ম্যাচ চলাকালীনই মৃত্যু কোচের!

খেলা চলছিল সার্বিয়ান সুপার লিগে রাডিনিকি ১৯২৩ আর ম্লাডোস্টের মধ্যে। সবে ২২ মিনিট হয়েছিল খেলা। হঠাৎই শোরগোল পড়ে গেল রাডিনিকির ডাগ আউটের সামনে। কোচ লাদেন জিজোভিচ পড়ে গিয়েছেন সেখানে। সঙ্গে সঙ্গে টিমের ডাক্তার দৌড়ে যান। খেলা বন্ধ থামিয়ে দেন রেফারি। মাঠেই বোঝা গিয়েছিল, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। দ্রুত হাসপাতালে পাঠানো হয় ৪৪ বছরের বসনিয়ান কোচকে। খেলা বন্ধ রাখা হয় কিছুক্ষণ। কোচকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর আবার খেলা শুরু হয়। কিন্তু খেলা শুরুর মিনিট কুড়ি পরেই খবর আসে, প্রয়াত হয়েছেন কোচ জিজোভিচ। সাপোর্ট স্টাফরা এই খবর পাওয়ার পর মাঠেই মাইকে ঘোষণা করা হয় জিজোভিচের মৃত্যুর খবর। স্তব্ধ হয়ে যায় রাডিনিকির ক্যাম্প। মাঠেই শুয়ে কাঁদতে দেখা যায় দলের ফুটবলারদের। তখন নিজেদেরকে নিজেদের সান্ত্বনা দেওয়া ছাড়া আর কী-ই বা করবেন তারা? রেফারি ম্যাচ বাতিল ঘোষণা করে দেন। জিজোভিচের আচমকা মৃত্যুতে শোকাহত রাডনিকি ক্লাবের সবাই। এটি ছিল তাঁর তিন নম্বর ম্যাচ। অক্টোবরেই দায়িত্ব নিয়েছিলেন তিনি। ফুটবলার কেরিয়ারে বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় টিমের হয়ে গোটা তিনেক ম্যাচ খেলেছিলেন। সার্বিয়ান ও বসনিয়ান ফুটবলের সঙ্গে জড়িতরা শোকবার্তা জানিয়েছেন।