ন্যাশনাল স্পোর্টস বিলে BCCI-ও? বিতর্কের কেন্দ্রে ক্রিকেট বোর্ড

বুধবার পেশ হতে চলেছে বহুল প্রতীক্ষিত ন্যাশনাল স্পোর্টস বিল। এই বিল আইন হিসেবে পরিণত হলে দেশের প্রতিটি ক্রীড়া বোর্ড ভারত সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে চলে আসবে— আর সেখানেই আলোচনার কেন্দ্রে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, অর্থাৎ BCCI। অন্যান্য ক্রীড়া ফেডারেশনের মতো নয় BCCI। তারা কেন্দ্রীয় সরকারের থেকে কোনওরকম অর্থসাহায্য গ্রহণ করে না, নিজেদের খরচ নিজেরাই চালায়। তবু ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে এখন ভাবনাচিন্তা শুরু হয়েছে— BCCI কি তবে ন্যাশনাল স্পোর্টস বিলের আওতায় আসবে? এই বিষয়ে BCCI-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, “বিলটা পেশ হওয়ার পর আমাদের সেটি ভালোভাবে পড়তে হবে। তারপরেই আমরা সিদ্ধান্ত নিতে পারব।” উল্লেখ্য, BCCI ১৯৭৫ সালের তামিলনাড়ু সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী নথিভুক্ত, এবং রাইট টু ইনফর্মেশন (RTI)-এর আওতায় নেই। অন্যদিকে, কেন্দ্রের দাবি— এই বিল কার্যকর হলে ক্রীড়াক্ষেত্রে স্বচ্ছতা ও আর্থিক সাম্যতা আসবে। নির্বাচন ও অ্যাথলিট বাছাইয়ে আরও উন্মুক্ততা থাকবে, যা ভবিষ্যতে দেশের ক্রীড়াব্যবস্থার কাঠামো পাল্টে দিতে পারে বলেই মত সংশ্লিষ্ট মহলের। BCCI-র ভবিষ্যৎ পদক্ষেপেই এখন নজর দেশের ক্রীড়া জগতের।