গাড়ি উলটে গিয়ে দুর্ঘটনায় আহত প্রাক্তন জাতীয় গোলকিপার সংগ্রাম মুখোপাধ্যায়

গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত প্রাক্তন জাতীয় গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায় (Sangram Mukherjee)। কল্যাণী রোডে এই দুর্ঘটনার খবর সোশাল মিডিয়ায় জানিয়েছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের (United Sports) কর্তা নবাব ভট্টাচার্য। তবে বড় কোনও চোট লাগেনি সংগ্রামের। ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য সোশাল মিডিয়ায় লেখেন, ‘কল্যাণী রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট। সবাই অক্ষত। সওয়ারির নাম সংগ্রাম মুখোপাধ্যায়। সঙ্গে কোচ জোসেফ, আমাদের নীলেশ আর ঋষি (অভিজিৎদার একমাত্র সন্তান)। সবাই অক্ষত, সবাই ভালো আছে। বড় কোনও চোট নেই।’ তিনি আরও লেখেন, ‘সংগ্রাম ভালো আছে। সৌভাগ্যক্রমে আমরাও পাশেই ছিলাম। ডিসিপি গণেশ বিশ্বাস সাহেব ওই সময়ে এসে পৌঁছালেন। সঙ্গে নৈহাটির বিধায়ক সনৎ দে। সবাই অসম্ভব সাহায্য করেছেন। আরও একটা টাইব্রেকারে ম্যাচ বের করল সংগ্রাম। দ্বিতীয় জীবন পেল।’ দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি উলটে গিয়েছে। যা ক্রেনের সাহায্যে তোলার চেষ্টা করা হচ্ছে। দেখা গিয়েছে, সংগ্রামকেও। তাঁকে পুরোদস্তুর সুস্থ অবস্থায় দেখে এক নেটিজেন লিখেছেন, ‘ঈশ্বরের অশেষ কৃপা এবং সকলের চেষ্টায় সত্যি দ্বিতীয় জীবন পেল। সুস্থ ভাবে বাড়ি ফিরুক সবাই।’ কাঁচরাপাড়ায় জন্ম এবং বেড়ে ওঠা প্রাক্তন এই গোলকিপারের। টাটা ফুটবল অ্যাকাডেমি (Tata Football Academy) থেকে উঠে আসা এই ফুটবলার খেলেছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং সালগাঁওকরে। ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন সংগ্রাম। কলকাতা ফুটবল লিগে সাদার্ন সমিতির হয়ে খেলে গ্লাভসজোড়া তুলে রাখেন তিনি।