চোট আর মাঠে ফেরা নিয়ে নিজেই আপডেট দিলেন শ্রেয়স

প্লিহায় রক্তক্ষরণের জেরে এখনও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) সিডনির (Sydney) হাসপাতালে ভর্তি। তবে সুস্থ হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার একদিনের ম্যাচের সহ-অধিনায়ক। হাসপাতাল থেকে নিজেই শারীরিক অবস্থার উন্নতির কথা জানালেন শ্রেয়স। সোশাল মিডিয়া পোস্টে পাঞ্জাব কিংসের অধিনায়ক বললেন, “আমি এই মুহূর্তে চিকিৎসার মধ্যে রয়েছি। তবে প্রতিদিনই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আপনারা যেভাবে এই কঠিন সময়ে আমাকে সমর্থন করছেন, আমার আরোগ্য কামনা করে একের পর এক বার্তা পাঠাচ্ছেন, তাতে আমি কৃতজ্ঞ। আমাকে নিয়ে প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদ।” জানা গিয়েছে শ্রেয়স এখন অনেকটাই সুস্থ। তবে এখনই দেশে ফেরানো হচ্ছে না তাঁকে। যতদিন না বিমানের ধকলের জন্য তাঁর শরীর তৈরি হচ্ছে, ততদিন তাঁকে সিডনিতেই থাকতে হবে তাঁকে। সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তড়িঘড়ি তাঁকে সিডনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। যদিও উদ্বেগ কাটিয়ে আইসিইউ থেকে ছাড়া পেয়েছেন। শারীরিক অবস্থারও দ্রুত উন্নতি হচ্ছে তাঁর। প্লীহার ক্ষত ঠিক করতে বিশেষ এক পদ্ধতি অবলম্বন করে তাঁর চিকিৎসা করেছেন চিকিৎসকরা। বোর্ড সূত্রের খবর, শ্রেয়সের স্বাস্থ্যের প্রতি নজর রাখা হচ্ছে। টিম ইন্ডিয়ার এক চিকিৎসক সিডনিতেই রয়েছেন। তাঁর পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে। যার অর্থ দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে পাওয়া যাবে না। বিসিসিআই (BCCI) সূত্র বলছে, জানুয়ারিতে তিনি ফিট হয়ে যেতে পারেন।