আফ্রিদিই নাকি ৩৫০ আফগান পরিবারের দেখভাল করেন! ক্ষুব্ধ রশিদদের বয়কটে

পাকিস্তানের বোমারু বিমানের আঘাতে তিন আফগান ক্রিকেটারের মৃত্যুতে আফগানিস্তানের আসন্ন ত্রিদেশীয় সিরিজ বয়কটের সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করলেন শাহিদ আফ্রিদি। স্থানীয় সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে আফ্রিদি জানিয়েছেন, কীভাবে বছরের পর বছর ধরে আফগানিস্তানের মানুষদের সাহায্য করছে পাকিস্তান। বলেছেন, “আমি এটা আশা করিনি। গত ৫০-৬০ বছর ধরে আমরা আফগানিস্তানের মানুষদের সাহায্য করছি। আমিই করাচিতে ৩৫০ আফগান পরিবারের দেখভাল করি!” আফ্রিদির মতে, পাকিস্তান ও আফগানিস্তানের মানুষদের একসঙ্গে থাকা উচিত। কোনও ভাবেই ব্যবধান থাকা উচিত নয়। আফ্রিদি বলেন, “আমার বিশ্বাস, দু’দেশের মানুষদের মধ্যে একটা ভাল সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক থাকা উচিত। আমাদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়।” সেই কারণেই আফগানিস্তানের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না আফ্রিদি। তাঁর মতে, আফগানিস্তানের মানুষদের ভুল বোঝানো হচ্ছে। তিনি বলেন, “আপনাদের উচিত ছিল আমাদের সঙ্গে আলোচনা করা। তা না করে আপনারা এমন লোকদের সঙ্গে হাত মিলিয়েছেন যাঁরা পাকিস্তানে দীর্ঘ দিন ধরে সন্ত্রাস চালাচ্ছে। আমরা বরাবর আপনাদের আশ্রয় দিয়েছি। আপনারা আমাদের দেশে ব্যবসা করেছেন। তার পর আপনাদের এ সব করা উচিত নয়।” তবে ত্রিদেশীয় সিরিজ় থেকে আফগানিস্তান নাম তুলে নিলেও সূচি অনুযায়ী প্রতিযোগিতা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রশিদদের বদলে জ়িম্বাবোয়ে তৃতীয় দল হিসাবে খেলবে। বাকি দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হবে সেই প্রতিযোগিতা। অন্যদিকে, জম্মু ও কাশ্মীর থেকে উঠে ভারতের হয়ে খেলা ক্রিকেটার পারভেজ় রসুল সোমবার অবসর নিলেন। বিজবেহেরায় জন্ম নেওয়া ৩৬ বছরের অলরাউন্ডার ১৭ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ৫৬৪৮ রান এবং ৩৫২টি উইকেট নেওয়ার পর ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন রসুল। একটি এক দিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ।