মুগ্ধ সৌরভ; গিলও বললেন নতুনভাবে ব্যাটিং উপভোগ করছেন!

শুবমান গিলের ২৬৯-এ মুগ্ধ সৌরভ গাঙ্গুলি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, “অসাধারণ ব্যাটিং গিলের। একেবারে নিখুঁত। ত্রুটিহীন। ইংল্যান্ডে আমার দেখা যেকোনও যুগের সেরা ইনিংসগুলোর মধ্যে একটি। গত কয়েক মাসে অভূতপূর্ব উন্নতি করেছে শুভমান। সম্ভবত টেস্ট ক্রিকেটে ওপেনিং ওর জন্য সঠিক জায়গা ছিল না। এই টেস্টটা কিন্তু ভারত জিততে পারে।” শুবমানও বৃহস্পতিবারের ইনিংসের পর ব্রডকাস্টার চ্যানেলে জানালেন এতদিন ব্যাটিংটা আনন্দ নিয়ে করতে পারছিলেন না! এখন নতুনভাবে উপভোগ করছেন! বলেছেন, “এর আগের সিরিজগুলোতেও ভালো ব্যাটিং করছিলাম। কিন্তু ৩০-৩৫ করার পর আউট হয়ে যাচ্ছিলাম। বড় রান আসছিল না। একটু বেশিই ফোকাস করতে যাচ্ছিলাম। অনেকেই বলছিলেন, অনেক সময় বেশি ফোকাস করতে গেলে সমস্যা হয়। মাঠে নামার পর মাথায় শুধু একটা জিনিসই ঘুরত, রান করতে হবে। তাই অতিরিক্ত মাত্রায় ফোকাস করা শুরু করেছিলাম। ব্যাটিংকে উপভোগ করার ব্যাপারটা হারিয়ে গিয়েছিল। তারপর ঠিক করি, বেশি ভাবার দরকার নেই। রান নিয়ে বেশি ভাবব না। যতটা সম্ভব লম্বা সময় ব্যাটিং করব। ঠিক ছোটবেলায় যেভাবে ব্যাটিং করতাম, এই সিরিজেও ঠিক সেভাবেই করছি। ব্যাটিংটা উপভোগ করছি। বেশি কিছু ভাবছি না।” সৌরভের পাশাপাশি আর এক কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাসকারও গিলের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ। সুনীল গাভাসকরের মন্তব্য, ‘‘অসাধারণ। কোনও বিশেষণই যথেষ্ট নয় গিলের জন্য। আশা করি, পরের ডাবল সেঞ্চুরি দেখার জন্য আর ২৩ বছর অপেক্ষা করতে হবে না।’’ শেষ ভারতীয় ব্যাটার হিসেবে ২০০২ সালে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন রাহুল দ্রাবিড়। দীর্ঘ ব্যবধান কাটিয়ে বিলেতের মাঠে এল ডাবল সেঞ্চুরি। মাত্র ৩১ রানের জন্য ত্রিশতরান মিস করলেন গিল।