কেরালা ব্লাস্টার্সের তরুণ গোলকিপার সোম কুমার আবার স্লোভেনিয়ায়; ম্যাচ খেললেন নতুন দলের হয়ে

তরুণ গোলরক্ষক সোম কুমারকে গত মরশুমে সই করিয়েছিল কেরালা ব্লাস্টার্স। কিন্তু আইএসএল খেলতে আসার আগেই স্লোভেনিয়ার এন কে অলিম্পিজা লুব্লজানার হয়ে খেলেছেন সোম। সেই দলের জার্সিতে খেলেছিলেন ১৩টি ম্যাচ। যার মধ্যে ৬টি ক্লিনশিটও ছিল এই ফুটবলারের। কিন্তু কেরালা ব্লাস্টার্সে যোগ দেওয়ার পর সুযোগ পাননি এই তরুণ গোলকিপার। খেলেছিলেন মাত্র তিনটি ম্যাচে। সেই নিয়ে হতাশই ছিলেন এই গোলরক্ষক। স্বাভাবিকভাবেই পরবর্তীতে উইন্টার ট্রান্সফার-উইন্ডোতে আবার স্লোভেনিয়া ফিরে যান তিনি। সেখানে যোগ দেন নতুন ক্লাব এন. কে র্যাডমলিতে। বিদেশে ফিরে নিজের ছন্দ ফেরানোই অন্যতম লক্ষ্য ছিল তাঁর। অবশেষে গত শুক্রবার এই দলের জার্সিতে অভিষেক ঘটে বছর কুড়ির এই ভারতীয় গোলরক্ষকের। ক্রোয়েশিয়ার প্রথম সারির দল হাদউক স্প্লিটের বিরুদ্ধে তাঁকে মাঠে নামিয়েছিলেন কোচ। প্রথমার্ধের শেষে কোচ তাকে তুলে নেন। তবে জানা গিয়েছে, সোমের খেলায় সন্তুষ্ট নতুন দলের কোচ।