের মঞ্চেও প্রথম একাদশে ছলেন স্যামুয়েল উমতিতি। সেই কেরিয়ারেই এবার ইতি টেনে অবসরের পথে চলে গেলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার।