হরমনপ্রীতদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে না ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা দল। প্রথমবার মহিলাদের ওডিআই বিশ্বকাপ(Womens Odi World Cup) জিতেছে তারা। ভারতের বিশ্ব জয়ের পরই তাদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। গত বুধবারই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছিলেন। সেখানেও ভারতীয় দলের ক্রিকেটারদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষভাবে উদ্বুদ্ধ করার বার্তাই দিচ্ছেন প্রধাবমন্ত্রী(Narendra Modi)। গত বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই প্রধানমন্ত্রীর হাতে বিশ্বকাপের ট্রফিটা তুলে দুয়েছিলেন হরমনপ্রীত(Harmanpreet Kaur), স্মৃতি মন্ধনারা(Smriti Mandhana)। সেখানেই প্রধানমন্ত্রীর(Narendra Modi) সঙ্গে দীর্ঘ আলাপচারিচতাও হয় তাদের। সেখানেই ভারতীয় মহিলা ক্রিকেটারদের বিশেষ বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তাদের সকলের স্কুলে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করার বার্তাই দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রিকেটারদের উদ্দেশ্যে বার্তা, আমি তোমাদের প্রতিটা স্কুলে যাওয়ার কথা বলছি না। যে স্কুলে তোমরা লেখাপড়া করেছ সেই স্কুলগুলোতেই যেতে বলছি। তিনটে করে স্কুলকে বেছে নাও। যকনই সময় পাবে, বছরের, যেকোনও একটি সময় সেখানে যাও। শুধুমাত্র যে তারাই মোটিভেট হবে তা কিন্তু নয়। তোমরাও তাদের থেকে মোটিভেট হতে পারবে। ঝুলন, মিতালীরা বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও বারবার রানার্স হয়েই ফিরতে হয়েছে তাদের। অবশেষে সাফল্যের স্বাদ পেয়েছে ভারতীয় দল। হরমনপ্রীত(Harmanpreet Kaur), রিচাদের(Richa Ghosh) হাত ধরে প্রথমবার ওডিআই বিশ্বকাপ এসেছে ভারতের কাছে। ঘরের মেয়েদের স্বাগত জানাতেই এখন প্রস্তুত সকলে।
বিশ্বকাপ জয়ের পর স্মৃতিকে বিশেষ উপহার তাঁর প্রেমিকের

কয়েকদিন পরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি মন্ধনা(Smriti Mandhana)। তার আগেই নেটিজেনদের মন জিতে নিলেন স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্চল(Palash Muchhal)। বিশ্বকাপ জয়ের পরই স্মৃতি মন্ধনাকে দিলেন এক বিশেষ উপহার। তা দেখে স্মৃতি তো অবশ্যই, আপ্লুত গোটা সোশ্যাল মিডিয়া। শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এমন একটা উপহারে আপ্লুত স্মৃতি মন্ধনা নিজেও। এটাই যে তাঁর প্রি ওয়েডিংয়ের সেরা উপহার তাও বলতে দ্বিধা করলেন না স্মৃতি মন্ধনা(Smriti Mandhana)। গত রবিবার নভি মুম্বইয়ের ডিওয়াই পটেল স্টেডিয়ামে ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল(Indian Womens Cricket Team)। দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে এক হার না মানা লড়াই করে অবশেষে দীর্ঘদিন ধরে দেখা স্বপ্নটা সফল হয়েছে ভারতের। প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। সেই থেকেই শুরু হয়েছিল উচ্ছ্বাস। মাঠ থেকে টিম হোটেলে ফিরে চলে সেই সেলিব্রেশন। গোটা রাত টাই ট্রফির সঙ্গে কেটেছে স্মতি মন্ধনাদের(Smriti Mandhana)। এরপরই স্মৃতিকে সেরা উপহারটা দিলেন তাঁর প্রেমিক পলাশ মুচ্চল। হাতে করে ট্রফিটা যখন তুলে দিচ্ছে স্মৃতির দিকে, সেই সময়ই অবাক হয়ে হয়ে গিয়েছেন স্মৃতিও। কারণ তাঁর হবু স্বামীর হাতে এক বিশেষ ট্যাটু। সেখানে লেখা এসএম এইট্টিন। আর সেটা দেখেই আপ্লুত স্মৃতি মন্ধনা। বেশ কয়েকদিন আগেই নিজেদের সম্পর্কের কথা সকলের সামনে এনেছেন স্মৃতি মন্ধনা। শীঘ্রই যে তারা বিয়ের পিঁড়িতে বসবে তাও বোঝাই যাচ্ছে। তার মাঝেই স্মৃতি মন্ধনার বিশ্বকাপ জয় তাদের আনন্দের মাপটা যে আরও বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। আর সেই ছবি স্মৃতি মন্ধনা নিজেই দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপ জয়ের পর থেকেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকাদের নিয়ে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহলে জুড়ে চলছে হৈচৈ। সেই মুহূর্তের স্মৃতি মন্ধনার এমন একটা ছবি দেখেই উচ্ছ্বসিত নেটিজেনরা। এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের ঘিরে নামতে শুরু করেছে শুভেচ্ছা বার্তার ঢল।
বড় রান করেও হার হরমনপ্রীতদের, উঠছে বহু প্রশ্ন

অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে বড় রান করেও শেষরক্ষা হল না। বোলারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল(Indian Womens Team)। আর তাতেই কিন্তু হরমনপ্রীতদের(Harmanpreet Kaur) দল নিয়ে বেশ কিছু প্রশ্নও উঠে গেল। ম্যাচ শেষে ভারতীয় দলের অধিনায়ক সেই কথা স্বীকারও করে নিলেন। ছয় নম্বরের বোলিংয়ের সমস্যাটা যে তারা এখনও পর্যন্ত মেটাতে পারেনি সেই কথা ম্যাচ শেষেই স্বীকার করে নিয়েছেন হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur)। চলতি বিশ্বকাপে ভারত(Indian Womens Team) একের পর এক ম্যাচ জিতলেও বারবারই দল গঠন নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নেমেছিল ভারতীয় মহিলা ব্রিগেড। সেখানেই টস জিতে ভারতকে প্রথম ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক। শুরুটা ভালোভাবে করলেও, লোয়ার মিডল অর্ডার ফের একবার চূড়ান্ত ব্যর্থ। তিনশো রানের গন্ডী পার করতে পারলেও, রানটা আরও বেশি হলে অবাক হওয়ার কিছুই থাকত না। স্মৃতি মন্ধনা(Smriti Mandhana) এবং প্রতিকা রাওয়ালের(Pratika Rawal) ওপেনিং পার্টনারশিপ ১৫৫ রানের। কিন্তু তারা ফিরতেই যেন ভারতের রানের গতি কমতে থাকে। স্মৃতি ফেরেন৮০ রানে এহং প্রতিকা করেন ৭৫ রান। কিছুক্ষণ হরমনপ্রীত(Harmanpreet Kaur) এবং হারলিন দেওল চেষ্টা চালিয়ে যান। কিন্তু তারা ফিরতেই ফের ধস নামে ভারতীয় ব্যাটিং লাইনআপে। ম্যাচ শেষে সেদিকেও নজর দেওয়ার কথা শোনা গিয়েছে হরমনপ্রীতের মুখ থেকে। শেষপর্যন্ত ৩৩০ রান করে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে অজি ব্যাটিং লাইনআপ এদিন শুরু থেকেই ছিল বিধ্বংসী ফর্মে। বিশেষ করে ওপেনার অ্যালিসা হিলি(Alyssa Healy)। ১০৭ বলে ১৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। কার্যত তাঁর সেঞ্চুরি ইনিংসটাই অস্ট্রেলিয়ার জয়ের রাস্তাটা প্রশস্ত করে দেন। তিনি যখন সাজঘরে ফেরেন সেই সময় অস্ট্রেলিয়ার রান ২৬৫। এরপর আর সেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারতীয় মহিলা বোলিং বাহিনী। ৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
শ্রেয়ার গলায় “Bring It Home”, হরমনপ্রীতদের লক্ষ্য প্রথম বিশ্বকাপ

শ্রেয়া ঘোষালের(Shreya Ghoshal) গলায় “ব্রিং ইট হোম”(Bring It Home)। ভারতীয় মহিলা দল কী পারবে প্রথমবার ওডিআই বিশ্বকাপ(Womens Odi World Cup) জিততে। আর মাত্র কয়েকটা দিন, এরপরই ঘরের মাঠে আইসিসির(ICC) মহিলাদের ওডিআই বিশ্বকাপ। তারই থিম সং প্রকাশ্যে এনেছে আইসিসি। গান গেয়েছেন এই মুহূর্তের ভারতের সেরা মহিলা গায়িকা শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal)। সেই গান সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল। সবচেয়ে বেশি ভাইরাল তাঁর গানের একটাই কথা- ব্রিং ইট হোম। এখনও পর্যন্ত একবারও ওডিআই বিশ্বকাপ জিততে পারেনি ভারতীয় দল। সেটাই এবার স্মৃতি মন্ধনারা(Smriti Mandhana) করতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। ঘরের মাঠে মহিলাদের বিশ্বকাপ(Womens Odi World Cup) ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের বিশ্বকাপ। সেখানেই উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবেন হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur), জেমিমা রডরিগেজরা(Jemimah Rodriguez)। ১২ বছরের অপেক্ষার অবসান হয় কিনা সেই অপেক্ষাতেই এখন সকলে। মিতালী রাজ(Mithali Raj), ঝুলন গোস্বামীরা(Jhulan Goswami) ফাইনালে পৌঁছলেও বিশ্বকাপ জিততে পারেনি। শেষবার অস্ট্রেলিয়ার কাছেই ফাইনালে হারতে হয়েছিল ভারতীয় মহিলা ব্রিগেডকে। এবার ঘরের মাঠে বিশ্বকাপ। সেখানেই শ্রেয়া ঘোষালের(Shreya Ghoshal) গলায় থিম সং ব্রিং ইট হোম(Bring It Home)। শ্রেয়ার এই গানের কথা যে এখন সমস্ত ভারতীয়রই মনের কথা তা বলার অপেক্ষা রাখে না। এই গানের শুরু থেকে শেষপর্যন্ত রয়েছে নানান চমক। আর শ্রেয় ঘোষালের সুরের জাদু তো রয়েছেই। বিশ্বকাপের (Womens Odi World Cup) থিম সং গেয়ে উচ্ছ্বসিত শ্রেয় নিজেও। তিনি জানিয়েছেন, আইসিসি মহিলাদের বিশ্বকাপের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। বিশেষ করে মহিলাদের ক্রিকেট ঘিরে সংঘবদ্ধতা, স্পিরিট সবকিছুই আমায় মুগ্ধ করেছে। এমন একটা বিরাট প্রতিযোগিতার অংশ হিসাবে আমার গান যে সুযোগ পেয়েছে, তাতেই আমি গর্বিত। আমি আশা করছি এটা হয়ত সমস্ত ভক্ত, সমর্থকদের মধ্যে একটা আদর্শ হিসাবে হয়ে উঠতে পারবে। ৩০ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার পরই চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামবে ভারতীয় মহিলা ব্রিগেড। ৫ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নামবেন স্মৃতি মন্ধনারা। মহিলাদের বিশ্বকাপে ভারতের সূচি ভারত বনাম শ্রীলঙ্কা – ৩০ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান – ৫ অক্টোবর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – ৯ অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়া – ১২ অক্টোবর ভারত বনাম ইংল্যান্ড – ১৯ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড – ২৩ অক্টোবর ভারত বনাম বাংলাদেশ – ২৬ অক্টোবর দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষা শেষ করে ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের প্রথম ওডিআই বিশ্বকাপ জয়ের স্বাদ পায় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।