শনিবারের ম্যাচও বাতিল; বাংলার ফুটবলের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না সাদার্ন কর্তা

মহামেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে দল নামায়নি ক্লাব। শনিবার কালিঘাট এমএসের বিরুদ্ধেও দল নামাবে না বলে জানিয়ে দিয়েছে এই মরশুমে কলকাতা প্রিমিয়ার লিগে অবনমনে চলে যাওয়া সাদার্ণ সমিতি। যে কারণে শনিবারও রেলিগেশন রাউন্ডের এই ম্যাচ বাতিল করতে হল আইএফএ-কে। সাদার্ণ কর্তা সৌরভ পালকে এই বিষয়ে প্রশ্ন করলে সৌরভ বললেন, “আমি তো আগেই জানিয়ে দিয়েছি, কলকাতা লিগে আর খেলব না। গত তিন বছর ধরে কলকাতা লিগে ম্যাচ-গড়াপেটা হচ্ছে। আমি একা প্রতিবাদ করে একা হয়ে গিয়েছি। কারও কোনও হেলদোল নেই। এমনকী, সংবাদমাধ্যমেরও অধিকাংশই আপোষ করছে। তাই কলকাতা লিগ, আরও পরিষ্কারভাবে বললে বাংলার ফুটবলের সঙ্গেই আমি আর সম্পর্ক রাখতে চাই না। জলপাইগুড়িতে অ্যাকাডেমি করছি। গ্রাসরুট ডেভেলপমেন্ট নিয়ে ব্যস্ত থাকব। তার বাইরে আর কোনও সম্পর্ক রাখব না।” তাহলে সাদার্ন সমিতি ক্লাবের ক্লাবের ভবিষ্যৎ কী? আইএফএ প্রেসিডেন্ট এবং কালিঘাট এমএসের সর্বময় কর্তা অজিত বন্দ্যোপাধ্যায় জানালেন, আইএফএ-র লিগ কমিটি চুড়ান্ত সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে।