বেটিং অ্যাপের প্রচারে আর্থিক লেনদেন, রায়নার পর এবার ধাওয়ানকে তলব ইডির

সুরেশ রায়নার পর এবার শিখর ধাওয়ান। বেআইনি বেটিং অ্যাপের প্রচার নিয়ে আরও এক ক্রিকেটার ইডির স্ক্যানারে। ধাওয়ানকে বৃহস্পতিবারই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বয়ান রেকর্ড করা হতে পারে। অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। যে ঘটনার তদন্তে নেমে একাধিক শহরে তল্লাশি চালাচ্ছে ইডি। তেমনই ওয়ান বেট নামের একটি বেআইনি বেটিং অ্যাপের মামলায় বৃহস্পতিবারই শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। সূত্রের খবর, এই অ্যাপের প্রচারের সঙ্গে নাকি জড়িত ধাওয়ানের নাম। আর সেই কারণেই তাঁকে জেরা করা হবে। জানা গিয়েছে, ওই বেটিং অ্যাপের একাধিক বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ধাওয়ান। সম্প্রতি অনলাইন গেমিং অ্যাপ সংক্রান্ত নয়া আইনে ওই বেটিং অ্যাপ নিষিদ্ধ হয়েছে। ওই বেটিং সংস্থার সঙ্গে ধাওয়ানের কী চুক্তি হয়েছে, কীভাবে লেনদেন হয়েছে, সবটা বুঝে নিতে চাইছে ইডি। এর আগে সুরেশ রায়নাকেও এই বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই তলব করেছিল ইডি। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। ওই ঘটনার মাসখানেকের মধ্যেই ধাওয়ানকে তলব করা হল। সূত্রের দাবি, ধাওয়ানের ভাইকেও তলব করেছে ইডি।