কিংবদন্তি জাভির আবেদন বাতিল করলো AIFF!!

সায়ন প্রামানিক: ভারতীয় জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ খুঁজছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সেই তালিকায় নাম দেখে চমকে গিয়েছিলেন অনেকেই—স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ আবেদন করেছেন ভারতীয় দলের কোচ হওয়ার জন্য। TOI-র রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন, অস্ট্রেলিয়ার হ্যারি কিউয়েল, খালিদ জামিলদের সঙ্গে জাভির নামও ছিল আবেদনকারীদের তালিকায়। AIFF-এর ন্যাশনাল টিম ডিরেক্টর সুব্রত পাল জানান, “জাভির নাম সত্যিই তালিকায় ছিল। আবেদন ইমেল মারফত পাঠানো হয়।” যদিও জাভির ফোন নম্বর ফর্মে উল্লেখ ছিল না, তবে ইমেলটি তাঁর নিজস্ব আইডি থেকেই পাঠানো হয়েছিল বলে নিশ্চিত করা হয়েছে। তবে এই স্বপ্নের প্রস্তাব শেষমেশ বাতিল করতে হয়। AIFF-র টেকনিক্যাল কমিটির এক সদস্য TOI-কে জানান, “জাভির মতো কোচকে আনতে গেলে বিশাল অঙ্কের অর্থ লাগবে। এমনকি তিনি সত্যিই আগ্রহী হলেও, আর্থিক সীমাবদ্ধতা বড় বাধা।” জাভি বার্সেলোনার হয়ে ৭৬৭টি ম্যাচ খেলেছেন, এবং কোচ হিসেবে ২০২২-২৩ মরশুমে দলকে লা লিগা ও ২০২৩ সালের সুপারকোপা জিতিয়েছেন। ভারতীয় ফুটবলের প্রতি তাঁর আগ্রহ থাকলেও, এবার সেই অধ্যায় শুরু হওয়ার আগেই শেষ।
জাতীয় কোচের আবেদন করার দিন শেষ হল; এআইএফএফ এখনই সিদ্ধান্ত নিতে চাইছে না!

সিনিয়র জাতীয় দলে নতুন কোচের পদের জন্য আবেদন নেওয়ার দিন শেষ হল রবিবার। এআইএফএফ সূত্রে জানা গিয়েছে, প্রায় শ’খানেক কোচের আবদন জমা পড়েছিল। কিন্তু জনা সাতেক কোচকে তাদের মধ্যে থেকে বাছা হয়েছে। যাদের ভারতীয় কোচ দু’জন। সঞ্জয় সেন এবং খালিদ জামিল। বাকিরা বিদেশি। তাদের মধ্যে আন্তোনিও হাবাস, স্টিফেন কনস্ট্যানটাইনের মত হেভিওয়েট নামও আছে। কোচ ঠিক করার একটা পদ্ধতি ফেডারেশনের খাতায় লেখা আছে। সেই পদ্ধতি অনুযায়ী, আগামি সপ্তাহে আবেদনপত্রগুলো ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হবে। তারা নিজেদের মধ্যে কোচ নির্বাচন করে ফেডারেশনের এগজিকিউটিভ কমিটির কাছে পাঠাবেন। তারপর সেই কমিটির লিখিত অনুমোদনে নতুন কোচের নির্বাচন চূড়ান্ত হবে। সব মিলিয়ে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নতুন কোচ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এই পদ্ধতিতেই কাজ হবে। নতুন কোচের নামও চুড়ান্ত হবে। এক্ষেত্রে ভারতীয় কোচেরই জাতীয় দলের কোচ হয়ে ফেরার সম্ভাবনা বেশি। সেই দৌড়ে খালিদ জামিল এগিয়ে থাকলেও ফেডারেশনের এক সূত্র জানাল, খালিদ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় চেয়েছেন। ফেডারেশনের কর্তারাও এখন সময় চাইছেন। আগামি সপ্তাহেই সুপ্রিম কোর্টে শুনানি। ফেডারেশনের শীর্ষকর্তারাও চাইছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ নিতে। নাম প্রকাশে অনিচ্ছুক ফেডারেশনের এক কর্তা রবিবার ফোনে বললেন, “সুপ্রিম কোর্ট যদি বলে, সংবিধান সংশোধন, নির্বাচন করতে হবে, তাহলে শুধু কোচ নির্বাচন নয়, অনেক কিছুই হবে না। জাতীয় পুরুষ এবং মহিলা দলের এশিয়ান কাপে অংশ নেওয়াও অনিশ্চিত হয়ে যাবে। আমাদের আশা সুপ্রিম কোর্ট এমন কোনও সিদ্ধান্ত নেবে না যাতে ভারতীয় ফুটবলের চলাটা থেমে যায়।”