ভগবানের সাক্ষাতের প্রহর গুনছেন শিবে পাত্র, মেসিকে নিজে হাতে খাওয়াতে চান চা

সৌভিক মোহন্ত ১৩ ডিসেম্বর শহরে লিওনেল মেসি(Lionel Messi)। তাঁকে নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে তিলোত্তমায়। সেইসঙ্গে ভগবানের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় দিন গুনছেন ভক্ত শিবে পাত্র(Shibe Patra)। যে মেসিকে(Lionel Messi) এতদিন শুধুমাত্র টিভিতে দেখেছেন। যাঁর ছবি দেখেছেন শুধুমাত্র। সেই মেসির সঙ্গেই যে এবার তাঁর সাক্ষাত হতে চলেছে। উদ্যোক্তা শতদ্রু দত্ত(Shatadru Dutta) তাঁকে কথা দিয়েছেন। মেসিকে নিজে হাতে চা(Tea) খাওয়াতেই চান শিবে পাত্র(Shibe Patra)। মেসিকে একেবারে সামনে থেকে দেখতে পাবেন তিনি। এই আননন্দটা যেন ধরে রাখতে পারছেন না শিবে পাত্র। লিওকে ঘিরে রয়েছে নানান পরিকল্পনা। তবে একটা সবচেয়ে বড়। সেটা হল তাঁর ভগবান মেসিকে সামনে থেকে দেখতে পাওয়া। পাশে বসতে পারা। মেসির(Lionel Messi) জন্মদিন মানেই ইছাপুরের পাত্র বাড়িতে হৈচৈ। মেসির(Lionel Messi) যত তম জন্মদিন, সেই পাউন্ডের কেক কাটা হয়। আসলে মেসিকে যে নিজের পরিবারের সদস্য ভাবেন শিবে পাত্র। মেসির যত বছরের জন্মদিন হয়, ঠিক তত গুলো পদই রান্না করা হয় সেদিন শিবে পাত্রের(Shibe Patra) বাড়িতে। আর সেই কর্মযজ্ঞে তাঁকে সাহায্য তাঁর স্ত্রী এবং কন্যা নেহা পাত্র দাস (Neha Patra Das)। বাড়ির রং থেকে চায়ের দোকানের রং। সবটাই লিও মেসির আর্জেন্তিনার জার্সির রঙয়ে। অনেকেই তাদের নিয়ে হাসাহাসি করেছেন। কিন্তু এই চা বিক্রিতা শিবে পাত্রের তাঁর ভগবানের প্রতি ভালোবাসা ছিল একেবারেই খাদহীন। মেসিকে যেমন নিজে হাতে বানানো চা খাওয়াতে চান তিনি। তেমনই মেসিকে জানাতে চান তিনি মেসিকে নিয়ে ঠিক কতটা পাগল। কলকাতায় মেসির জনপ্রিয়তা কী। লিওনেল মেসির(Lionel Messi) অন্ধ ভক্ত তিনি। দোকান থেকে বাড়ি, যেদিকেই তাকানো যায় শিবে পাত্রর(Shibe Patra) সবকিছুটা জুড়েই শুধুমাত্র লিওনেল মেসি। ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের হাত ধরেই দীর্ঘদিন ধরে দেখে আসা স্বপ্নটা এবার সফল হতে চলেছে তাঁর। আননন্দের সীমা বাঁধ ভেঙেছে। মাঝে একটা মাস। শিবে পাত্র এখন থেকেই দিন গুনছেন। এমনটা হবে নাই বা কেন, তাঁর কাছে যে মেসি ভগবান। আর সেই ভগবানের সাক্ষাত পাওয়ার সুযোগটাই তো তাঁর কাছে সবচেয়ে প্রিয়। মেসির সঙ্গে দেখা করতে পারার কথা জানার পর থেকেই উচ্ছ্বসিত শিবে পাত্র। তিনি বলছিলেন, “যে সময় আমি জানতে পারলাম সেই সময় থেকেই আমি অত্যন্ত আনন্দিত। আমি উচ্ছ্বসিত। দেখা করানোর কথা আমাকে বলেছে। ভগবানের সঙ্গে যদি দেখা হয় সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের একটা মুহূর্ত। আমি মেসির জন্য বহু অনুষ্ঠান করেছি। তাঁকে কিছু জিনিস দেওয়ারও ইচ্ছা রয়েছে আমার। আর যিনি অর্থাৎ শতদ্রু দত্ত এই ব্যবস্থা করে দিচ্ছেন, তিনি একদিন আমাদের বাড়িতে ভাত, ডাল, আলু পোসত খাবেন বলেছেন”। শুধুমাত্র শিবে পাত্র নন। উচ্ছ্বসিত তাঁর মেয়ে নেহা পাত্র দাসও। যখন থেকে এই খবরটা পেয়েছে, আবেগতাড়িত তারাও। বাবার কষ্টটা একেবারে চোখের সামনে থেকে দেখেছেন। অবশেষে বাবার স্বপ্ন পূরণ হতে চলেছে। তিনিও আপ্লুত। নেহা পাত্র(Neha Patra Das) জানাচ্ছেন, “মেসি আসবে সেটা জানার পরই দাদাকে মেসেজ করেছিলাম। এই বছর মেসির জন্মদিনেও আমরা শতদ্রু দা-কে আমন্ত্রণ জানিয়েছিলাম। মেসি আসার ফাইনাল খবর পাওয়ার পর দাদার সোশ্যাল মিডিয়া পেজে গিয়েও পোস্ট করেছিলাম আমি। এরপরই একদিন দেখি শতদ্রু দা আমাকে মেসেজ করে বাবার ফোন নম্বর চেয়েছেন। সেটা দেখেই আমি চমকে গিয়েছিলাম। বিশেষ যখন বুঝতে পারছিলাম যে বাবার স্বপ্নটা এবার হয়ত পূরণ হতে চলেছে। বাবার সঙ্গে কথা হয়। এরপরই দাদা পোস্ট করেছিলেন যে তিনি আমাদের বাড়িতে আসবেন। এই দেখা করানোর ব্যপারটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা সেখানে যাব। আমার বাবা যেহেতু চা বিক্রেতা, তাই মেসিকে বাবা নিজে হাতে চা খাওয়াবেনই”।
১৩ ডিসেম্বরের কলকাতা ডার্বিতে “এমএসএন” শো!

১৩ ডিসেম্বর যুবভারতীতে ডার্বি(Derby)। আর সেখানেই পুরস্কার দেবেন লিওনেল মেসি(Lionel Messi)। হ্যাঁ শুনতে অবাক লাগলেও সেটাই কিন্তু হতে চলেছে। মেসির(Lionel Messi) আসার খবর শুনে ইতিমধ্যেই শহর জুড়ে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। মেসি ম্যানিয়ায় আক্রান্ত হয়েছে গোটা শহর। আর সেই সঙ্গে যদি বাড়তি পাওনা হয় সুয়ারেজ(Luis Suarez) এবং নেইমার(Neymar), তবে তো কথাই নেই। আর সেটাই স্বাক্ষী হতে চলেছে ১৩ ডিসেম্বরের যুবভারতীয় স্টেডিয়াম। বার্সেলোনার(Barcelona) পর ফের একবার এমএসএন(Messi-Suarez-Neymar) জুটিকে দেখা যেতে চলেছে একসঙ্গে। না মেসি খেলবেন না। কিন্তু মাঠে লাল-হলুদ ও সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে পারে নেইমার এবং সুয়ারেজকে। মেসিকে(Lionel Messi) আনার কথা আগেই ঘোষণা করেছেন শতদ্রু দত্ত(Shatadru Dutta)। এবার সোশ্যাল মিডিয়ায় তিনি আপও একটা চমক দিয়েছেন। মেসির সামনে যুবভারতীয় স্টেডিয়ামে হবে মিনি ডার্বি। সেখানে যেমন দেশীয় তারকারা থাকবেন, তেমনই থাকবেন বিদেশি তারকারাও। মোহনবাগান মেসি অল স্টার বনাম ইস্টবেঙ্গল মেসি অলল্টার ম্যাচ হবে। সেই ডার্বিতেই খেলতে দেখা যেতে পারে নেইমার ও সুয়ারেজকে। আর বছরের শেষে সেটা হলে যে উৎসবের হাওয়া আরও দ্বিগুন গতিতে ছড়াবে তা বলার অপেক্ষা রাখে না। শতদ্রু দত্ত তাঁর সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন যে ম্যাচের পর যে দল জিতবে তাদের পুরস্কার তুলে দেবেন খোদ লিওনেল মেসি। আর এই খবরেই আপ্লুত সকলে। একইসঙ্গে থাকতে চলেছে নানান চমক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরোটা রাজু দাকে নিয়ে একটা পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাজুদার থেকে পরোটা খাচ্ছেন মেসি। সেটাও নজর এড়ায়নি শতদ্রু দত্তের। সেই পোস্টই রিপোস্ট করে শতদ্রু দত্তের বিরাট ঘোষণা। সেই ছবিই নাকি এবার বাস্তব করতে চলেছেন তিনি। পরোটা রাজু-দার হাত থেকে তিনি পরোটা খাবেন কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই। তবে মেসির পাশে তাঁকে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
শহরে মেসি, আগামী ৯ অক্টোবর থেকে পাওয়া যাবে টিকিট

আগামী ১৩ ডিসেম্বর শহরে আসছেন লিওনেল মেসি(Lionel Messi)। বিশ্বকাপ জয়ের পর এই প্রথমবার ভারতের মাটিতে পা রাখছেন এলএমটেন। শতদ্রু দত্তের(Shatadru Dutta) হাত ধরেই শহরবাসী স্বাক্ষী হতে চলেছে এক বিশেষ মুহূর্তের। যুবভারতীতে নামবেন মেসি(Lionel Messi)। আর সেই খবর শোনার পর থেকেই সকলের মধ্যে কৌতূহল বাড়তে শুরু করেছে। কেমনভাবে তারা দেখবেন এলএন টেনকে। সেই খবরও চলে এল। যুবভারতীতে মেসি ম্যাচের টিকিটের দাম এবার ৩২০০ টাকা। তবে জিএসটি আলাদা। মেসি ম্যাচ দেখার টিকিট পাওয়া যাবে অনলাইনে। ২০২২ সালে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয় ফিফা বিশ্বকাপ জিতেছেন লিও মেসি(Lionel Messi)। গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর অগুন্তী ভক্ত। আর কলকাতার অলিতে গলিতে মেসি ভক্তের ছড়াছড়ি। সেই মেসিই(Lionel Messi) এবার কলকাতার মাটিতে। সেই খবর জানার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। যুবভারতীতে নামবেন মেসি। সেখানে রয়েছে বহু চমক। মেসির(Lionel Messi) সঙ্গে যেমন এক মঞ্চে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তেমনই শোনা যাচ্ছে লিও মেসির সঙ্গে নাকি আসতে পারেন আরেক তারকা লুই সুয়ারেজও(Luis Suarez)। অর্থাৎ বছরের শেষটা যে শহরবাসীর উৎসবের মাত্রাটা আরও কয়েকগুন বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেই মেসিকে দেখতে পাওয়ার টিকিটের দামও নির্ধারিত হয়ে গেল। অফ লাইন নয়। মেসি(Lionel Messi) ম্যাচের টিকিট পাওয়া যাবে অনলাইন মধ্যমে। আগামী ৯ অক্টোবর থেকে পাওয়া যাবে টিকিট। একজন অবশ্য চারটের বেশি টিকিট কাটতে পারবেন না। টিকিটের দাম ধার্য করা হয়েছে ৩২০০ টাকা। তবে জিএসটি আলাদা। মেসিকে দেখার জন্য যে সেদিন যুবভারতী কানায় কানায় ভড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র কলকাতায় নয়। মেসি যাবেন দিল্লি এবং মুম্বইতেও। মুম্বইতে তাঁর সঙ্গে সচিন এবং দিল্লিতে বিরাট কোহলির থাকার সম্ভাবনা রয়েছে। যদিও বিরাট কোহলি নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত নিশ্চয়তা আসেনি। ১৪ বছর পর ফের একবার মেসি আসছেন কলকাতা শহরে। শতদ্রু দত্তের হাত ধরেই ফুটবলের রাজপুত্র আসছেন শহরে। তাঁকে নিয়ে এখন থেকেই উন্মাদনা বাড়তে শুরু করেছে।
মেসির ভারত সফর সূচি, ব্রডকাস্ট পার্টনার পিআর সলিউশন

ডিসেম্বরে বড়দিনের উৎসবের আগেই শহর কলকাতা ভাসতে চলেছে ফুটবলের উৎসবে। কারণ লিওনেল মেসি(Lionel Messi) আসছেন শহরে। এখন থেকেই যেন এলএম টেনের(LM 10) শহরে আসা নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। প্রায় ১৪ বছর পর ফের একবার শহরে পা রাখছেন মেসি। প্রখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের(Shatadru Dutta) হাত ধরেই ফের একবার মেসি আসছেন কলকাতায়। তাঁকে ঘিরে শহর জুড়ে রয়েছে একাধিক পরিকল্পনা। রয়েছে বহু চমক। যুবভারতীতে যেমন নামবেন মেসি(Lionel Messi)। তেমনই কিশোর ফুটবলারদের সঙ্গে সময় কাটাবেন তিনি। আর সবটাই সম্ভব হচ্ছে শতদ্রু দত্তের চেষ্টায়। ভারতের তিন শহরে ঘুরবেন মেসি। কলকাতায় তাঁর সঙ্গে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে(Sourav Ganguly)। মুম্বইতে সচিন এবং দিল্লিতে মেসির পাশে দেখা যেতে পারে বিরাট কোহলিকেও। তাঁকে ঘিরে নানান পরিকল্পনা জানালেন শতদ্রু দত্ত(Shatadru Dutta)। লিওনেল মেসি(Lionel Messi) শহরে আসছেন। মাঠে তো অনেকেই যাবেন, কিন্তু মেসিকে দেখার জন্য স্কৃণেও তো চোখ রাখবেন অনেকে। আর সেই দায়িত্বেই এবার পিআর সলিউশন(PR Solution)। লিওনেল মেসির ভারত ভ্রমনের ব্রডকাস্টিংয়ের অফিসিয়াল পার্টনার এবার পিআর সলিউশন(PR Solution)। সেই কথাও শনিবার ঘোষণা করলেন শতদ্রু দত্ত। লিওনেল মেসিকে(Lionel Messi) তো আনছেনই। কিন্তু এখানেই থেমে থাকছেন না শতদ্রু। মেসির পর শহরবাসীকে এবার আরেকটা উপহার দিতে চলেছেন তিনি। সবকিছু ঠিকঠাক চললে তাঁর হাত ধরেই এবার আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর সেটা হলে প্রথমবার ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo)। একইসঙ্গে শতদ্রু দত্ত জানালেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাও। এরপরই ছোটদের ফুটবলে মনোযোগ দিতে চান তিনি। ছোট ফুটবলারদের খুঁদে বের করে তাদের বিদেশে পাঠিয়ে প্রস্তুতির ব্যবস্থা করতে চান শতদ্রু দত্ত। সরাসরি না বললেও, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কাজটাই যে তিনি শুরু করতে চান তা বলার অপেক্ষা রাখে না।
১৩ ডিসেম্বর যুবভারতীতে লিওনেল মেসি

১৩ ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসি(Lionel Messi)। শতদ্রু দত্তের উদ্যোগে বছরের শেষটা হতে চলেছে মেসিময়। গোটা শহরবাসী স্বাক্ষী হতে চলেছে এলএম টেনের পায়ের জাদুর। আর সবটাই সম্ভব হচ্ছে ফুটবলপ্রেমী ও ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর(Shatadru Dutta) জন্য। লিওনেল মেসিকে(Lionel Messi) ঘিরে রয়েছে বহু প্ল্যানিং থেকে চমক। যুবভারতীতেই লিওনেল মেসিকে দেওয়া হবে সংবর্ধনা। যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) সহ ক্রীড়ামন্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যপালদের মতো বিশেষ অতিথিরা। ডিসেম্বর মাস মানেই উৎসবের সময়। আর সেখানেই লিওনেল মেসির(Lionel Messi) মতো কিংবদন্তীর উপস্থিতি যে সেই উৎসবকে আরও কয়েক গুন বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। শুধু কলকাতা শহরে আসাই নয়। যুবভারতী স্টেডিয়ামে বল পায়েও দেখা যাবে ফুটবলের রাজপুত্রকে। খেলবেন ৪০ মিনিটের ম্যাচ। এছাড়াও আর বেশকিছু পরিকল্পনা তাঁকে নিয়ে রয়েছে। মেসির আসার খবর যে পাওয়ার পর থেকেই যে উত্তেজনার পারদ চড়তে চলেছে তা বলাই বাহুল্য। আমরা যোগাযোগ করেছিলাম উদ্যোক্তা শতদ্রু দত্তর সঙ্গে। তিনিই জানালেন এই বিষয়ে। শতদ্রু দত্ত বলেন, “আসলে এই ইভেন্টটার নাম হয়েছে গোট ট্যুর অব ইন্ডিয়া ( G.O.A.T Tour Of India )। এটা হবে কলকাতা, মুম্বই এবং দিল্লিতে। এটা আসলে হল লিওনেল মেসি সেলিব্রেশন। সেটাকেই বিভিন্ন ভাবে আমরা সেলিব্রেট করছি। যুবভারতী স্টেডিয়ামে হবে ফুটবল ম্যাচ। সেখানে আরও বেশ কিছু চমক রয়েছে। ৪০ মিনিটের ম্যাচ হবে। তারপর একটা মিউজিক্যাল সেলিব্রেশন রয়েছে। সেখানেই হবে ট্রিবিউট টু মেসি। তারপর ছোটদের সঙ্গে মেসির একটা ৩০ মিনিটের প্রস্তুতি ক্যাম্প হবে। তারপরই হবে মেসির গ্র্যান্ড সংবর্ধনা”। যুবভারতীতেই হবে মেসির গ্র্যান্ড সংবর্ধনা। কার্যত সেদিন তারকাদের হাট বসতে চলেছে যুবভারতীতে। শতদ্রু দত্ত জানিয়েছেন, “সেদিন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ডিএইচএফসির সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যপাল এবং পুলিশ কর্তারা থাকবেন”। ২০২২ সালে আর্জেন্তিনার (Argentina) হয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। তারপর শতদ্রু দত্তের হাত ধরেই এই প্রথমবার ভারতের মাটিতে আসছেন তিনি। মেসি দেখার উনমাদনা এখন থেকেই বাড়তে শুরু করেছে। তাঁর শুধুই ভারতে আসার অপেক্ষা।