জ্বলছে নেপাল, মন ভালো নেই শ্যাম থাপার

গণ অভ্যুত্থানে জ্বলছে নেপাল(Nepal)। দেশ ছাড়া প্রধানমন্ত্রী সহ বহু মন্ত্রীরা। জ্বলছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বহু স্থাপত্য। নিজের দেশের এই ছবিটাই যেন মেনে নিতে পারছেন না প্রাক্তন কিংবদন্তী ফুটবলার শ্যাম থাপা(Shyam Thapa)। নেপালের এমন ছবি তাঁর কাছে বেদনার। মন ভালো নেই ভারতীয় ফুটবলের দুর্ধর্ষ তারকার। প্রতিবাদ হোক। কিন্তু সেই প্রতিবাদের এই ধারাটাতেই আপত্তি শ্যাম থাপার(Shyam Thapa)। গত কয়েকদিন ধরেই নেপালে(Nepal) অগ্নিগর্ভ পরিস্থিতি। দীর্ঘদিন ধরে ধিকি ধিকি জ্বলতে থাকা আগুনে ঘি ঢালার কাজটা করেছিল সরকারের ফেসবুক(Facebook), ইনস্টাগ্রাম(Instagram) সহ ২৭টি সোশ্যাল মিডিয়া অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি। এরপরই গণ বিস্ফোরণ ঘটেছে নেপালের(Nepal) মাটিতে। রাস্তায় নেমেছে গোটা যুব সমাজ সহ নেপালের বাসিন্দারাও। পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি হলেও, জনরোষ এখনও পর্যন্ত আটকানো সম্ভব হয়নি। নেপাল জুড়ে এখন শুধুই যেন ধ্বংসলীলা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেপালের এমন পরিস্থিতি দেখে মন খারাপ শ্যাম থাপারও। তাঁর নেপালকে যেন চিনতে পারছেন না তিনি। বারবার চোখে জল চলে আসছে। একসময় নেপালের বহু স্টেডিয়াম সহ নানান জায়গায় খেলেছেন তিনি। সেই স্মৃতিই যেন ভেসে উঠছে শ্যাম থাপার(Shyam Thapa) মনে। মন খারাপ নিয়ে শ্যাম থাপা(Shyam Thapa) বলছিলেন, “আমি সত্যিই বুঝতে পারছি না যে কী হচ্ছে নেপাল জুড়ে এটা। সমস্ত ঐতিহাসিক নিদর্শন জ্বলছে। বড় বড় স্থাপত্য জ্বলছে। মানুষদের মারধোর করা হচ্ছে। হচ্ছে লুঠপাঠ। নেপালের যে অবস্থা আমি দেখছি সত্যিই অত্যন্ত দুঃখ পাচ্ছি। কেন হবে না বলুন, আমি যে নেপাল থেকেই এসেছি। সেখানে আমি যেমন খেলেছি, তেমনই কোচিংইও করেছিলাম। বহু স্মৃতি রয়েছে আমার সেখানে। ভয় যতটা না পাচ্ছি, তার থেকেও বেশি দুঃখ পাচ্ছি আমি। অবশ্যই প্রতিবাদ হোক। কিন্তু সেটার একটা ধরণ রয়েছে। কিন্তু কখনোও সেটা সবকিছু ধ্বংস করে না। এদের বোঝাবার কোনও লোক নেই। শুধু লুঠপাঠ চলছে”। তিনি আরও জানান, “একবার সেই দেশে রাজার সময় এমন অবস্থা দেখেছিলাম আমি। সেই সময় আমি নেপালে ছিলাম। সেই সময় একদম এমনই অবস্থা হয়েছিল। সেই সময় আমি ভয়ও পেয়েছিলাম। এবার যা হচ্ছে দেখছি সেই একই পরিস্থিতি যেন তৈরি হয়েছে। আমি বুঝতে পারছি না যুব সমাজ কী করছে এটা। পার্লামেন্ট জ্বলছে। সমস্ত বড় বড় স্থাপত্য জ্বলছে, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বুঝতে পারছি না লেখা পড়া করার এটা কী ফল হচ্ছে”। বাইসাইকেল কিক খ্যাত শ্যাম থাপা ভারতে থাকলেও তাঁর পরিবারের বহু সদস্যরা কিন্তু এখনও নেপালেই থাকেন। কাকা, ভাই, মামা-রা সকলেই নেপালে থাকেন। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন শ্যাম থাপাও। তিনি বলছিলেন, “আমার ভাই, কাকারা সকলে সেখানেই আছেন। তাদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমার বহু আত্মীয়রা রয়েছেন সেখানে। এমনকি আমার মামা তো একসময় নেপালের মন্ত্রীও ছিলেন। কিন্তু কখনোই এমনটা দেখিনি নেপালের অবস্থা। সবচেয়ে খারাপ লাগছে নিজেদের নিদর্শন, ঐতিহাসিক স্থাপত্য ধ্বংস করছে ওরা”। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি সহ অন্যান্য মন্ত্রীদেরও বাড়ি ঘর জ্বলছে। পুড়িয়ে মারা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকেও। গোটা নেপাল জুড়ে এখন অচলাবস্থা চলছে। যত শীঘ্র সম্ভব সব ঠিক হোক এমনটাই চাইছেন নেপালে জন্মানো দেশের কিংবদন্তী ফুটবলার শ্যাম থাপা।